চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
সারাদেশে গত দুই সপ্তাহ কঠোর লকডাউন শেষে যাত্রী পরিবহন চালু হয়েছে তারই ধারাবাহিকতায় চাঁদপুরে টানা ১৭ দিন পর অন্যান্য গণপরিবহনের সাথে নৌপথে চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে । স্বাস্থ্যবিধির মেনে চলার জন্য প্রশাসনের কঠোর নির্দেশনা থাকলেও কোন তেমন কোন তোয়াক্কা নেই যাত্রীদের মাঝে।
স্বাস্থ্যবিধির বিষয়ে যাত্রী আকরাম হোসেনের মুখে মাক্স ও স্বাস্থ্যবিধির ব্যাপারে কথা বলে জানা যায় তিনি ঢাকায় কর্ম ক্ষেত্রে ফেরার জন্য যাচ্ছেন কিন্ত লঞ্চে সিট না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ভিড় অতিক্রম করে তাড়াহুড়া করেই লঞ্চে উঠেছেন বলে জানান। এছাড়াও আরও কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে লঞ্চে যাতায়াত করা নিয়ে নানা অজুহাত তুলে ধরেন।
ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে দুপুরে আবে জমজম-১ ইমাম হাসান -৫ থেকেও যাত্রী গাদাগাদি করে নামতে দেখা যায়। এ স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে করোনা পরিস্থিতির সামনে আরো বাড়বে বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে লঞ্চ কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, বিআইডাব্লিউটিএ ও লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে। এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে। এজন্য একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত সময়ের বেশ আগেই যাত্রীবাহী লঞ্চগুলোকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছাড়তে বাধ্য হচ্ছে।
ভাড়ার ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ জানান,বর্তমানে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ডেক ১৬০, ১ম শ্রেণি ও বিজনেস ক্লাস ৪০০, সিংগেল কেবিন ৫০০ ও ডাবল কেবিন ১০০০। এছাড়া চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও বিভিন্ন অঞ্চলের মোট ৩৬ টি লঞ্চ চলাচল করেছে।
বিআইডাব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের লঞ্চে উঠার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে যাত্রীদের অবহেলার কারণে স্বাস্থ্যবিধি মানা পুরোপুরি সম্ভব হচ্ছে না।প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সে বিষয়ে লঞ্চ সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে এজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে।
এমএসএম / এমএসএম
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা