আশুলিয়ায় বিপুল পরিমান চোলাইমদসহ মাদক ব্যবসায়ী চক্রকে গ্রেফতার
আশুলিয়ায় বিপুল পরিমান চোলাইমদসহ মাদক ব্যবসায়ী চক্রকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বুধবার ১৪ ডিসেম্বর মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
ডিবি (উত্তর), ঢাকা জেলার এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় এএসআই সুলতান ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদ এর ভিত্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নির্দেশনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ইং-১৪/১২/২০২২ ইং তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন উত্তর গাজীরচট সাকিনস্থ, বুড়িরবাজার এলাকা হইতে আসামী ১। মিক্রা মগ (২৫), স্বামী-ক্যাজাই মগ, পিতা-আথোয়াই মগ, মাতা-উক্রায়ই মগ, সাং-জিরোমাইল, ৩ নং ওয়ার্ড, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং- বুড়ির বাজার, উত্তর গাজীরচট, জাহিদের বাসার ভাড়টিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, আসামী ২।
মিকো চাকমা (৩০), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং-উত্তর গাজীরচট, বুড়িরবাজার, জাহিদের বাসার ভাড়টিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে সর্বমোট ৫২০ লিটার চোলাইমদ সহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন। এই সংক্রান্তে আশুলিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামীদেরকে গ্রেফাতার করিতে গেলে তাদের ডাক-চিৎকারে আসামী ৩। কল্লোল চাকমা (৩৪), পিতা-সুশীল জীবন চাকমা, মাতা-মল্লিকা চাকমা, সাং-তেভাংছড়া, থানা-দীঘিনালা, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং- আকতার ভিলা, বুড়ির বাজার, উত্তর গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। সুইলা মারমা (৩০), পিতা- রাফরু মারমা, মাতা- আওয়াবাই মারমা, সাং- কাংচাইরী পাড়া, থানা-পানছড়ি, জেলা- খাগড়াছড়ি, এ/পি সাং-লুৎফরের বাড়ীর ভাড়াটিয়া, বুড়ির বাজার, উত্তর গাজীরচট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। রিপন চাকমা (৩৬), পিতা- বিন্দু কুমার চাকমা, মাতা- গোপা চাকমা, সাং- লংগদু বড়াদম, থানা- লংগদু, জেলা-রাঙ্গামাটি, এ/পি সাং- লুৎফরের বাসার ভাড়াটিয়া, বুড়ির বাজার, উত্তর গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ৬। ম্যাসামাই মারমা (৪০), ৭। পাইজা মারমা (৩৫), উভয় পিতা- ক্যাজাই মারমা, উভয় মাতা- নাইক্রই মারমা, উভয় সাং-নুনছড়ি, কংচাই কারবারী পাড়া, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, উভয় এ/পি সাং- বুড়ির বাজার, উত্তর গাজীরচট, লুৎফরের বাসার ভাড়টিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা , ৮।
সুফেন দেব বর্মা (২১), পিতা- সামাচরন দেব বর্মা, মাতা- সোনা লক্ষী দেবী, সাং- কালেংগা, ছনবাড়ী, রানিগাও, চুনারুঘাট, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, এ/পি সাং-উত্তর গাজীরচট, বুড়ির বাজার, জাহিদের বাসার ভাড়টিয়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, ৯। মংনুচিং মারমা (৩২), পিতা- আথুইবাইং, মাতা-অংক্রা, সাং- সাইংগুলী পাড়া, ৮ নং গুইমারা ইউনিয়ন, থানা-গুইমারা, জেলা- খাগড়াছড়ি, এ/পি সাং- আকতার ভিলা, বুড়ির বাজার, উত্তর গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, ১০। পুলক চাকমা (২৩), পিতা- সমীরন চাকমা, মাতা-কৃষ্ণা চাকমা, সাং- পশ্চিম ল্যাল্যাঘোনা, ৯ নং ওয়ার্ড, রুপকারী ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি, এ/পি সাং- বুড়ির বাজার, উত্তর গাজীরচট, জাহিদের বাসার ভাড়টিয়া, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা, ১১। কমল চাকমা (৩০), পিতা- মৃত ধনেশ্বর চাকমা, মাতা- পূন্যমুখী চাকমা, সাং- বরজালাপাড়া, মাটিরাংগা, ০৭ নং ওয়ার্ড, থানা- মাটিরাংগা, জেলা- খাগড়াছড়ি, এ/পি সাং-বুড়ির বাজার, উত্তর গাজীরচট, জাহিদের বাসার ভাড়টিয়া, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, ১২। আশুতোষ চাকমা (৩১), পিতা- কুঞ্জ চাকমা, মাতা-মৃত মিনতি চাকমা, সাং- পেরাছড়া ইউনিয়ন, ৬ নং ওয়ার্ড, থানা- খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি, এ/পি সাং- আকতার ভিলা, বুড়ির বাজার, উত্তর গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা, পলাতক- আসামী ১৩। গেনু চাকমা (৩৪), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা ও জেলা-রাঙ্গামাটি, এ/পি সাং- বুড়িরবাজার, উত্তর গাজীরচট, জাহিদের বাসার ভাড়টিয়া, থানা-আশুলিয়া, জেলা- ঢাকা, ১৪। দিপন চাকমা (৩২), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা ও জেলা-অজ্ঞাত, ১৫। জাহিদ (৪৫), পিতা- অজ্ঞাত, সাং- বুড়িরবাজার, উত্তর গাজীরচট, থানা- আশুলিয়া, জেলা-ঢাকা গন লাঠিসোটা নিয়া পুলিশের উপর অতর্কিতভাবে আক্রমন করে পুলিশকে আহত করে আসামী ২। মিকো চাকমা (৩০) কে ছিনাইয়া নিয়া পালাইয়া যায়। উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা দায়ের করে ওই মাদক ব্যবসায়ী চক্রকে থানায় হস্তান্তর করে উক্ত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল
কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান
হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব
টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:
ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন
বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ
ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার
হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা