গ্রাহকের কোটি টাকা নিয়ে ‘ই মুভি’ অ্যাপ উধাও
অনলাইনে চীনাদের তৈরী ‘ই মুভি’ নামের একটি অ্যাপে সিনেমার টিকেট কিনলেই পাওয়া যাবে ডলার। রাতারাতি হয়ে যাবে কোটিপতি। অনলাইনের এমন প্রতারণার ফাঁদে পড়ে কোটি টাকার ওপর খুইয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকার শত শত মানুষ। সিনেমার টিকেট কিনে রাতারাতি কোটিপতি হতে চাওয়া মানুষের হাতে শূণ্য ধরিয়ে দিয়েছেন অনলাইনের এই প্রতারক চক্রটি। প্রতারিতদের মধ্যে রয়েছে ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও কৃষকেরা। তবে বেশির ভাগ রয়েছে বেকার তরুণরা।
জানাগেছে, পাঁচবিবি উপজেলার লাটপাড়া গ্রামের সাগর নামের এক তরুন পাঁচবিবি পাঁচমাথা এলাকায় একটি অস্থায়ী অফিসে বসে ‘ই মুভি’ অ্যাপের মাধ্যমে টাকা বিনিয়গের প্রচারণা চালান। তাঁর এই প্রতারণার ফাঁদে পড়ে রাতারাতি কেটিপতি হওয়ার স্বপ্ন দেখে প্রতারিত হয়েছেন উপজেলার শত শত মানুষ। প্রথমে সাগর প্রচারণা চালালেও পরবর্তীতে গ্রাহকেরা নিজে থেকেই নতুনদের বিনিয়োগ করতে উৎসাহী করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার ফিসকারঘাট, সারারপাড়া, হরেন্দা, শালাইপুর, বাঁশখুরসহ বিভিন্ন এলাকার একাধিক ভুক্তভোগীরা বলেন , ‘ই মুভি’ নামে একটি অ্যাপ ব্যবহার করে সেখান থেকে বিভিন্ন দেশের সিনেমার টিকেট কেনা হতো। অ্যাপে নতুন গ্রাহককে দুই হাজার টাকা দিয়ে প্রথমে হিসেব অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর বিভিন্ন দেশের সিনেমার টিকেট কেনার জন্য প্রতারকদের নিদিষ্ট একটি নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে তা ডলারে রুপান্তরিত হয়ে গ্রাহকের ওই অ্যাকাউন্টে দেখা যায়। এরপর গ্রাহক সিনেমার টিকেট কিনে যা মুনাফা পায় তা ডলার হিসেবে গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হলে গ্রাহকরা তখন টাকা উত্তোলণ করেন। প্রথম দিকে যারা অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা টাকা উত্তোলণ করেছেন। আবার কেউ কেউ অনেক টাকার মালিক হয়েছেন। বর্তমানে ওই অ্যাপে আর প্রবেশ করতে পারছেন না গ্রাহকেরা। আর এরপর থেকে পাঁচবিবি পাঁচমাথা এলাকার সাগরের অস্থায়ী অফিসটি চোখে পড়ছেনা।
এ বিষয়ে ‘ই মুভি’ অ্যাপের পাঁচবিবি এ্যাজেন্ট সাগর বলেন, প্রথমে আমি ইউটিউবের মাধ্যমে ‘ই মুভি’ অ্যাপের বিষয়ে জানতে পারি। পরবর্তীতে আমি তাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের এ্যাজেন্টদের নিয়ে আলোচনা হয় রাজশাহীতে। সেখানেও ‘ই মুভি’ অ্যাপের অফিস দেখে বাড়ি এসে আমি পাঁচবিবি পাঁচমাথা এলাকায় একটি অফিস দেই। বর্তমানে সাধারণ গ্রাহকের মতো আমারও অনেক টাকা চলে গেছে, আমিও একজন ভুক্তভোগী। ‘ই মুভি’ অ্যাপ আমাদের সঙ্গে প্রতারণা করেছে।
এমএসএম / এমএসএম