ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঘুষ না পেয়ে ঠিকাদারকে লাঞ্ছিত করার অভিযোগ এলজিইডি 'র প্রকৌশলীর বিরুদ্ধে


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-১-২০২৩ সকাল ৯:৩৭
ঘুষ না পেয়ে ঠিকাদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে লালমনিরহাট এলজিইডি’ অফিসের এক সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ নামের এক প্রকৌশলীর বিরুদ্ধে। এ নিয়ে লালমনিরহাট ঠিকাদার সমিতি লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলামের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।
 
সোমবার (২জানুয়ারী) দুপুরে লালমনিরহাট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বিকালেই বিচার দাবি করে নির্বাহী প্রকৌশলীর কাছে লালমনিরহাট ঠিকাদার সমিতির ১৭ সদস্যের সাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন।
 
লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পল্লী সড়ক ও কালভটি মেরামত করন কর্মসূচীর আওতায় প্যাকেজ নং- (LGED / Lal / GOBM / 21-22/W- 30, W32) এর নির্বাচিত ঠিকাদারের নিকট কাজের লটারী হওয়ার পর থেকেই লালমনিরহাট এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী ২% টাকা দাবী করে আসছেন, দরপত্রের সাথে দাখিলকৃত ব্যাংক ড্রাফট রিলিজ করার জন্য বারবার ঠিকাদার অনুরোধ করলেও ব্যাংক ড্রাফট রিলিজ না করায় চলতি মাসের ০২জানুয়ারী ঠিকাদারের নিকট সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সামনেই পুনরায় ২% টাকা দাবি করেন । দাবিকৃত টাকা না দিলে কাজ বাতিলের হুমকি প্রদান করেন ঐ সিনিয়র সহকারী প্রকৌশলী বলে অভিযোগে উল্লেখ করা হয়।এসময় ঠিকাদার কোন ঘুষ দিতে রাজি না হওয়ায় তাকে নির্বাহী প্রকৌশলীর সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
 
সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতাউর রহমান বাবু বলেন, চলতি অর্থ বছরে এলজিইডির অধীন মেইনটেইন্যান্স গ্রুপের ২৭ লাখ ও ১৩ লাখ টাকার দুটি কাজ লটারীতে পাই। তিনি বলেন, কাজ দুটি পাবার পর থেকে সিনিয়র সহকারী প্রকৌশলী দুই শতাংশ ঘুষের জন্য চাপ দিয়ে আসছিলেন। “সোমবার ‍দুপুরে নির্বাহী প্রকৌশলীর সামনেই আমার কাছ থেকে ঘুষ দাবিক করেন আব্দুল মান্নাফ। আমি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে লাঞ্চিত করেন।
 
লালমনিরহাট ঠিকাদার সমিতির সদস্য বদরুজ্জামান প্লাবন বলেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ লালমনিরহাটে যোগদানের পর থেকেই লালমনিরহাটের ঠিকাদারকে নানাভাবে হয়রানী করছেন। তিনি প্রকাশ্যে ঘুষ গ্রহন করে থাকেন (তদন্ত সাপেক্ষে প্রমাণ মিলবে বলে জানান)। তাকে ঘুষ না দিলে বিল প্রদানে গড়িমসি করে থাকেন। ”ঠিকাদারের কাছে প্রকাশ্যে ঘুষ দাবি ও তাকে লাঞ্চিত করার ঘটনায় আব্দুল মান্নাফের বিরুদ্ধে লালমনিরহাট ঠিকাদার সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
 
অভিযুক্ত সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ঘুষ দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি ঠিকাদারকে লাঞ্চিত করা হয়নি। সময়মতো কাজের কন্ট্রা্ট সাইন না করায় ঠিকাদারের সাথে তার বাকবিতন্ডা হয়। “ঠিকাদার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন বলে তিনি জানান।
 
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলাম বলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মান্নানের আচরণে তিনি অসন্তোষ্ট। “আমার সামনে ঠিকাদারের কাছে ঘুষ দাবি করা  ও অকথ্য ভাষায় গালিগালাজ আমাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। ঠিকাদারের অভিযোগটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আব্দুল মান্নাফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে,’ তিনি বলেন।

এমএসএম / এমএসএম

ধলেশ্বরীর মাটি দিয়ে সরকারি পুকুর ভরাট, উঠছে প্রশ্ন”

‎বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমোর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঝুলছে তালা

তাড়াশে মাঠ কৃষকদের জন্য পুনর্জননশীল কৃষির উপর কনক্লেব কাম কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় মোবাইল মেকানিকের লাশ উদ্ধার

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলী আদেশ প্রত্যাহার কারণে মানববন্ধন

সদর দক্ষিণের জনগণ আমার পাশে আছে, কোন ষড়যন্ত্রই কাজে আসবে না: হাজী আমিন উর রশিদ ইয়াসিন

‎সাঘাটায় সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়গঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন পৌর প্রশাসক মাসুদ রানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আসিফ আব্দুল্লাহ ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী

টাঙ্গাইলে কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান