বোরহানউদ্দিন খাদ্যগুদামে ধান ক্রয়ে নানান অনিয়মের অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন খাদ্যগুদামে ধান ক্রয়ে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত হয়েও ধান দিতে না পেরে ক্ষুব্ধ কৃষকরা। আর এসব অভিযোগের তীর উঠেছে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিমা আক্তার ও তার স্বামী মো. বেল্লালের বিরুদ্ধে। সরকার কৃষকদের জন্য মহতি উদ্যোগ নিলেও কিছু অসাধু কর্মকর্তার কারণে তার সুফল পাচ্ছেন না কৃষকরা। তাই সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের বিচার দাবিসহ লটারিতে নির্বাচিতরা যাতে ধান দিতে পারেন, তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগী কৃষকরা।
সূত্রমতে জানা যায়, সরকার মণপ্রতি ১০৮০ টাকা করে বোরহানউদ্দিন উপজেলায় ১ হাজার ৩৬৬ মেট্রিক টন ধান কৃষক কাছ থেকে ক্রয় করার উদ্যোগ গ্রহণ করে। কৃষকের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথম ধাপে ৪১৩ জন ও দ্বিতীয় ধাপে ২১৩ জন কৃষক লটারির মাধ্যমে ধান দিতে পারবেন বলে নির্বাচিত হন। ওই লটারিতে যাদের নাম আছে তাদের অনেকেই ধান দিতে পারেননি। তারা ধান দিতে চাইলেও খাদ্যগুদাম কর্মকর্তা মহিমা আক্তার জানান, ধান ক্রয় করা হয়ে গেছে। এখন আর নেয়া যাবে না। তবে এ ধান ক্রয়ে অনিয়মে নেতৃত্বে দেয়ার অভিযোগ উঠেছে খাদ্যগুদাম কর্মকর্তা মহিমা আক্তারের স্বামী মো. বেল্লাল হোসেনের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুকে একাধিক ভুক্তভোগী কৃষক জানান, আমরা লটাির মাধ্যমে ধান দিতে পারব বলে নির্বাচিত হয়েছি। ধান দেয়ার জন্য খাদ্যগুদাম কর্মকর্তা মহিমা আক্তারের কাছে এলে তিনি বলেন ধান ক্রয় হয়ে গেছে। আপনারা দেরিতে আসলেন কেন? কৃষকরা বলেন, আমাদের কাছে যে মেসেজ এসেছে সে হিসাবে আগামী ৭ জুন পর্যন্ত ধান দিতে পারব। ধান শুকানো শেষ, বস্তার জন্য এসে শুনি ধান কেনা শেষ। আমরা এখন এ ধান কি করব?
তারা আরো বলেন, টাকা দিয়ে কম্পিউটারের মাধ্যমে আবেদন করেছি। সময়-টাকা সব নষ্ট হলো। আমরা প্রকৃত অনেক কৃষক ধান দিতে পারিনি। আর এ খাদ্যগুদাম কর্মকর্তার স্বামী মো. বেল্লাল হোসেন কিছু ব্যবসায়ীর সাথে সখ্যতা করে অনেক টন ধান দেয়। সরকার আমাদের ন্যায্য দাম পাওয়ার জন্য উদ্যোগ নিলেও অসাধু কর্মকর্তাদের কারণে আমরা তার সুফল পাচ্ছি না।
কৃষকরা আরো জানান, যারা ধান দিতে পেরেছে তাদের কাছ হতে ১০০ বস্তায় ৩ হাজার হতে ৫ হাজার টাকা করে জামানত হিসাবে নিচ্ছেন এই কর্মকর্তা। এছাড়া বস্তায় ৪০ কেজি ধানের পরিবর্তে নিচ্ছেন ৪২-৪৩ কেজি। বিল না পাওয়ার ভয়ে কেউ এ কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে মুখ খুলছেন না বলে জানান তারা। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত লটারি পাওয়া কৃষকরা যাতে সরকারি সুফল পান তার ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তারা আরো জানান, সাচড়া ইউনিয়নে কয়েকজন কৃষক ৩০ টন ধান দিতে পারবেন বলে নির্বাচিত হন। তাদের কাছ হতে ১৬ টন ধান নিয়ে এ খাদ্যগুদাম কর্মকর্তা বলেন ধান ক্রয় হয়ে গেছে, আপনাদের কাছ হতে আর ধান নেয়া যাবে না।
উপজেলার কুতুবা ৮নং ওয়ার্ডের কৃষক বিশ্বজিৎ অভিযোগ করে বলেন, দিলীপ, অপুরক্ষিতসহ লটারির মাধ্যমে ৩ জনে ৯ টন ধান দেয়ার জন্য নির্বাচিত হই। ধান দিতে এলে খাদ্যগুদাম কর্মকর্তা মহিমা বলেন, ধান ক্রয় করা হয়ে গেছে। তিনি আরো জানান, আমাদের ধান দেয়ার তারিখ ৭ জনু পর্যন্ত রয়েছে। কৃষকরা অনেক হয়রানির শিকার হচ্ছেন। দেখার কেউ নেই।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক জানান, লটারিতে নির্বাচিত হওয়া কিছু কৃষক এসে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন, তারা ধান শুকিয়ে ধান দিতে এসেছেন কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা নাকি বলছেন ধান ক্রয় শেষ হয়ে গেছে। কৃষকরা আমার কাছে তাদের ক্ষতির কথা তুলে ধরেন। আমি এ বিষয়গুলো উপজেলা নির্বাহী স্যারকে অবহিত করেছি।
এ ব্যাপারে খাদ্যগুদাম কর্মকর্তা মহিমা আক্তার তার এবং তার স্বামীর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, লটারিতে নির্বাচিত ছাড়াও যে কৃষক আগে ধান নিয়ে এসেছে তাদের কাছ হতে ধান ক্রয় করেছি। কারণ, দ্রুত ধান ক্রয় সম্পন্ন করতে হবে। অদ্যাবধি ১ হাজার ২০০ মে. টনের বেশি ধান ক্রয় করা হয়েছে। ধান বেশি নেয়ার ব্যাপারে বলেন, ধান উঠাতে-নামাতে এবং বস্তার ওজন হিসাবে বেশি নেয়া হচ্ছে। বস্তার জন্য টাকার ব্যাপারে বলেন, আগের অফিসারের নিয়মেই বস্তার জন্য টাকা জামানত হিসাবে রাখা হয়। পরবর্তীতে এগুলো দিয়ে দেব। আর তার স্বামীর ব্যাপারে বলেন, যখন আমার কোনো স্টাফ অসুস্থ থাকেন তখন সে একটু সহযোগিতা করে এবং কৃষকরা এলেও তাদের সহযোগিতা করে। এটা কি তার অপরাধ? আমাকে হয়রানি করার জন্য এসব অভিযোগ তুলছেন তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বলেন, কৃষি অফিসার কিছু কৃষকের মৌখিক অভিযোগের কথা বলেছে। যদি কৃষকরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয় তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক
