মাদারীপুরে কুমার নদের চর দখলে নিয়ে ‘চেয়ারম্যান প্রজেক্ট’
মাদারীপুরে কুমার নদে জেগে ওঠা একটি বিশাল চর অবৈধভাবে দখলে নিয়ে মাছ চাষের প্রস্তুতি নিয়েছেন মস্তফাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন খান। ইতিমধ্যে চরের প্রায় এক একর জমির চারিপাশ এক্সকাভেটর মেশিন (ভেকু) দিয়ে মাটি কেটে সীমানা প্রাচীর ও বেড়িবাঁধ দিয়ে ঘের তৈরি করেছেন। বর্তমানে ‘চেয়ারম্যান প্রজেক্ট' এ মাছ চাষের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলছেন, কুমার নদের চর স্থায়ীভাবে দখলে চলে যাওয়ায় বর্ষা মৌসুমে নদের পানি প্রবাহে বিরূপ প্রভাব পড়তে পারে। একাংশে ভাঙনসহ নৌযান চলাচলেও সমস্যা হতে পারে।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বড়ব্রিজ এলাকা। এই ব্রিজটি নিচ দিয়ে বয়ে গেছে লোয়ার কুমার নদ। ব্রিজের ওপরে দাঁড়িয়ে কুমার নদের চর দখল করে গড়ে ওঠা ‘চেয়ারম্যান প্রজেক্ট’ দেখা যাচ্ছে। ব্রিজের পাশ দিয়ে ছোট একটি সড়ক ধরে তিনশ মিটার এগুলেই মস্তফাপুর সুইচগেট। দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা এই সুইচগেটটি ঠিক সামনে কুমার নদে চর পড়েছে। চরের চারিপাশ ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সীমানা প্রাচীর ও বেড়িবাঁধ দিয়ে মাছের ঘের তৈরি করা হয়েছে।
মস্তাফাপুর বাজার জামে মসজিদের ইমাম মো. আকরামুজ্জামান বলেন, ‘সুইচগেটের সামনে ৪ থেকে ৫ বছর ধরে চর পড়েছে। চরে পড়লেও বর্ষার মৌসুমে হালকা পানি থাকে। তবে শীত মৌসুমে এ চরে বিশাল কাঁশ ফুল ফোটে। এখন চর পড়া অংশটুকু নদীর পাড়ের মাটি দিয়েই চরের চারিপাশ বেড়িবাঁধ দিয়ে মাছ চাষের ঘের করে দেওয়া হয়েছে।’
মস্তফাপুর এলাকার ইয়াকুব আলী বলেন, ‘এখানে এক সময় বড় নদী ছিল। এখন তো সবই দখলে চইলা গেছে। নদীর তো সবই শ্যাষ। তবুও যতটুকু আছে সেটাও যদি না থাকে তাহলে বর্ষার সময় বাজারে পানি জমে থাকবে।’
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন বলেন, ‘মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুমার নদের একটি চরে মাটি কেটে ঘেরের মত তৈরি করেছেন। বিষয়টি আমাদের নজরে পড়েছে। তিনি নদীর চর দখলে নিয়ে কোন কিছুই করতে পারবেন না। ইতিমধ্যে তার কাজটি বন্ধ রাখতে আমরা ব্যবস্থা নিচ্ছি। এসিল্যান্ডকে এ বিষয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছি আমরা। তিনি এমন কাজ কেন করলো সেই বিষয়টিও আমরা খতিয়ে দেখবো।’
এ সম্পর্কে মস্তফাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন খান বলেন, ‘এটি নদী নাই। এখন তো খাল হয়ে গেছে। এই খালে জেগে ওঠা এই চরে প্রতিদিন সন্ধ্যায় মাকদের আসর বসে। এ ছাড়াও চরে নারী নির্যাতন, ইভটেজিং, অসামাজিক কাজ হয়ে আসছিল। চরের কারণে আশেপাশের পরিবেশটা নষ্ট হয়ে গেছিল। আমি এ এলাকার চেয়ারম্যান, ভাল মন্দ দেখার দায়িত্ব আছে। তাই আমি নিজের পকেটের টাকা খরচ করে চরের চারিপাশ মাটি কেটে বেঁড়িবাধ দিয়ে ঘেরের মত করেছি। এখন পরিবশেটা সুন্দর হয়েছে। এসব কিছু পরিষদ থেকে রেজুলেশন করেই করেছি। বিষয়টি ইউএনও নলেজে আছে। এ্যাসিল্যান্ডও আসছিল। আমার এই প্রজেক্টে পানি হলে দুইটা মাছ ছাড়বো। এ ছাড়া কিছু নয়।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইি জমিও খালি রাখা যাবে না। খালি জমি চাষাবাদের উপযোগী করে তুলতে হবে। এখানে চাষাবাদ হলে বাজারের লোকজনই মাছ খাইতে পারবে। এটা আমার ব্যক্তিগত কোন সম্পতি নয়।’
এ বিষয়ে মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ইয়াকুব খান সকালের সময়কে বলেন, কুমার নদে কোথাও চর জেগে উঠলে সেটা দখলের মহোৎসব শুরু হয়। শুধু মস্তফাপুর এলাকায় নয়, নদের বিভিন্ন স্থান দখল হয়ে গেছে। এভাবে নদ-নদীর তীর ও চর দখল হতে থাকলে নদের পানি প্রবাহে বিরূপ প্রভাব ফেলবে। জলাবদ্ধতার শিকার হবে সাধারণ মানুষ। এসব অবৈধ দখলদারের উচ্ছেদে কর্তৃপক্ষের বিশেষ নজর থাকা উচিৎ।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাদারীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাইউল কাদের খান সকালের সময়কে বলেন, ‘নদ-নদীর ভেতরের জমি আমাদের আওতাধীন নয়। এই জমি খাস খতিয়ানভুক্ত। নদীরে পাড়ে কোন চর জেগে উঠলে সেটি যদি কেউ দখলে নিয়ে কোন চাষাবাদ বা স্থাপনা করে তাহলে ডিসি ও ইউএনও এ বিষয় ব্যবস্থা নেবে। এখানে আমাদের করার কিছুই নেই। তারপরও নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেলে আমরা যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
প্রীতি / প্রীতি
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
Link Copied