ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৪:৩০

সারাদেশে গত দুই সপ্তাহ কঠোর লকডাউন শেষে যাত্রী পরিবহন চালু হয়েছে তারই ধারাবাহিকতায় চাঁদপুরে টানা ১৭ দিন পর অন্যান্য গণপরিবহনের সাথে নৌপথে চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ১৫ জুলাই বৃহস্পতিবার ভোর থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে । স্বাস্থ্যবিধির মেনে চলার জন্য প্রশাসনের কঠোর নির্দেশনা থাকলেও কোন তেমন কোন তোয়াক্কা নেই যাত্রীদের মাঝে।

স্বাস্থ্যবিধির বিষয়ে যাত্রী আকরাম হোসেনের মুখে মাক্স ও স্বাস্থ্যবিধির ব্যাপারে কথা বলে জানা যায় তিনি ঢাকায় কর্ম ক্ষেত্রে ফেরার জন্য যাচ্ছেন কিন্ত লঞ্চে সিট না পাওয়ার সম্ভাবনা  রয়েছে বলেই ভিড় অতিক্রম করে তাড়াহুড়া করেই লঞ্চে উঠেছেন বলে জানান। এছাড়াও আরও কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে লঞ্চে যাতায়াত করা নিয়ে নানা অজুহাত তুলে ধরেন।

ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুর লঞ্চঘাটে দুপুরে আবে জমজম-১ ইমাম হাসান -৫ থেকেও যাত্রী গাদাগাদি করে নামতে দেখা যায়। এ স্বাস্থ্যবিধি উপেক্ষার কারণে করোনা পরিস্থিতির সামনে আরো বাড়বে বলে মনে করেন সচেতন মহল।

এ ব্যাপারে লঞ্চ কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, বিআইডাব্লিউটিএ ও লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের আয়োজন করলেও যাত্রীদের চাপে তা ব্যর্থ হচ্ছে। এসময় যাত্রীরা টার্মিনালে নিয়োজিত বন্দর কর্তৃপক্ষ ও লঞ্চ কর্মচারীদের সাথে বাকবিতন্ডা করতে দেখা গেছে। এজন্য একপ্রকার বাধ্য হয়েই নির্ধারিত সময়ের বেশ আগেই যাত্রীবাহী লঞ্চগুলোকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছাড়তে বাধ্য হচ্ছে।

ভাড়ার ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ  জানান,বর্তমানে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ডেক ১৬০, ১ম শ্রেণি ও বিজনেস ক্লাস ৪০০, সিংগেল কেবিন ৫০০ ও ডাবল কেবিন ১০০০। এছাড়া চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও বিভিন্ন অঞ্চলের মোট ৩৬ টি লঞ্চ চলাচল করেছে।

বিআইডাব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের লঞ্চে উঠার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে যাত্রীদের অবহেলার কারণে স্বাস্থ্যবিধি মানা পুরোপুরি সম্ভব হচ্ছে না।প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়, সে বিষয়ে লঞ্চ সুপারভাইজারদের অবগত করা হয়েছে। এ ছাড়া ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতে লঞ্চগুলো ঘাট ছাড়ে এজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়