ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সাতকানিয়ায় আদালতের আদেশ না মানার চলছে হিঁড়িক : নেপথ্যে প্রভাবশালী মহল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-২-২০২৩ দুপুর ২:২১

সাতকানিয়া উপজেলায় জায়গা জমিসংক্রান্তে দেওয়ানী আদালতের বিধিনিষেধ ও আদেশকে একটি প্রভাবশালীও স্বার্থন্বেষী মহল বারংবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। মানা হচ্ছেনা কোথাও দেওয়ানী আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ।

শনিবার (৪ঠা ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড সেন্টারের পশ্চিমে চারা বটতল এলাকায় গিয়ে সাতকানিয়া আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ থাকা স্বত্বেও একটি জায়গার গাছ কেটে একটি ছোট ঘর ভেঙ্গে দিয়ে এবং বৈদ্যতিক মিটারও জ্বালিয়ে দেয়ার নির্মম দৃশ্যের দেখা মেলে।

জানা যায় -কেঁওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদ আলী মাতব্বরের বাড়ি এলাকার মৃত হাজি আব্দুল জব্বারের ছেলে হাজি সুলতান আহমদ

২০১৭সালে একই এলাকার মো:আলীর ছেলে মো:ইব্রাহিম থেকে ১৯৩৯ নং দলিলমূলে এবং অন্য আরেকজন থেকে ২০১৬সালে ১৩৬৬নং দলিলমূলে ও আরেকটি ২০১৭সালের ৩৪৪১নং দলিলমূলে সর্বমোট ১৩শতক  ১৩শতক নিষ্কন্টক  জমি খরিদ করে হাজি সুলতান আহমদ ভোগদখলে থেকে তার নামে গত ২০১৭সালের ২৭শে ডিসেম্বর  সাতকানিয়া উপজেলা ভূমি অফিস থেকে নিজের নামে সৃজিত খতিয়ানও প্রচার হয়।

এদিকে হাজি সুলতান আহমদ বলেন:আমি ক্রয় করার পর থেকে সব দিক দিয়ে ঠিক ছিলাম আগে কখনো কেউ আমার খরিদা ভোগদখলীয় জায়গায় কেউ ঝামেলা করেনি-কিন্তু কোন কারণ ছাড়াই আমার জায়গা কেরানীহাট বান্দরবান সড়কের  মূল্যবান স্পটে অবস্থিত থাকায় স্থানীয়  কেঁওচিয়ার ৪নং ওয়ার্ডের একটি ভূমিধস্যু প্রভাবশালীর নজরে লাগলে আমীর হোসেনের ছেলে মো:আলী, কবির আহমদের ছেলে মো:আলমগীর,এবং ফোরকানের ছেলে মিজানুর রহমান,এবং মৃত আলী বকসুর ছেলে মো:জসীম ৩০লক্ষ টাকা  চাঁদা দাবী করলে উক্ত চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার  ৩রা ফেব্রুয়ারি গভীররাত আনুমানিক ২টার নাগাদ আমার  জায়গায় অবস্থিত কুঁড়েঘর এবং কারেন্টের মিটার,ও ভরাটকৃত মাটি এবং লাগোয়া গাছও গাছের গোড়া উপড়িয়ে ফেলে।

কারণ তাদের বিষয়ে আমি সিভিল মামলা করেছি কেন আমাকে উচ্ছেদ করা হবে তার প্রতিকার চেয়ে!তাদের উপর মাননীয় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও প্রদান করেন।

কিন্তু আমি উকিল কমিশনের আবেদন মন্জুর করালে মাননীয় সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালত  তা আমলে নিয়ে উকিল কমিশনের জন্য নির্দেশ প্রদান করলে ওই কমিশনের তদন্তে তাদের অপকর্ম ওঠে না আসার জন্য পূর্বপরিকল্পিত ভাবে রাতের আধাঁরে এই ঘটনা ঘটে। 

আমি সাতকানিয়া থানার এ্যাডিশনাল এসপি শিবলী নোমান স্যারকে বলেছি স্যার সরাসরি স্পটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন,এবং অনেক্ষণ সময় দিয়েছেন সব তিনি নিজ স্বচক্ষে দেখেছেন। তিনি ঘটনাস্থল থেকে  ডাম্পার এস্কেবেটরও জব্দ করেছেন।

এদিকে সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনলা এসপি শিবলী নোমান বলেন- শান্তিশৃংখলার বিষয়টা আমরা আরো বিস্তারিত তদন্তপূর্বক ব্যবস্থা নিব,তবে এটা সিভিল আদালতের এখতিয়ার এটা অবশ্যই ওই আদালত দেখবেন।
তবে আমরা কোন এস্কেভেটর জব্দ করিনি।

এদিকে হাজি সুলতান আহমদের আইনজীবী এবং সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও এ্যাডিশনাল পিপি মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির বলেন- ওই জায়গায় নিষেধাজ্ঞা আছে পরে প্রতিপক্ষরা লাগোয়া গাছ কেটে নিয়ে গেল,কিন্তু আমি যখন পরে মাননীয় আদালত থেকে গাছ কাটলো কিনা তা প্রমাণ করার জন্য উকিল কমিশন মন্জুর করালাম তখন তারা কমিশনের আগেই আরেকদফা এস্কেভেটর দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
আমি তাদের এই অপকর্মের বিষয় বিজ্ঞ মাননীয় আদালতে তোলে ধরব।

এদিকে অভিযুক্ত মো:আলী চাঁদা দাবীর বিষয়ে সরাসরি অস্বীকার করো বলেন এটা খুবই হাস্যকর আমি খরিদা সূত্রে মালিক।

আমি সুলতান আহমদের আগেই খরিদ করে নামজারীও করেছি, তবে সুলতান আহমদের নামে প্রচার হওয়া নামজারী খতিয়ানটি বাতিল করছে কী না জানতে চাইলে তিনি এই বিষয়ে কোন উত্তর দিতে পারেননি।

প্রীতি / প্রীতি

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু