চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

সারাদেশে গত দুই সপ্তাহ কঠোর লকডাউন শেষে যাত্রী পরিবহন চালু হয়েছে তারই ধারাবাহিকতায় চাঁদপুরে টানা ১৭ দিন পর অন্যান্য গণপরিবহনের সাথে নৌপথে চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে । স্বাস্থ্যবিধির মেনে চলার জন্য প্রশাসনের কঠোর নির্দেশনা থাকলেও কোন তেমন কোন তোয়াক্কা নেই যাত্রীদের মাঝে।
স্বাস্থ্যবিধির বিষয়ে যাত্রী আকরাম হোসেনের মুখে মাক্স ও স্বাস্থ্যবিধির ব্যাপারে কথা বলে জানা যায় তিনি ঢাকায় কর্ম ক্ষেত্রে ফেরার জন্য যাচ্ছেন কিন্ত লঞ্চে সিট না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই ভিড় অতিক্রম করে তাড়াহুড়া করেই লঞ্চে উঠেছেন বলে জানান। এছাড়াও আরও কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে লঞ্চে যাতায়াত করা নিয়ে নানা অজুহাত তুলে ধরেন।
ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে দুপুরে আবে জমজম-১ ইমাম হাসান -৫ থেকেও যাত্রী গাদাগাদি করে নামতে দেখা যায়। এ স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে করোনা পরিস্থিতির সামনে আরো বাড়বে বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে লঞ্চ কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, বিআইডাব্লিউটিএ ও লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে। এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে। এজন্য একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত সময়ের বেশ আগেই যাত্রীবাহী লঞ্চগুলোকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছাড়তে বাধ্য হচ্ছে।
ভাড়ার ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ জানান,বর্তমানে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ডেক ১৬০, ১ম শ্রেণি ও বিজনেস ক্লাস ৪০০, সিংগেল কেবিন ৫০০ ও ডাবল কেবিন ১০০০। এছাড়া চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও বিভিন্ন অঞ্চলের মোট ৩৬ টি লঞ্চ চলাচল করেছে।
বিআইডাব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের লঞ্চে উঠার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে যাত্রীদের অবহেলার কারণে স্বাস্থ্যবিধি মানা পুরোপুরি সম্ভব হচ্ছে না।প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সে বিষয়ে লঞ্চ সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে এজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে।
এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
