চট্টগ্রামে আবাসন মেলায় দর্শনার্থীর ঢল
চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে-ভিউ চট্টগ্রামে অনুষ্ঠিত রিহ্যাবের আবাসন মেলায় ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে। সাধ ও সাধ্যের মধ্যে ফ্ল্যাট কিনতে অনেকেই এসেছেন মেলায়। এবারের মেলায় নানা অফারের মধ্যে সবচেয়ে কম দামে অর্থাৎ মাত্র ২৬ লাখ টাকায় ফ্ল্যাট বিক্রি করছে ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড। তবে এতো কম দাম হলেও অনেকে এসেছেন অভিজ্ঞতা নিতে । বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন অনেকেই। তবে মেলার শেষ দিনে বেশি বিক্রি হওয়ার আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে সরেজমিনে আবাসন মেলায় গিয়ে দেখা যায় প্রচুর পরিমানে দর্শনার্থী প্রবেশ করেছে। বিভিন্ন স্টল ঘুরে তারা ফ্ল্যাট ব্যাসায়ীদের সাথে ফ্ল্যাটের দাম, লোকেশন ও সাইজ নিয়ে কথা বলছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ বুকিং দেননি। তবে বিক্রি করা নিয়ে চিন্তিত নয় এমন কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলে জানা গেছে, বিক্রয় করার তাদের উদ্দেশ্য নয়, তারা মুলত মেলায় এসেছে ব্র্যান্ডিং করার জন্য।
গোলাম ছরওয়ার নামের এক দর্শনার্থী বলেন, মেলায় এসেছি ফ্ল্যাটের দাম ও লোকেশন জানতে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি। এখনো বুকিং দেইনি। বুকিং দিব কিনা তা নির্ভর করবে দাম ও অন্যান্য সুবিধার উপর।
বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, নগরীর বিভিন্ন লোকেশনে বিলাসবহুল ভবনের ফ্ল্যাটে এবারের মেলায় নানা রকমের সুবিধাজনক অফারের সথে ফ্ল্যাটের দামও রাখা হয়েছে তুলানামুলকভাবে কম।
২৬ লাখ টাকায় ফ্ল্যাট:
ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড মেলায় সবচেয়ে কম দামে ফ্লাট দিচ্ছে। নগরীর চাক্তাই নয়া মসজীদ এলাকায় ৮শ বর্গফুটের ফ্ল্যাট দিচ্ছে মাত্র ২৬ লাখ টাকায় আবার ৩৮ লাখ টাকায় পাওয়া যাচ্ছে ১২শ বর্গফুটের ফ্ল্যাট। বায়েজীদ থানার সামনে ৪০ লাখ টাকায় মিলছে ১০৫০ বর্গফুটের ফ্ল্যাট। এব্যপারে ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, আমরা ক্রেতা সাধারণের সাধ ও সাধ্য বিবেচনা করে বিভিন্ন সাইজের ফ্ল্যাট করেছি, দামও রাখা হয়েছে নাগালের মধ্যে, যাতে অল্প আয়ের মানুষেরাও কিনতে পারে তাদের স্বপ্নের ফ্ল্যাট।
অধিক প্রকল্প আছে উইকন প্রপার্টিজের:
১টি বিলাসবহুল আবাসন প্রকল্প উপস্থাপন করেছে উইকন প্রপার্টিজ। এগুলোর মধ্যে রয়েছে নগরীর পাঁচলাইশ এলাকায় উইকন শোকরানা, চট্টেশ্বরী রোডে উইকন রেইন ফরেস্ট, আমিরবাগ এলাকায় উইকন জেএম সাউথলন, উত্তর খুলশীতে উইকন নর্থ ডেইল, ও আর নিজাম রোডে উইকন মমতাজ মেনর, কাতালগঞ্জে উইকন ক্যানপি, সাউথ খুলশীতে উইকন নুহস কেভ ও উইকন মেভেরী, পূর্ব নাসিরাবাদের রহমান নগরে উইকন ইকরা, হালিশহরের বড়পোলে উইকন হকস বে ল্যান্ড মার্ক, গোলপাহাড় মোড়ে উইকন স্কাই রিজ।
সাফ হোল্ডিংস:
শোলক বহরে সাফ এ কাশেম প্রান্তর, চকবাজারের পারসিভাল হিলস-এ সাফ আনোয়ার হাইটস, নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে সাফ জাফর ভিলা, আরাকান হাউজিং সোসাইটিতে সাফ সামার শাইন ও ২ নং গেইটে সাফ আর্কেডিয়া।
মুনতাসির লিভিং লিমিটেড:
এই কোম্পানীর এখনি হস্তান্তর করার মতো ২টি রেডি প্রজেক্ট রয়েছে এর মধ্যে লালখান বাজারে মুনতাসির আশা ও অন্যটি এনায়েত বাজারে মুনতাসির সোনার তরী। এছাড়া চলমান প্রজেক্টের মধ্যে রয়েছে কাজীর দেউরিতে মুনতাসির সেতারা প্যারাডাইস, হামজারবাগে মুনতাসির হোছাইন টাওয়ার, জয় পাহাড়ে মুনতাসির এম.এ. টাওয়ার ও রৌফাবাদে মুনতাসির রোজ ভিউ।
রেডি ফ্ল্যাট বিক্রি করছে বিল্ড কিং:
মেলায় ৩টি বিল্ডিং এ রেডি ফ্ল্যাট বিক্রি কবরছে বিল্ড কিং প্রপার্টিজ লিমিটেড। লাভ লেইনে বিল্ড কিং আবসার ভ্যালি,পুর্ব নাসিরাবাদ কসমোপলিটন আবাসিকে বিল্ড কিং জামিলা ও আগ্রাবাদে বিল্ড কিং সুইট হোম।
উল্লেখ্য এবারের আবাসন মেলায় গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে উইকন প্রপার্টিজ এবং আরএকে সিরামিকস্ বাংলাদেশ। অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলো হচ্ছে:
সেনা কল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড, ফিনলে প্রপার্টিজ লিমিটেড, এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, এপিএল হোল্ডিংস লিমিটেড, সাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড, পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড, সাফ হোল্ডিংস লিমিটেড, স্যানমার প্রপার্টিজ লিমিটেড, সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, এপিক প্রপার্টিজ লিমিটেড, র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড, মুনতাসির লিভিং লিমিটেড, ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, জুমাইরাহ হোল্ডিংস লিমিটেড, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রডাক্টস লিমিটেড, বিল্ডিং ম্যাটেরিয়ালস এ কো-স্পন্সর হিসেবে রয়েছে ইকো ফ্রেন্ডলি গ্রিন ব্রিকস লিমিটেড।
এছাড়া ফেয়ারে ৪ দিন হোটেল ডিমো’র সৌজন্যে থাকছে বান্দরবান ও সাজেক ভ্রমণের আকর্ষণীয় র্যাফল ড্র পুরস্কার। এন্ট্রি গেট ও ইনফরমেশন বুথ এর স্পন্সর হয়েছে সেম রেডিমিক্স কনক্রিট লি, মিডিয়া কর্নারের স্পন্সর হয়েছে ডিউ গ্রুপ।
মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল, অপরটি মাল্টিপল। সিঙ্গেল প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে মেলার সময় দর্শনার্থী ৪ বার প্রবেশ করতে পারবেন।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত