ধুমপানের প্রতি আসক্তি বাড়ছে তরুণদের

"মামা একটা ব্লাক দেন!" কথাটা কানে পড়তেই পাশে তাকিয়ে দেখি স্কুল ড্রেস পরিহিত ১৪/১৫ বছরের দুই তরুণ। স্থানীয় একটি সনামধন্য স্কুলের শিক্ষার্থী। সিগারেট জ্বালিয়ে পাশের গলির মুখে দাঁড়িয়ে টানতে লাগলো। অপেক্ষা করতে থাকলাম শেষ দেখার। তারা আবারও দোকানে গেল,দুটি চকলেট কিনলো চলে গেল।
শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশের রাস্তা, গলির মাথায়, দোকানের পিছনে,ঝোপের আড়ালে অহরহ এমন দৃশ্য দেখা যায়। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কিংবা গলির মুখেই শিশুদের হাতের নাগালেই বিক্রি হচ্ছে বিড়ি, সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্য। এসব দোকানে তামাকপণ্য বিক্রিতে করা হয় না বয়সের বাছ-বিচারও। আর তামাকপণ্যের এই সহজলভ্যতার সুযোগে ধীরে ধীরে এর প্রতি আগ্রহী হয়ে উঠছে অপ্রাপ্ত বয়স্করা। আর এতে উৎসাহ যোগাচ্ছে প্রাপ্ত বয়স্কদের প্রকাশ্য ধূমপান। অথচ আইনে প্রকাশ্য ধূমপানের বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। অভিজ্ঞজনেরা বলছেন, এখনই এর লাগাম টেনে না ধরতে পারলে সামাজিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
বেশ কয়েকদিন ধরে শেরপুরের সাবেক রংগিলা সিনেমা হল এলাকা, বিভিন্ন মার্কেটের দোতালার ছাদে, সকাল বাজার এলাকা, সাবেক নবমী সিনেমা হল মোর, কলেজ রোড, বিকেল বাজার কিচেন মার্কেট, পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর, মহিপুর এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে এবং দশমাইল বাজার এলাকায়, আর ডি এ'র আশেপাশের এলাকায় সরেজমিনে ঘুরে স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের ধুমপানরত দেখা যায়।সাধারণত ক্লাস শুরুর পূর্বে, টিফিন পিরিয়ডে এবং ছুটির পর এমন ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অভিভাবক বলেন, আমার সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর পর সে কোথায় কি করছে তার দ্বায় শিক্ষাপ্রতিষ্ঠান এড়াতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন ভিন্ন কথা। এ প্রসঙ্গে হাপুনিয়া মহাবাঘ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিছুর রহমান এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও কিছু শিক্ষক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা সংশোধনের জন্য যথাসাধ্য চেষ্টা করি। শিক্ষার্থীদের আমরা শারিরীক বা মানুষিক শাস্তি দিতে পারিনা। আমরা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারিনা পারিপার্শ্বিক চাপে। প্রয়োজন অভিভাবকদের নজরদারি এবং পারিবারিক শিক্ষা। তবে স্বনামধন্য প্রতিষ্ঠান আর ডি এ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয় ০১৭১৫৫৭১৪০৪ নম্বরে ফোন রিসিভ করার পর সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied