বগুড়া শেরপুরে ইরি-বোরো ধান চাষে ব্যস্ত কৃষক উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন
বগুড়ার শেরপুরে ইরি-বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক। হিমেল হাওয়া বাড়াচ্ছে শীতের তীব্রতা। তবুও জীবিকার তাগিদে শেরপুর উপজেলার কৃষান-কৃষাণীরা এখন ইরি-বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু উৎপাদন ব্যয় নিয়ে তারা উদ্বিগ্ন রয়েছে। গত বছরের মতো এবারও চাষাবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে—এমনটাই আশা করছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, গত বছর এই উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২২ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছিল তারও বেশি। চলতি বোরো মৌসুমে উপজেলায় ২১ হাজার ৫০ হেক্টরে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ইতিমধ্যে ইরি-বোরো ধানের চারা রোপণের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। কৃষকেরা এক অপরের সঙ্গে পাল্লা দিয়ে তাঁদের জমিতে বোরো চাষাবাদ শুরু করেছেন। আবাদ ব্যয়বহুল হলেও কৃষকেরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বোরো ধানের চাষাবাদ করে আসছেন। হিমেল হাওয়া ও শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে হাতে বোরো ধানের চারা নিয়ে মাঠে কাজ করছেন কৃষি শ্রমিকেরা। এর মধ্যে বেশ নারী শ্রমিকদের অংশগ্রহণও রয়েছে।
শেরপুর উপজেলার আমইন দক্ষিণপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার শীত উপেক্ষা করে বোরোর চারা রোপণ করছেন চাষিরা। এ ছাড়া ইরি বোরো ধান আবাদে নারীদেরও পরিবারের পুরুষ সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়। জমি তৈরি থেকে শুরু করে চারা ওঠানোর কাজেও নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত বছরের মতো এবারও বোরো ধানের ভরা মৌসুমে সার ও সেচকাজের জন্য সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে ইরি-বোরোতে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সার, তেল এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত তারা। তারা বলেন, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে সে তুলনায় ধানের ন্যায্য মূল্য পাবো কিনা সন্দেহ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফারজানা আকতার বলেন, ‘বিগত দিনে এই উপজেলায় বোরো, আউশ ও আমন ধানে বাম্পার ফলন হয়েছে। এবারও বাম্পার ফলন হবে—এমন লক্ষ্য নিয়ে আমরা মাঠপর্যায়ে কাজ করেছি। আবহাওয়া অনুকূল থাকলে সবার সম্মিলিত প্রচেষ্টায় ধানের বাম্পার ফলন হবে।’ তিনি আরও বলেন, কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার-কীটনাশকের ব্যবস্থা করা হয়েছে। ফলে উপজেলায় সার-কীটনাশকের সংকট হবে না।
এমএসএম / এমএসএম
মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন
বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,
ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা
বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী
জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি
প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে
রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ
ঝড় বৃষ্টিতে গোদাগাড়ীতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা
গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
Link Copied