তারাগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহানের বিরুদ্ধে কর্মে ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহানের বিরুদ্ধে কর্মে ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি প্রায় কার্য দিবসে নানা অযুহাতে থাকেন অফিসের বাইরে। প্রায় সময় তার অফিস থাকে তালাবদ্ধ। স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারন জনগণ তার অফিসে গিয়ে দেখা না পেয়ে হয়রানির স্বীকার হচ্ছেন। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারাগঞ্জের সাধারন মানুষ। এ নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পরেও তার টনক নড়ছে না।
জানা গেছে, তারাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান গত ৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে তারাগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদান করার পর থেকেই তিনি নানা দাপট দেখিয়ে নিজের খেয়াল খুশিমতো অফিস চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও নিজের অফিসে তার অধিনস্থ কর্মচারীদের সাথেও খারাপ আচরন করে বলে অভিযোগ আছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
সম্প্রতি তারাগঞ্জ মহিলা বিষয়ক কার্যালয় গেলে দেখা যায় মহিলা বিষয়ক অফিস কক্ষ তালাবদ্ধ। খোঁজ নিলে জানা যায় কর্মকর্তা ছুটিতে। পরের দিন অফিস খোলা থাকলেও সেখানে কেউ নেই।অফিস কক্ষের সামনে অপেক্ষায় আছে ইকরচালি ইউনিয়নের হাজীপুর গ্রামের হাফিজার রহমান, হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাঁজ গ্রামের আব্দুল জলিল, সয়ার ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পারুল বেগম, আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের মঞ্জুয়ারা বেগমসহ বেশ কয়েকজন সেবা প্রত্যাশি।তারা আক্ষেপ আর অভিযোগের সুরে বলেন, আমরা প্রায় সময়েই অফিসে এসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দেখা পাই না। আইজো সকাল থেকে অপেক্ষায় আছি কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তা নাই।
কর্মকর্তা অফিসে নাই, জানতে চাইলে মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি রিতা বেগম বলেন, স্যার যখন অসুস্থ্য থাকেন তখন ইউএনও স্যারের নিকট ছুটি নেন। আর যেদিন রংপুরে মিটিংয়ে থাকেন সেদিন অফিসে আসেন না।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সহিদার রহমান বাট্টু বলেন, ইকরচালি ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন প্রামিানিকের নির্দেশক্রমে আমি ইকরচালি ইউপি সদস্য মানিক মিয়াকে সাথে নিয়ে কয়েকদিন আগে মহিলা বিষয়ক অফিসে গিয়েছিলাম।সেখানে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষায় থাকার পর কর্মকর্তার দেখা মিললে কথা বলার সময় তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়েজিদ বোস্তামী বলেন, প্রায় সময় শুনি অসুস্থ্যের কথা বলে তিনি(কর্মকর্তা) ছুটিতে থাকেন। অফিসে আসেন না। কর্মকর্তা অফিসে না আসলে অফিস চলে কেমন করে। বিষয়টি আমাদের ভাবায়।
কর্মস্থলে উপস্থিত না থাকা আর তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান বলেন, তারাগঞ্জে বৈদ্যুতিক সমস্যার কারনে আমার নিজ বাসা রংপুরে বসে চলমান ভিজিডি’র কার্যক্রম সম্পন্ন করছি। বাকী দিনগুলো আমি ডিডি স্যার আর ইউএনও স্যারের কাছে ছুটি নিয়ে ছুটি কাটাই। খোঁজ নিলে নিতে পারেন।
মুঠোফোনে তারাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অনিয়মের বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কাওসার পারভীন বলেন , নুরেশ কাওসারের অফিসে না থাকার বিষয়টি আপনাদের মাধ্যম থেকে শুনেছি, বিষয়টি নিয়ে তার সঙ্গে কথাও(রাফভাবে) হয়েছে।যার ষ্টেশন সে যদি ছাড় দেয় আমার কি করার।
এমএসএম / এমএসএম
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
কুমিল্লা-৬ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন দ্বীন মোহাম্মদ
মাগুরা-১ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হলেন মনোয়ার হোসেন খান