এবারের বাণিজ্য মেলায় কলমের দাম ২৬ হাজার !

কলম। সবার ও সব শ্রেণী পেশার মানুষের প্রয়োজনীয় বস্তু। শিক্ষার্থীরা এটা ব্যবহার করেন। এ কলম প্রিয়জনকেও উপহার দেওয়া হয়। তবে সেটা বড়জোড় ৫শ’ থেকে হাজার টাকায়। যদি বলা হয় সোনায় মোড়ানো কলম। সেটা অবাক করার বিষয়। স্বর্ণখচিত কলম তেমন পাওয়া যায় না। বলা চলে অনেকটা বিরল। তেমনি একটি কলম শোভা পাচ্ছে পূর্বাচলের আন্তজার্তিক বাণিজ্য মেলায়। জাপানী প্রতিষ্ঠান পাইলট কোম্পানির এ কলমটির দাম হাঁকা হয়েছে ২৬ হাজার টাকা। আঠারো ক্যারেটের দৃষ্টিনন্দন এ কমলটির নিভে স্বর্ণ মোড়ানো। কলমটি ক্যালিগ্রাফি, কারসিভ ধরনের লেখা , স্বাক্ষর করা , সনদপত্র লেখা ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। কলমটি দেখতে মেলায় আগন্তুক দর্শণার্থীরা স্টলে ভীড় করছেন।
সরজমিন ঘুরে দেখা গেছে , বানিজ্য মেলার মূল প্যাভিলিয়নের ভিতরে জাপানী প্রতিষ্ঠানের পাইলট কোম্পানীর স্টলে বাহারি কলম নিয়ে সাজিয়েছেন। কলম নিয়ে অনেকেরই প্যাশন আছে। অনেকেই দামি কলম কিনেন। অনেকে প্রিয়জন কিংবা বন্ধু-বান্ধীকে কলম উপহার দেন। তবে সেটা ৫শ’ থেকে হাজার টাকায়। কিন্তু স্বর্ণে মোড়ানো কলম উপহার দেওয়ার খবর খুব কমই শোনা গেছে। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এবার বাণিজ্য মেলায় শোভা পাচ্ছে স্বর্ণখচিত কলম। প্রতিদিন দর্শণার্থীরা কলমের এ স্টলে ভীড় করছেন। আর কলমটিকে নিয়ে নেড়ে-চেড়ে দেখছেন।
স্টলের সামনেই কথা হয় নারায়ণগঞ্জ থেকে আসা দর্শণার্থী মোদাচ্ছের মোল্লার সঙ্গে। তিনি বলেন, ছোটকালে আমরা পাইলট কলম ব্যবহার করেছি। এখনতো পাইলট কলমই দেখা যায় না। তার উপড় সোনায় মোড়ানো পাইলট কলম এটা কি ভাবা যায় ? কলমটি দেখেছি। অসাধারণ। কথা হয় আরেক দর্শণার্থী টুম্পা রহমানের সঙ্গে। তিনি এসেছেন রাজধানী ঢাকার উত্তরা থেকে। তিনি বলেন, কলমটা দেখে অবাক হয়ে গেছি। জীবনে অনেক কলম দেখেছি। স্বর্ণখচিত কলম এটা আসলেই অসাধারণ।
কোম্পানির হেড অব এডমিন মঞ্জিল আহমেদ দৈনিক সকালের সময়কে জানান, কলমটির প্রস্তুতকারক সংস্থা জাপানী কোম্পানীর পাইলট। ১৮ ক্যারেট র্স্বণ দিয়ে খচিত কলমটির দাম ২৬ হাজার টাকা। বাংলাদেশে পাইলট কলমের একমাত্র পরিবেশক কিউ অ্যান্ড কিউ ট্রেডিং লিমিটেড নামের একটি কোম্পানি। ১৮ ক্যারেট মানের সোনার প্রলেপ দেয়া কলমের নিবটির ওজন ৩০ গ্রাম। এই কলমটির মডেল ৮২৩। এই মডেলের কলম মেলায় দুই রংয়ের আনা হয়েছে একটি কালো অপরটি ক্লিয়ার রঙের। এছাড়াও এখানে আরো রয়েছে ক্যাপ লেস ফাউন্টেন কলম। যার দাম ১৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। এ ধরনের কলমের নিবেও ব্যবহার করা হয়েছে সোনার প্রলেপ। এই স্টলের সবচেয়ে জনপ্রিয় ও চাহিদা সম্পন্ন কলমটি হচ্ছে মেট্রোপলিটন ফাউন্টেন পেন যার মূল্য ২ হাজার টাকা । এছাড়া সাধারণ লেখালেখির জন্য ভিÑ সিরিজের কলম গুলো জনপ্রিয়। যার মূল্য ১১০ থেকে ১৩০ টাকা। তিনি আরো বলেন আমাদের এখানে সর্বনিম্ন কলমের দাম ২৫ টাকা থেকে শুরু সর্বশেষ ২৬ হাজার টাকা।
বানিজ্য মন্ত্রাণালয়ের রপ্তনি উন্নয়ণ ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহম্মেদ চৈীধুরি বলেন, বানিজ্য মেলায় পাইলট কোম্পানি স্বর্ণের প্রলেপ দেয়া এটি কলম নিয়ে এসেছে এতে করে প্রতিদিনই কৌতুহলি র্দশণার্থীরা ভীর জমাচ্ছে। ভবিষ্যতে র্দশাণার্থীদের আকর্ষণ বাড়াতে মেলায় আরো উন্নত মানের আনকমন পন্য নিয়ে আসা হবে।
মেলায় দেশÑবিদেশের মোট ৩৩১টি প্যাভিলিয়ন রয়েছে। যার মধ্যে ছোটÑবড় মিলিয়ে ৫৭টি প্যাভিলিয়ন রয়েছে।ভারত,পাকিস্তান,হংকক,তুরস্কসহ প্রায় ১২ টি দেশের ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেছেন। এছাড়াও মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্্র পরিসরে শিশু র্পাকের ব্যাবস্থা করা হয়েছে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
