পটুয়াখালীর দক্ষিনাঞ্চলে শিল্পের বিকাশের মহাপরিকল্পনা গ্রহন করা হবে

শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন পটুয়াখালীর দক্ষিনাঞ্চলে শিল্পের বিকাশের মহাপরিকল্পনা গ্রহন করা হবে। এক্ষেএে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৃহত্তর বাজার সৃষ্টি করা হবে। একই সাথে সভ্যতার বির্বতনে যে সকল ঐতিহ্যবাহী পণ্য হারিয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে নারীদের অধিক অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।
আজ রবিবার সকালে পটুয়াখালী ডিসি স্কোয়ার মাঠে বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা বিক্রেতা সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মেলা প্রাঙ্গনে পৌছে বেলুন, ফেষ্টুন ও পায়রা উড়ান। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
পরে মন্ত্রী পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক এক সেমিনারে অংশ গ্রহন করেন।
সেখানে পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে পটুয়াখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে। বিসিক ও পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন। পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ, এস. এম. শাহাজাদা, কাজী কানিজ সুলতানা হেলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল বাকী, বিসিক চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবর রহমান, পটুয়াখালী জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার প্রমুখ। বক্তব্য রাখেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগন ও সাংবাদিকবৃন্দ। বক্তারা নিজ নিজ জেলার সম্ভাবনার কথা তুলে ধরে বিসিকের আওতায় খাদ্যপন্য প্রকৃয়াজাতকরন, বিভিন্ন কুটির শিল্পের কারখানার জন্য প্লট বরাদ্দ করন, বিসিক শিল্প নগরীগুলোতে জেটি নির্মান, উৎপাদিত পন্য বিদেশে রপ্তানীসহ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন।এসব চাহিদাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে দক্ষিনাঞ্চলে শিল্পের বিকাশে মহাপরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান মন্ত্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবার কথা রয়েছে।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
Link Copied