ঢাকা মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ডগ হ্যান্ডলারের প্রথম যাত্রা শুরু এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়ন নারী পুলিশ সদস্যরা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৬-৩-২০২৩ বিকাল ৫:০

বাংলাদেশের প্রথম নারী ডগ হ্যান্ডলার হিসাবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নারী পুলিশ সদস্যদের যাত্রা শুরু করেন। বর্তমানে ডিএমপি ও র‌্যাবের ডগ স্কোয়াড ছাড়াও বাংলাদেশ  পুলিশের অপারেশনাল কার্যক্রমকে আরো বেগবান করতে এবং অপারেশনাল টিমকে কারিগরি সহায়তা দিতে পুলিশের কেনাইন ইউনিট (ডগ স্কোয়াড) কাজ করছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটলিয়নের নারী পুলিশ সদস্যরাও।

 এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটলিয়ন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে নারী হ্যান্ডলার হিসেবে গড়ে তোলা হচ্ছে।  বৃটেন এবং নিউজিল্যান্ডের দুইজন খ্যাতনামা এবং পেশাদার ডগ স্কোয়াড প্রশিক্ষক টনি ব্রাইসন (ইউকে), মেলিন ব্র ডউইক (নিউজিল্যান্ড) এর প্রশিক্ষকের মাধ্যমে ০৭ জন নারী পুলিশ সদস্যকে বেসিক কেনাইন হ্যান্ডলার কোর্স (female ) এ প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং এর মধ্যেমে নতুন যুগের সূচনা করেছেন এয়ারপোর্ট আর্মড পলিশ ব্যাটালিয়নের নারী পুলিশ সদস্যরা।  ১৬ই মার্চ ইউএস এম্বাসি ও এয়ারপোর্ট আর্মড পলিশ ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনিং নারী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট তুলে দিয়েছেন এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জনাব তোফায়েল আহম্মদ, কমান্ডিং অফিসার (এ্যাডিশনাল ডিআইজি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপটেন মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইউএস এম্বাসি, ঢাকার উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।  ২০১৭ সালে ০২ (দুই) টি ল্যাবরেডর, ০২ (দুই) টি জার্মান শেফার্ড ও ০৪ (চার) টি বেলজিয়ান ম্যালিনয়েস জাতের কু কর এবং ১৬ জন হ্যান্ডলার নিয়ে এয়ারপোর্ট আর্মড পলিশ ব্যাটালিয়নের কেনাইন ইউনিট যাত্রা শুরু করে। শুধু মাত্র বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় ডেডিকেটেড এই ডগ স্কোয়াড বিমানবন্দরে আগত  যাত্রী, সহযাত্রী এবং তাদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে ব্যবহৃত হচ্ছে।

এছাড়াও, ক্যানোপী নিরাপত্তা, পার্কিং এরিয়া এবং আগত যানবাহনে বিস্ফোরক পদার্থের উপস্থিতি সার্চ, ব্যাগেজ বেল্ট এলাকার নিরাপত্তা রক্ষা এবং ভিভিআইপি নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড। এই ইউনিটে নারী হ্যান্ডলারদের সংযোজন নিঃসন্দেহে বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করবে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডে ২০২৫ সালের মধ্যে কুকুরের সংখ্যা ৬৬ টি তে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক। তৃতীয় টার্মিনালের সম্ভাব্য বিশাল অপারেশনের কথা মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে বৃটেন এবং নেদারল্যান্ডস থেকে আরো অন্তত ১৫ টি ডগ এই স্কোয়াডে যুক্ত হবে। বর্তমানে ডগ গুলি এক্সপ্লোসিভ সার্চ এর জন্য প্রশিক্ষন প্রাপ্ত হলেও অচিরেই নারকোটিক্স ডগ, ট্রাকিং ডগ, কারেন্সি স্নিফিং ডগও এই বহরে যুক্ত হবে বলে জানা যায়। এ সকল ট্রেনিং এ কারিগরি ও লজিস্টিক সাপোর্ট দিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন কে সহায়তা করবে ইউএস এম্বাসি, ঢাকা। একটি পরিপূর্ণ ডগ স্কোয়াড বিমানবন্দরে নাশকতা, মাদক চোরাচাল, স্বর্ণ চোরাচালন, মূদ্রা পাচার রোধে অসামান্য ভুমিকা রাখতে পারে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ।

এমএসএম / এমএসএম

৫ই আগস্টের হত্যা মামলার আসামি হয়েও অধরা

বিএনপির স্বার্থে জনগণ ও জোটসঙ্গীদের ব্যবহার—অভিযোগ জনতার অধিকার পার্টির

তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গ্যাস সংকটে ভোগান্তি শেখদীতে

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'র কার্যক্রম গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়: যুক্তরাষ্ট্র দূতাবাস

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সমিতির নির্বাচন কমিশনার

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে অবৈধ বহুতল ভবন নির্মাণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে বিশেষ দোয়া ও মোনাজাত

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

ভুয়া ঠিকানা দিয়ে ঢাকার ডিসি অফিসে চাকরি করে ভোলার ফিরোজ

গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান

উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত