ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শাহজাদপরে হাসেম মেম্বারের সংবাদ সম্মেলন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৮-২-২০২৩ বিকাল ৬:৪০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের বাইরে একটি অটোভ্যানে প্লাস্টিকের সাদা বস্তায় থাকা চাউল আটকিয়ে এলাকাবাসী ইউপি সদস্য আবুল হাশেমের নাম জড়িয়ে চাউল পাচারের অভিযোগ তুলে যে প্রচারণা চালিয়েছে তার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মেম্বার আবুল হাসেম। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পোরজনা বাজারের আলহাজ্ব আজাহার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পোরজনা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাসেম দাবী করেন, ‘আমি প্রায় ৪ বছর যাবৎ সুনামের সাথে আমার ওয়ার্ডের মানুষের সেবা করার পাশাপাশি নানা উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা পালন করে আসছি। এতে ঈর্শ্বান্বিত হয়ে কিছু প্রভাবশালী কুচক্রিমহল নানা রকম চক্রান্তসহ বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবী করতো। এসব অনৈতিক দাবী মেনে না নেওয়ায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে গত ১২ ফেব্রুয়ারী পোরজনা ইউনিয়ন পরিষদের সামনে ভ্যানে চাউল রেখে আমার নামে মিথ্যা অভিযোগ ও অপ্রচার করছে। অটোভ্যানে ৩টি প্লাস্টিকের বস্তায় জব্দকৃত চাউল আমার হুকুমে গোডাউন থেকে নেওয়ার যে অভিযোগ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি আরও বলেন, 'ঘটনার সময় ইউনিয়ন পরিষদের সবগুলো কক্ষ তালাবদ্ধ ছিলো। অথচ পরিষদের বাইরে ভ্যানে থাকা চাউল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আর এই প্রপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করা হয়েছে ইউনিয়ন পরিষদের নিরীহ গ্রামপুলিশকে। ঐসময় দায়িত্বরত গ্রামপুলিশ একরামুলকে মারের মুখে তুলে নিয়ে একটি গলির মধ্যে নিয়ে গিয়ে জোর করে আমার নাম বলানো হয়। সেইসাথে কুচক্রীরা পরিকল্পিত ভাবে আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাম পুলিশ একরামুল বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমি ইউনিয়ন পরিষদে ডিউটি করার সময় পরিষদের বাইরে একটি ভ্যানে কয়েকটি সাদা বস্তা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে কি আছে জিজ্ঞেস করতেই কয়েকজন মারমুখী হয়ে তেড়ে আসে এবং আমাকে ধরে নিয়ে একটি গলির মধ্যে নিয়ে ভ্যানের চাউলের সাথে হাসেম মেম্বারের নাম বলতে বলে। না বললে আমাকে  মেরে ফেলার হুমকি দেয়। তাই জীবন বাঁচাতে মেম্বারের নাম বলেছি ঐসময়। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক মৎসজীবি প্রতিনিধি আবু হানিফ, গ্রাম প্রধান রোস্তম বেপারী, বারেন প্রামানিক, জেলে প্রতিনিধি মাধব হালদার, ভাষা হালদার, সুবিধাভোগী মৎস্যজীবিরা এবং শাহজাদপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ

বড়লেখার শৌখিন ফলচাষী রেজাউলের বাগানে ঝুলছে দেশি-বিদেশি নানা জাতের ফল

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ থানায় অভিযোগ

উল্লাপাড়ায় উপজেলা প্রসাশকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অসিত গাইনকে সংবর্ধনা প্রদান

শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেফতার

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

‎কুতুবদিয়ায় ইয়াবাসহ যুবক আটক

ক্ষেতলালে সেনা সদস্যের বাড়িতে চুরি

মহেশপুরে ইউএনও খাদিজা আক্তারের কর্মকাণ্ডে জনগণের সন্তুষ্টি

মহাদেবপুরে ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সাইদুর সভাপতি, রিপন সম্পাদক