ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

গোপনে হাট-বাজার ইজারা, মেয়রের বিরুদ্ধে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ৯-৩-২০২৩ দুপুর ৪:৫৫
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নিয়ন্ত্রণাধীন বালিঘাটা হাট-বাজার গোপনে দুই কোটি ৫৭ লাখ টাকায়  ইজারা দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। এঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনার, জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক তিনটি লিখিত অভিযোগ করা হয়েছে। গত ফেরুয়ারি মাসে  পাঁচবিবি পৌরসভার তিন নম্বর ওর্য়াডের কাউন্সিলর আরিফ রব্বানী ইস্তি, পাঁচবিবি নাগরিক কমিটির আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলাম ও নওগাঁ জেলার চকপ্রাণ মহল্লার বাসিন্দা হাট-বাজার ইজারাদার সাজেদুর রহমান এ পৃথক তিনটি করেন।
 
গোপনে হাট-বাজার ইজারা দেওয়াসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পাঁচবিবি গো-হাটা চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজনে করেছেন পাঁচবিবি নাগরিক কমিটি নামে একটি সংগঠন।
 
সংবাদ সম্মেলনে পাঁচবিবির মেয়র আলহাজ্ব হাবিবুর রহমানের বিরুদ্ধে গোপনে অর্থের বিনিময়ে হাট-বাজার ইজারা দেওয়ারসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে বক্তব্য দেন পাঁচবিবি নাগরিক কমিটির আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলাম, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক, স্থানীয় পৌর কমিশনার আরিফ রাব্বানী ইস্তি। এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সুভাষ কুমার, সাইফুল ইসলাম সাবু, বিজন কুন্ডু কাশী প্রমূখ। সংবাদ সম্মেলনে জেলা উপজেলার ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
রাজশাহী বিভাগীয় কমিশনার ও জয়পুরহাটের ডিসির কাছে দেওয়া পৃথক লিখিত অভিযোগে বলা হয়েছে, বাংলা ১৪৩০ সালে পাঁচবিবির পৌরসভার বালিঘাটা হাট-বাজার ইজারার জন্য গোপনে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের শিডিউল যে সব কার্যালয়ে বিক্রি ও দরপত্র দাখিল বাক্স স্থাপনের কথা থাকলে তা করা হয়নি।  বিগত কয়েক বছর ধরে পৌরসভার মেয়র হাবিবুর রহমান  একইভাবে  হাট-বাজার ইজারা দিয়ে আসছেন। চলতি বছরেও মেয়র গোপন সমঝেতায় পাঁচ কোটি টাকার হাট-বাজার মাত্র ২ কোটি ৫৭ লাখ টাকায় ইজারা দিয়েছেন। একারণে সরকার কয়েক কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।
 
পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান গোপনে হাট-বাজার ইজারা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিয়মানুযায়ী হাট-বাজার ইজারা দেওয়া হয়েছে।  কয়েক জন ব্যক্তি সুবিধা না পেয়ে ভিত্তিহীন অভিযোগ করেছে। তাছাড়া, আজকের নাগরিক কমিটির যিনি আহ্বায়ক দেওয়ান সিরাজুল ইসলাম তিনি নিজেই বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেইনি। তাছাড়া অন্যের এজেন্ডা বাস্তবায়নে লক্ষ্যে তারা এই সংবাদ সম্মেলন করেছেন। তিনি আরো বলেন, এঁরা বিভিন্ন দল থেকে এসে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
 
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, পাঁচবিবি হাট-বাজারের অনিয়মের অভিযোগ তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কমিটির অন্য দুই সদস্য হলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা। কমিটি তদন্ত শুরু করেছে বলে তিনি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু