ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধার গলা কেঁটে হত‍্যা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২১-১-২০২৩ দুপুর ১১:৫০

নিজ বাসার গেটের ১০ গজ সামনে শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা, পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম ওয়াজেদ আলী (৬৮) দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। দুই দফা জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে এম ওয়াজেদ আলীর মরদেহ দাফন করা হয়।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় পাটগ্রাম পৌরসভা এলাকার ৬ নং ওয়ার্ডের নিউ পূর্বপাড়ার নিজ বাসায় যেতে থাকেন এম ওয়াজেদ আলী। এ সময় বাসার গেটের সামনে দূর্বৃত্তরা তাঁর পথরোধ করে উপর্যুপরি মাথায়, গলায় ও কাঁধে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে পড়ে যান। শোরগোল শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ওয়াজেদ আলীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এম ওয়াজেদ আলীর বাবার নাম মৃত বছির উদ্দিন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা গ্রামে।

অপরদিকে নৃসংশভাবে হত্যার প্রতিবাদে পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা নিহত এম ওয়াজেদ আলীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য দেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এছাড়াও তিনি মুজিববাহিনীর সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের লালমনিরহাট জেলার সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। এম ওয়াজেদ আলী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য, সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের ৬ নং সেক্টরের অন্যতম সংগঠক মরহুম আবিদ আলীর ছোট ভাই ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের মামা।

ঘটনার পর শুক্রবার রাতই ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস।শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৫ টায় পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাটগ্রাম থানা পুলিশের একটি দল নিহত বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অনার প্রদান করে। পরে ওই মাঠেই প্রথম জানাজা ও সন্ধা ৬ টায় জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা গ্রামের বাড়িতে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।  

উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, বাসার গেট হতে ১০ গজ দূরে দূর্বৃত্তের হামলায় আমার মামা বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলী নিহত হন। এ ঘটনার তদন্ত করে দোষীদের চিহিৃত ও শাস্তি দাবি করছি।পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। অন্যান্য তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও মামলা হয়নি বলে জানা গেছে

এমএসএম / এমএসএম

তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা

জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত