চাঁপাইনবাবগঞ্জ উপনির্বাচনে নৌকার জয়

চাঁপাইনবাবগঞ্জ- ২ ও ৩ আসনের উপ-নির্বাচনে নৌকার জয় হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ নৌকা প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার একেএম গালিভ খাঁন।
উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনে নৌকা প্রতিকের প্রার্থী মুঃ জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ নৌকা প্রতিক পেয়েছেন ৫৯ হাজার ৬৩৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন (আপেল) প্রতীকে ৫৫ হাজার ৯৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছে।জেলা প্রশাসক ও রি্টানিং কর্মকর্তা তাদের কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।
দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চাঁপাইনবাবগঞ্জ ২ ও আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল কম।
এদিকে ভোটগ্রহণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মোঃ আবদুল ওদুদের সমর্থকদের সাথে আপেল প্রতীকের সামিউল হক লিটনের প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। সেখান হতে একটি ককটেল উদ্ধার করে বোমা ডিসপোজাল টিম। এছাড়া বেলা এগারটার দিকে সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে চারটি ককটেল বিস্ফোরণ করা হয় তবে এতে কেউ হতাহত হয়নি। পরে দুপুর দুইটার দিকে শহরের শান্তিমোড়ে নৌকার প্রার্থী আবদুল ওদুদের সমর্থকদের সাথে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন সমর্থকদের সংঘর্ষ বাধে। আইন-শৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল তিনটার দিকে শহরের সোনার মোড় এলাকায় জেলা আদর্শ বিদ্যালয় কেন্দ্রের পাশে খাবার খেতে নিষেধ করাকে কেন্দ্র করে রাবের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে নৌকা সমর্থক রা। এ সময় তারা প্রায় ২০রাউন্ড সর্টগানের গুলি নিক্ষেপ করে। পরে ঘটনা স্থলে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
Link Copied