ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানির প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
সময় টিভির বার্তা প্রধান ও রংপুর ব্যুরো প্রতিনিধির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ মঙ্গলবার বেলা ১১ টায় শহরের প্রেসক্লাব রোডে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে । দৈনিক জনকন্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সময় টিভির পিরোজপুর রিপোর্টার জিয়াউল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভির আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের পিরোজপুর প্রতিনিধি এ কে আজাদ, দৈনিক আমাদের সময় এর সাংবাদিক খালিদ আবু, সাংবাদিক হাসান মামুন, দেশ টিভির সাংবাদিক হাসিবুল ইসলাম হাসান, দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি অমিত বিশ^াস সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ধ ।
সমাবেশে বক্তারা বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর আমলে সংঘটিত কিছু অপকর্মের বিচার চাওয়ায় দুই সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন কলিমুল্লাহ চক্রের প্রভাবশালী সদস্য উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সভায় সামসুল হকের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান ও তদন্তে কমিটি গঠন হয়। অথচ এই তদন্ত কমিটি গঠনের খবর স্ক্রলে প্রচারের অপরাধে সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো রিপোর্টার রতন সরকারের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। এর মানে হলো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে দুর্নীতিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন তারা। শুধু তাই নয়, পুলিশ দিয়ে মুজতবা দানিশের ঠিকানা যাচাইয়ের নামে হয়রানী করা হচ্ছে। বক্তারা বলেন, বলা হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিককে সুরক্ষা দেয়ার জন্য। কিন্তু আমরা এখন দেখছি সাংবাদিকদের কণ্ঠরোধেই শুধু এই আইন ব্যবহার হয়। সেখানে আমরা এখন দেখছি সাংবাদিকদের হেনস্তা করার অন্যতম অস্ত্র হয়ে উঠেছে এই ডিজিটাল আইন। এ জন্য সমাবেশে বক্তারা এই আইন পরিবর্তনের দাবি জানান।
এমএসএম / এমএসএম
প্রাইভেটকারে বহন করা হচ্ছিল ১০ লাখ টাকা, পুলিশের তল্লাশিতে উদ্ধার
লাকসামে ইক্বরা কমপ্লেক্স’র বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
তানোরে শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি
ঘুষেতেই গতি, নিয়মে ধীরগতি হাটিকুমরুল ভূমি অফিস
সরিষাবাড়িতে মহান বিজয় দিবস পালিত
সোনাদিয়ার চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৪ লাখ জরিমানা
আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত