ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে কর্মসৃজন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ!


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-১২-২০২২ বিকাল ৫:৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অর্ধেক শ্রমিক দিয়ে করানো হচ্ছে কর্মসৃজন প্রকল্পের কাজ।প্রকল্পের ইউপি সদস্যরা বলছেন, না কাজ করা অর্ধেক শ্রমিকই ভিআইপি!

সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চলতি অর্থবছরে ৪০ দিনের কর্মসৃজনের কাজের আওতায় শিডিউল মোতাবেক বৈখন্ঠপুর বড়ই তলা থেকে চকনুর মাদ্রাসা পর্যন্ত রাস্তা মেরামতের জন্য প্রকল্পের বরাদ্দ হয়। সেখানে দেখাযায় কর্মসৃজন কাজে শ্রমিকদের নেই কোন হাজিরা খাতা,তালিকায় ৪১ জন শ্রমিকের কথা উল্লেখ থাকলেও কাজ করছেন মাত্র ২১ জন শ্রমিক দিয়ে। এ যেনো অনিয়মের মহাউৎসব! নাম না প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, ৪১জন শ্রমিক আমরা কাজ করছি না ।কাজ করছি ২১ জন শ্রমিক ।তারা বাঁকি শ্রমিকদের একদিনও কাজে দেখেন নি।তারা আরো জানান,এই প্রকল্পের কাজ পেতে তাদের গুনতে হয়েছে ৩-৫হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের ইউপি সদস্য লিটন বলেন, প্রকল্পে ৪১জন শ্রমিক কাজ করার কথা থাকলেও কাজ করছেন ২১জন ।বাকি শ্রমিকের কথা জানতে চাইলে তিনি বলেন,বাকি গুলো ভিআইপি! চেয়ারম্যান,নেতাকর্মীরা এই তালিকায় রয়েছে। প্রকল্পের আরেক ইউপি সদস্য শিমা বলেন,শ্রমিক কম থাকতে পারে ।কারণ প্রকল্পে রয়েছে ভিআইপিদের নাম।
এদিকে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য শিপন আহম্মেদের নিকট মুঠোফোনে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রকল্পের ভিআইপ তালিকায় চেয়ারম্যানের নাম শোনার পর তার সাথে যোগাযোগ করার জন্য তার বাড়িতে গেলে তিনি মারাতক অসুস্থ বলে কেউ কথা বলেননি। বিষয়টি প্যানেল চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি প্রকল্পের সভাপতির সাথে কথা বলতে বলেন ।এটা তার বিষয় নয় বলে তিনি আরো জানান। পাঙ্গাসী ইউপি সচিব রেজাউল করিম বলেন,এই প্রকল্পে আমার কোন হাত নেই ।অনিয়ম হলে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবেন এমটাই আশা রাখি।

পাঙ্গাসী ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম জানান,আপনাদের মাধ্যেমে অনিয়ম আর অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পারলাম ।বিষয়টি উর্ধ্ধতন কর্মকর্তাকে জানানো হবে।অনিয়মের বিষয়ে  (এসও) রেজাউল করিমের নিকট জানতে চাইলে তিনি বলেন,ভিআইপি বা প্রকল্পের কাজে অনুপস্থিত শ্রমিকের বিল দেওয়ার সুপারিশ করা হবে না।

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) গোলাম রব্বানী বলেন,অনুপস্থিত শ্রমিকের বিল পাওয়ার কোন সুযোগ নেই। কেউ অনুপস্থিত থাকলে সে বিল পাবে না।এবিষয়ে পাঙ্গাসী ইউনিয়ন সচিব রেজাউল করিম জানান,আমি বিষয়টি নিয়ে ঘটনা স্থলে গেলে অনিয়মের সত্যতা পাই।আমি অনিয়মের বিষয়টি চেয়ারম্যানকে  অবহিত করেছি।এমন অনিয়মের কথা পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালামের নিকট জানতে চাইলে তিনি বলেন, এরকম কোন অনিয়মের অভিযোগ আমি পাইনি বলে ফোনটি কেটে দেন।

এই অনিয়মের ব্যাপারে সর্বশেষ রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) এর নিকট জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে  বলেন, এমন অনিয়মের  বিষয়টি আমি এখনো জানিনা তবে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।

 

প্রীতি / প্রীতি

চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান

ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল

মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা

আমরা দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি - আবুল কালাম

বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লাকসামে ৪নং ওয়ার্ডে বিএনপি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মাগুরা-২ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন বিএনপির সাবেক এমপি কাজী কামাল

কালকিনির‘কুমার ডুবি’ খাল দখল ও দূষণে বিপর্যস্ত

রাজশাহীর বাগমারায় ৯৫ কোটি টাকার সমিতি কেলেঙ্কারি: ২৩০০ গ্রাহক নিঃস্ব।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

তানোরে অনিরাপদ পদ্ধতিতে কীটনাশক ব্যবহার, স্বাস্থ্যঝুঁকিতে কৃষকরা