ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ডেইরি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২৩ বিকাল ৫:৩
মিরসরাইয়ে ডেইরি ফার্মে বর্জ্য দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাটের গাছবাড়িয়া এলাকায় সুলতান উকিল বাড়ী, আব্দুল মালেক মেস্ত্রী বাড়ী, তারেক কবিরাজ বাড়ী সহ অনেক বাড়ির  প্রায় ৩০০ পরিবারের  হাজার হাজার মানুষ ডেইরি ফার্মে তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছে। গরুর খামারের বর্জ্যে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। 
স্থানীয় সুত্রে জানা যায়, বিগত কয়েক  বছর  প্রথমে "আলম ডেইরী" নামের একটি ডেইরী খামার স্থাপন করা হয়। পরবর্তীতে সালমা এগ্রো নামে আরেকটি খামার রয়েছে। এই দুই  খামারে প্রায় ৭০টি গরু রয়েছে।
 
সরোজমিনে গিয়ে দেখা যায়, ডেইরী ফার্মে গোবর, ছনার গন্ধে স্থানীয়দের বসবাস করা দায় হয়ে পড়েছে। নারী পুরুষ সকলেই বিষয়টি স্বীকার করেন। এতে দুষিত হচ্ছে সেখানে আশে পাশে একাধিক ব্যবহার যোগ্য পুকুরের পানি। ডেইরী ফার্মে গোবর, ছনার দুষর্ণের কারণে ব্যবহার যোগ্য পুকুরের পানি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। দুর্গন্ধে ও পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণে অনেকে বাড়ি ছেড়ে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকছে। এদিকে প্রায় দুইশ মিটার দুরত্বে রয়েছে গাছবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেখানে প্রায় ২শত কোমলমতি ক্ষুদে শিক্ষার্থী। যারা প্রতিনিয়ত ডেইরী ফার্মে গোবর, ছনার গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
বিষয়টি এলাকাবাসী আলম ডেইরী ফার্ম কর্তৃপক্ষকে জানালেও তারা কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ইতিপূর্বে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী এলাকার একাধিক ব্যক্তি স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে একাটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল করিম ফিরোজ বলেন, গত ২০২২ সালের ২৮শে মে মাসে ভূষন চন্দ্র নাথ নামে একজন আমার পরিষদে পরিবেশ দূষনের হাত থেকে মুক্তি পাওয়া প্রসঙ্গে একটি অভিযোগ দাখিল করেন।
 
এই বিষয়ে আলম ডেইরী ফার্ম ও সালমা এগ্রো এর পরিচালক অরুন নাথ বলেন, যে সব পুকুর গুলো নিয়ে অভিযোগ সেগুলো আমাদের মালিক কর্তৃপক্ষের জায়গা। আমাদের খামারের পাশে গড়ে উঠতেছে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে যেখানে ৪০টি পরিবারকে আমরা গ্যাস সরবারহ করতে পারবো। পরিবেশ দুর্ষণের বিষষটি সম্পুর্ণ উদ্দেশ্য প্রনোদিত। এই খামারে কাজ করে আমাদের ৮টি পরিবার জীবন জীবিকা নির্বাহ করে। 
 
এই বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, ঐখানে খামার আছে বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ বলেন, বিষয়টি নিয়ে অভিযোগের পেক্ষিতে আমি তদন্তে যাই। খোলা জায়গা যেখানে বর্জ্য রয়েছে সেসব বর্জ্য অপসারণ করার জন্য নিদের্শ প্রদান করার পাশাপাশি আগামীর জন্য সর্তক করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জেনেছি। সরোজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখবো।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল