স্মার্ট বাংলাদেশ করতে হলে সবার আগে শিক্ষাটাকে স্মার্ট হতে হবে : শিক্ষা মন্ত্রী ড. দীপু

শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি বলেন, চিত্রসম যে বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতি সে বিশ^বিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু কণ্যা যে নির্দেশনা দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি, তার সঙ্গে ২০০৮ সালে তিনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ২০২২ সালে এসে বলেছেন ডিজিটাল বাংলাদেশ পেয়ে গেছি। ডিজিটাল বাংলাদেশকে তিনি উদ্ভাবনীর বাংলাদেশ তৈরি করে একটা স্মার্ট বাংলাদেশ করবেন।
এর ফলে আমরা সবদিক থেকে চৌকষ হব। আমাদের শিক্ষা হবে স্মার্ট, আর্থনীতি হবে স্মার্ট, আমাদের গভর্নেন্স হবে স্মার্ট, আমাদের ব্যবসা-বানিজ্য হবে স্মার্ট। এই সব কিছুর মধ্য দিয়ে আমরা একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবো। সেই স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হবে সবার আগে শিক্ষাটাকে স্মার্ট হতে হবে। শিক্ষাটাকে স্মার্ট বানাবার জন্যই আমরা কয়েক বছর ধরে নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। বঙ্গবন্ধু কণ্যার তিন মেয়াদ শেষ হতে যাচ্ছে। তিনি গত ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত মেয়াদে তিনি শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ঠিক যেভাবে বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। এবং তিনি যেভাবে চিন্তা করেছিলেন বঙ্গবন্ধুর যে শিক্ষার দর্শন যে শিক্ষার ভাবনা তাকে অনুসরন করে বঙ্গববন্ধু কণ্যা শিক্ষাকে এগিয়ে নিতে সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষানীতি করে দিয়েছেন। স্বাধীন সার্বভৌম একটি দেশের উপযোগী করতে, তাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করার জন্য যে রকম শিক্ষা ব্যবস্থা করা দরকার, সেই ঔপনিবেশিক শিক্ষা নয়, যেটি বঙ্গবন্ধুর ভাষায় কেরানী পয়দা করার শিক্ষা ব্যবস্থা সেটি নয়। একটি সাধারণ দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়বার জন্য বঙ্গবন্ধু কণ্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য আমাদের নানা রকমের নীতিমালা করা হয়েছে। উচ্চ শিক্ষায় ২০৩০ পর্যন্ত যে লক্ষ নির্ধারণ করা হয়েছে সেগুলোর সব অনুসরণ করবার আমরা চেষ্টা করছি। আমাদের জাতীয় পর্যায়ের অনেকগুলো লক্ষ্য ও আন্তর্জাতিক পর্যায়ে অঙ্গীকার রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে। যেমন ২০৩০ সালের যে টেকসই উন্নয়ন লক্ষ্য তা আন্তর্জাতিকভাবে অঙ্গীকারাবদ্ধ সেটি আমাদের অর্জন করতে হবে। ২০৩১ সালের মধ্যে আমাদেরকে জনমিতিক যে লভ্যাংশ অর্জন করবার যে সুযোগটি রয়েছে যদিও জনমিতিক ঘটনাটি ঘটতে শুরু করেছে ৭০ এর দশকের মাঝামাঝি থেকে। আমাদের সামনে বছর দশেক সময় আছে সেই সময়টিকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে, যেন অমরা এই জনমিতিক লভ্যাংশ পেতে পারি, অর্জন করতে পারি। ২০২৪১ এ রূপকল্প আছে। উন্নত সমৃদ্ধ, সুখি, শান্তি এবং স্মার্ট বাংলাদেশ। ২১০০ সালের ব-দ্বীপ পরিকল্পনা দিয়েছেন বঙ্গবন্ধু কণ্যা। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি। চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবার সেই সম্ভাবনার দিকগুলো রয়েছে একই সঙ্গে চ্যালেঞ্জও রয়েছে। আমাদের এইসব অর্জন করতে গেলে পথে অনেক বাধা আছে, অনেক প্রতিবন্ধকতা আছে। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবার ক্ষেত্রে অনেক অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলোর মোকাবেলা করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতের ক্ষেত্রটা হলো এই শিক্ষা। সেখানে উচ্চ শিক্ষার বড় ভূতত্ব রয়েছেই, সেই উচ্চ শিক্ষার ৭০ ভাগ অন্তত যে বিশ^বিদ্যালয় দেখে সে বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় বিশ^বিদ্যালয় সারাদেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এবং যে শিক্ষার্থীদের একটা বিরাট অংশ তারা আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া, কৃষিজীবি, মৎস্যজীবি মানুষ তাদের অধিকাংশ সেইসব পরিবার থেকে আসা। এই শিক্ষার্থীরা দেশটাকে পুরোপুরি পাল্টে ফেলতে পারে। তারা এখনো অসম্ভব পরিশ্রম করছে। গত কয়েক বছরে বিসএিস পরীক্ষায় জাতীয় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য সেটি উল্লেখ করবার মতো, খুব গর্ব করে উল্লেখ করার মতো। আমরা দক্ষতার দিকে দেখছি। দক্ষতা ছাড়া শুধু শিক্ষা, দক্ষতা থাকবে না তাহলে লাভ নেই। দক্ষতার জায়গায় আমরা অনার্স-মাস্টার্সের দিকে বেশি ঝুঁকে না পড়ে কি করে নিজের এবং অন্যেরও কর্মসংস্থান করতে পারি, দেশে-বিদেশে কি করে কর্মউপযোগী হয়ে উঠতে পারে সেই চিন্তাভাবনা থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ১২টি বিষয়ে চালু করতে যাচ্ছে জাতীয় বিশ^বিদ্যালয়। এ বিশ^বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে দক্ষ, যোগ্য, মানবিক, সৃজনশীল মানুষ হিসেবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, শামসুন্নাহার ভূঁইয়া এমপি, জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিজাম উদ্দিন, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) ড. নাসিম বানু, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত
