ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

তারাগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহানের বিরুদ্ধে কর্মে ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ১৪-১-২০২৩ দুপুর ৪:৪২

রংপুরের  তারাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহানের বিরুদ্ধে কর্মে ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি প্রায় কার্য দিবসে নানা অযুহাতে থাকেন অফিসের বাইরে। প্রায় সময় তার অফিস থাকে তালাবদ্ধ। স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারন জনগণ তার অফিসে গিয়ে দেখা না পেয়ে হয়রানির স্বীকার হচ্ছেন। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারাগঞ্জের সাধারন মানুষ। এ নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পরেও তার টনক নড়ছে না। 
জানা গেছে, তারাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান গত  ৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে তারাগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদান করার পর থেকেই তিনি নানা  দাপট দেখিয়ে নিজের খেয়াল খুশিমতো অফিস চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও নিজের অফিসে তার অধিনস্থ কর্মচারীদের সাথেও খারাপ আচরন করে বলে অভিযোগ আছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
সম্প্রতি তারাগঞ্জ মহিলা বিষয়ক কার্যালয় গেলে দেখা যায় মহিলা বিষয়ক অফিস কক্ষ তালাবদ্ধ। খোঁজ নিলে জানা যায় কর্মকর্তা ছুটিতে। পরের দিন অফিস খোলা থাকলেও সেখানে কেউ নেই।অফিস কক্ষের সামনে অপেক্ষায় আছে ইকরচালি ইউনিয়নের হাজীপুর গ্রামের হাফিজার রহমান, হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাঁজ গ্রামের আব্দুল জলিল, সয়ার ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পারুল বেগম, আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের মঞ্জুয়ারা বেগমসহ বেশ কয়েকজন সেবা প্রত্যাশি।তারা আক্ষেপ আর অভিযোগের সুরে বলেন, আমরা প্রায় সময়েই অফিসে এসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দেখা পাই না। আইজো সকাল থেকে অপেক্ষায় আছি কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তা নাই। 
 কর্মকর্তা  অফিসে নাই, জানতে চাইলে  মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি রিতা বেগম বলেন, স্যার যখন অসুস্থ্য থাকেন তখন ইউএনও স্যারের নিকট ছুটি নেন। আর যেদিন রংপুরে মিটিংয়ে থাকেন সেদিন অফিসে আসেন না।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সহিদার রহমান বাট্টু বলেন, ইকরচালি ইউপি চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন প্রামিানিকের নির্দেশক্রমে আমি ইকরচালি ইউপি সদস্য মানিক মিয়াকে সাথে নিয়ে কয়েকদিন আগে মহিলা বিষয়ক অফিসে গিয়েছিলাম।সেখানে প্রায় আড়াই ঘন্টা অপেক্ষায় থাকার পর কর্মকর্তার দেখা মিললে কথা বলার সময় তিনি আমাদের সাথে দুর্ব্যবহার করেছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাইদেল কাওনাইন বায়েজিদ বোস্তামী বলেন, প্রায় সময় শুনি অসুস্থ্যের কথা বলে তিনি(কর্মকর্তা) ছুটিতে থাকেন। অফিসে আসেন না। কর্মকর্তা অফিসে না আসলে অফিস চলে কেমন করে। বিষয়টি আমাদের ভাবায়।
কর্মস্থলে উপস্থিত না থাকা আর তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে  মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওছার জাহান বলেন, তারাগঞ্জে বৈদ্যুতিক সমস্যার কারনে আমার নিজ বাসা রংপুরে বসে চলমান ভিজিডি’র কার্যক্রম সম্পন্ন করছি। বাকী দিনগুলো আমি ডিডি স্যার আর ইউএনও স্যারের কাছে ছুটি নিয়ে ছুটি কাটাই। খোঁজ নিলে নিতে পারেন। 
মুঠোফোনে তারাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অনিয়মের বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কাওসার পারভীন বলেন , নুরেশ কাওসারের অফিসে না থাকার বিষয়টি আপনাদের মাধ্যম থেকে শুনেছি, বিষয়টি  নিয়ে তার সঙ্গে কথাও(রাফভাবে)  হয়েছে।যার ষ্টেশন সে যদি ছাড় দেয় আমার কি করার।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা