পাঁচবিবিতে হরিবাসর অনুষ্ঠিত
বিশ্ব মানবতার শান্তির কল্যাণে ও দেশ মাতৃকার মুক্তি কামনায় দোল পূর্ণিমা লগ্নে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গনে হরিবাসর উৎসব অনুষ্ঠিত হয়। বাগজানা বাজার হরিবাসর উৎসব কমিটির আয়োজনে শনিবার অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্ত্তন হরিবাসর অনুষ্ঠিত হয়। হরিবাসরে বাংলাদেশ ও ভারতের ৪টি দল পর্যায়ক্রমে হরিনাম সুধা পরিবেশন করবেন। জীবনের পাপমোচন ও বিশ্বশান্তি কামনায় হরিবাসর উপভোগ করতে নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়। সোমবার দুপুরে কুঞ্জভঙ্গ অন্তে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে স্বহমহিমায় রাধাগোবিন্দের লীলা কীর্ত্তন হরিবাসরের যবণিকাপাত ঘটে। হিন্দু সম্প্রদায়ের মহামিলন মেলা এ হরিবাসরস্থল পরিদর্শন করেন জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও এলাকার সুধীজনেরা।
এমএসএম / এমএসএম