লামায় অবৈধ বালু উত্তোলন প্রশাসনের নেই কোন উদ্যোগ

বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া বগাইছড়ি খাল, ফকিরাকুল ও অংসাঝিরি থেকে ইজারা ছাড়াই অবাধে বালু উত্তোলন করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী খাল পাড় ও ফসলি জমি।
নাম প্রকাশে অনিচ্ছুক নদীর দুই অংশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুলছেন একটি প্রভাবশালী মহল। তাদের ভয়ে মুখ খুলতে কেউ সাহস পায় না।
খোঁজ নিয়ে জানা যায়, লামা উপজেলার ৩নং ফাসিয়াখালি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া বগাইছড়ি খাল, ফকিরাকুল সহ অংসাঝিরি থেকে ইজারা ছাড়াই অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন প্রভাবশালী ব্যক্তিরা। ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এরশাদুর রহমানের নেতৃত্বে বালুর সিন্ডিকেট পরিচালনা হয়। অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত অন্যরা লুৎফর রহমানের বড় ভাই সিরাজুল ইসলাম, আবু তাহের আলা উদ্দিন, আবু শুক্কুর, রমজান আলীসহ পরিবহন দেখাশুনা করেন মোঃ সাবিক।
অভিযুক্ত সিন্ডকেট সদস্য সিরাজের সাথে কথা হলে তিনি বলেন, আমরা জমির মালিক থেকে ইজারা নিয়ে বালু তুলছি। এটা আর কারো থেকে অনুমতির দরকার হয় নাই। আমরা আপনাদের সাথে লিয়াজু (মিলে) একসাথে কাজ করবো নিউজ করার দরকার নাই।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন মামুন বলেন, অভিযুক্ত সবগুলো ব্যক্তির ঠিক আছে। এরা দিনের থেকে রাতে বালুর গাড়ি নিয়ে যায় বেশি। আমি অনেক চেষ্টা করেছিলাম এই বালু উত্তোলন গুলো বন্ধ করতে। ব্যর্থ হয়ে আমি গত সপ্তাহে বিষয়টি ইউনো সাহেবকে ( উপজেলা প্রসাশন) মৌখিক অভিযোগ করি।
বিষয়টি স্থানীয় চেয়ারম্যান থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি চাই না সিন্ডিকেট করে অবৈধ বালু উত্তোলন হউক। তাদের অবৈধ বালু উত্তোলনের বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানাবো।
পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো: ফখর উদ্দিন চৌধুরী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ৫ এর ১ উপধারা অনুযায়ী পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪ এর (খ) অনুযায়ী সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হলে অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। উত্তোলনের পয়েন্টে অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
প্রীতি / প্রীতি

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
