ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

লামায় অবৈধ বালু উত্তোলন প্রশাসনের নেই কোন উদ্যোগ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ৪:৪৪
লামা উপজেলার বাগাইছড়ি খাল থেকে ট্রাকে বালু উত্তোলন।
লামা উপজেলার বাগাইছড়ি খাল থেকে ট্রাকে বালু উত্তোলন।

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া বগাইছড়ি খাল, ফকিরাকুল ও অংসাঝিরি থেকে ইজারা ছাড়াই অবাধে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী খাল পাড় ও ফসলি জমি। 

নাম প্রকাশে অনিচ্ছুক নদীর দুই অংশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুলছেন একটি প্রভাবশালী মহল। তাদের ভয়ে মুখ খুলতে কেউ সাহস পায় না।

খোঁজ নিয়ে জানা যায়, লামা উপজেলার ৩নং ফাসিয়াখালি ইউনিয়নের  মধ্য দিয়ে বয়ে যাওয়া বগাইছড়ি খাল, ফকিরাকুল সহ অংসাঝিরি থেকে ইজারা ছাড়াই অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী ব্যক্তিরা। ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এরশাদুর রহমানের নেতৃত্বে বালুর সিন্ডিকেট পরিচালনা হয়।  অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত অন্যরা লুৎফর রহমানের বড় ভাই সিরাজুল ইসলাম, আবু তাহের আলা উদ্দিন, আবু শুক্কুর, রমজান আলীসহ পরিবহন দেখাশুনা করেন মোঃ সাবিক।

অভিযুক্ত সিন্ডকেট সদস্য সিরাজের সাথে কথা হলে তিনি বলেন, আমরা জমির মালিক থেকে ইজারা নিয়ে বালু তুলছি। এটা আর কারো থেকে অনুমতির দরকার হয় নাই।  আমরা আপনাদের সাথে লিয়াজু (মিলে) একসাথে কাজ করবো নিউজ করার দরকার নাই। 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন মামুন বলেন, অভিযুক্ত সবগুলো ব্যক্তির ঠিক আছে। এরা দিনের থেকে রাতে বালুর গাড়ি  নিয়ে যায় বেশি। আমি অনেক চেষ্টা করেছিলাম এই বালু উত্তোলন গুলো বন্ধ করতে। ব্যর্থ হয়ে আমি গত সপ্তাহে বিষয়টি ইউনো সাহেবকে ( উপজেলা প্রসাশন) মৌখিক অভিযোগ করি।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি চাই না সিন্ডিকেট করে অবৈধ বালু উত্তোলন হউক। তাদের অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানাবো।

পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪ এর (খ) অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। উত্তোলনের পয়েন্টে অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

 

প্রীতি / প্রীতি

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা