ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

লামায় অবৈধ বালু উত্তোলন প্রশাসনের নেই কোন উদ্যোগ


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৭-১২-২০২২ দুপুর ৪:৪৪
লামা উপজেলার বাগাইছড়ি খাল থেকে ট্রাকে বালু উত্তোলন।
লামা উপজেলার বাগাইছড়ি খাল থেকে ট্রাকে বালু উত্তোলন।

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া বগাইছড়ি খাল, ফকিরাকুল ও অংসাঝিরি থেকে ইজারা ছাড়াই অবাধে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী খাল পাড় ও ফসলি জমি। 

নাম প্রকাশে অনিচ্ছুক নদীর দুই অংশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুলছেন একটি প্রভাবশালী মহল। তাদের ভয়ে মুখ খুলতে কেউ সাহস পায় না।

খোঁজ নিয়ে জানা যায়, লামা উপজেলার ৩নং ফাসিয়াখালি ইউনিয়নের  মধ্য দিয়ে বয়ে যাওয়া বগাইছড়ি খাল, ফকিরাকুল সহ অংসাঝিরি থেকে ইজারা ছাড়াই অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী ব্যক্তিরা। ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এরশাদুর রহমানের নেতৃত্বে বালুর সিন্ডিকেট পরিচালনা হয়।  অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত অন্যরা লুৎফর রহমানের বড় ভাই সিরাজুল ইসলাম, আবু তাহের আলা উদ্দিন, আবু শুক্কুর, রমজান আলীসহ পরিবহন দেখাশুনা করেন মোঃ সাবিক।

অভিযুক্ত সিন্ডকেট সদস্য সিরাজের সাথে কথা হলে তিনি বলেন, আমরা জমির মালিক থেকে ইজারা নিয়ে বালু তুলছি। এটা আর কারো থেকে অনুমতির দরকার হয় নাই।  আমরা আপনাদের সাথে লিয়াজু (মিলে) একসাথে কাজ করবো নিউজ করার দরকার নাই। 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন মামুন বলেন, অভিযুক্ত সবগুলো ব্যক্তির ঠিক আছে। এরা দিনের থেকে রাতে বালুর গাড়ি  নিয়ে যায় বেশি। আমি অনেক চেষ্টা করেছিলাম এই বালু উত্তোলন গুলো বন্ধ করতে। ব্যর্থ হয়ে আমি গত সপ্তাহে বিষয়টি ইউনো সাহেবকে ( উপজেলা প্রসাশন) মৌখিক অভিযোগ করি।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যান থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি চাই না সিন্ডিকেট করে অবৈধ বালু উত্তোলন হউক। তাদের অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানাবো।

পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪ এর (খ) অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। উত্তোলনের পয়েন্টে অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

 

প্রীতি / প্রীতি

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে শহীদ আবু সাঈদের ছবি প্রতিস্থাপন

শিবগঞ্জে বকেয়া টাকা চাওয়ায় দোকানীকে কুপিয়ে জখম

দুমকিতে শিক্ষকদের বন্ধনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আ.লীগের মাস ব্যাপী কর্মসূচির প্রতিবাদে কোনাবাড়ি থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এস আলম গ্রুপের শ্রমিক দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কমিটির বিরুদ্ধে মানববন্ধন

বাঁশখালীতে সাজা-পরোয়ানার পলাতক আসামী জ্যাকর গ্রেফতার

অপহৃত কাঠুরিদের মুক্তিপণ দাবি,আতঙ্কের হাজারো মানুষ

ছাত্রলীগের বিচার চেয়ে নাগরপুরে ছাত্রদলের স্মারকলিপি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : সিলেট বিভাগীয় কমিশনার

মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর

ইসলাম ধর্ম কটুক্তি কারী সেই বিএনপি নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার