ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীর বিশেষ উদ্যোগে সৌন্দর্য ফিরে পেয়েছে টিএসসি


পল্লব রানা পারভেজ photo পল্লব রানা পারভেজ
প্রকাশিত: ২-৩-২০২৩ রাত ৯:১৭

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কার্যকলাপ কেন্দ্র। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের মধ্যে একাডেমিক শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞান, সুকুমারবৃত্তির চর্চা প্রয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে।

১৯৬১ সালে কার্জন হলের ক্ষুদ্র পরিসরে টিএসসির কর্মকাণ্ড শুরু হয়। গ্রিসের বিশ্বখ্যাত নকশাকারী প্রতিষ্ঠান ডকসিয়াডিস অ্যাসোসিয়েটস কনসালট্যান্ট লিমিটেড এথেন্সের নকশা ও পরিকল্পনা অনুযায়ী ৩.৭০ একর জায়গায় টিএসসি কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। তদানীন্তন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৬ সালে। টিএসসির মূল কার্যক্রম শুরু হয় মূলত ১৯৬৭-৬৮ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে রয়েছে সংস্কৃতি চর্চার জন্য অত্যাধুনিক অডিটোরিয়াম,  একটি মাঠ ও অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন। অতিরিক্ত যানজট, বহিরাগতদের আনাগোনা, ভাসমান দোকান এই সবকিছু মিলেই টিএসসি যেন তার সৌন্দর্য হারিয়ে ছিলো, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশেষ উদ্যাগে প্রাণ ফিরে পেল টিএসসি। টিএসসিতে প্রায়ই আমরা লক্ষ্য করতাম বিভিন্ন রকমের খাবারের দোকান, মূলত টিএসসির চারপাশে বসানো ভ্রাম্যমাণ এই সকল খাবারের দোকানের কারণে টিএসসির রাস্তায় প্রচন্ড যানজট সৃষ্টি হতো, এই যানজটের ভোগান্তির স্বীকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের, এক হলে থেকে আরেক হলে যেতে ভীষণ সময়ক্ষেপণ হতো, বিষয়টি সকলকে নজরে আসলেও এই বিষয় নিয়ে কারো কোনো মাথাব্যথা ছিলো না৷ অবশেষে দীর্ঘ যানজট, ভাসমান দোকান এবং টিএসসির সৌন্দর্য বর্ধনে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী স্যারের বিশেষ উদ্যোগে প্রক্টরিয়াল টীম টিএসসির ভাসমান সকল দোকান অপসারণ করেন, ভাসমান দোকানগুলো অপসারণের কারণে সৌন্দর্য ফিরে পেয়েছে টিএসসি। নেই কোনো যানজট, নেই কোনো ক্লান্তি অবশেষে মনে হয় প্রাণ ফিরে পেল টিএসসি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দৈনিক সকালের সময়কে বলেন, " ভাসমান দোকানের কারণে টিএসসির রাস্তাগুলো সরু হয়ে যেতো, টিএসসিতে সন্ধ্যার পর আসতেও অনেক সময় লাগতো, এখন সকল ভাসমান দোকান তুলে দেওয়ায় রাস্তায় ঠিকভাবে চলাচল করা যাচ্ছে এবং টিএসসির পরিবেশ সুন্দর লাগতেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী স্যারসহ টিএসসির সৌন্দর্য বর্ধনের সাথে সম্পৃক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই।"  

সরেজজমিনে গিয়ে দেখা যায়, টিএসসির সেই দীর্ঘযানজট আর নেই, নেই টিএসসির ভাসবান সেই দোকানগুলো, চারপাশের পরিবেশ ছিলো ফাঁকা। 

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী দৈনিক সকালের সময়কে বলেন, " ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্যই আমরা কাজ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিয়ন্ত্রণে সবসময় আমরা কাজ করে গেছি এবং ভবিষ্যতে কাজ করে যাবো।

এমএসএম / এমএসএম

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ইবিতে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ৬১জনকে শাস্তির সুপারিশ

ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ