চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
সারাদেশে গত দুই সপ্তাহ কঠোর লকডাউন শেষে যাত্রী পরিবহন চালু হয়েছে তারই ধারাবাহিকতায় চাঁদপুরে টানা ১৭ দিন পর অন্যান্য গণপরিবহনের সাথে নৌপথে চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে । স্বাস্থ্যবিধির মেনে চলার জন্য প্রশাসনের কঠোর নির্দেশনা থাকলেও কোন তেমন কোন তোয়াক্কা নেই যাত্রীদের মাঝে।
স্বাস্থ্যবিধির বিষয়ে যাত্রী আকরাম হোসেনের মুখে মাক্স ও স্বাস্থ্যবিধির ব্যাপারে কথা বলে জানা যায় তিনি ঢাকায় কর্ম ক্ষেত্রে ফেরার জন্য যাচ্ছেন কিন্ত লঞ্চে সিট না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ভিড় অতিক্রম করে তাড়াহুড়া করেই লঞ্চে উঠেছেন বলে জানান। এছাড়াও আরও কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে লঞ্চে যাতায়াত করা নিয়ে নানা অজুহাত তুলে ধরেন।
ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে দুপুরে আবে জমজম-১ ইমাম হাসান -৫ থেকেও যাত্রী গাদাগাদি করে নামতে দেখা যায়। এ স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে করোনা পরিস্থিতির সামনে আরো বাড়বে বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে লঞ্চ কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, বিআইডাব্লিউটিএ ও লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে। এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে। এজন্য একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত সময়ের বেশ আগেই যাত্রীবাহী লঞ্চগুলোকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছাড়তে বাধ্য হচ্ছে।
ভাড়ার ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ জানান,বর্তমানে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ডেক ১৬০, ১ম শ্রেণি ও বিজনেস ক্লাস ৪০০, সিংগেল কেবিন ৫০০ ও ডাবল কেবিন ১০০০। এছাড়া চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও বিভিন্ন অঞ্চলের মোট ৩৬ টি লঞ্চ চলাচল করেছে।
বিআইডাব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের লঞ্চে উঠার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে যাত্রীদের অবহেলার কারণে স্বাস্থ্যবিধি মানা পুরোপুরি সম্ভব হচ্ছে না।প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সে বিষয়ে লঞ্চ সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে এজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত