উদ্যোক্তা ধরে রাখলে সফলতা আসবেই: লিনা নাসরিন বনি

লিনা নাসরিন বনি। তরুণ মেধাবী উদ্যোক্তা। তার পেইজের নাম মৌখি। রাজশাহী সিল্ক শাড়ি ও মসলিন শাড়ি নিয়ে কাজ করেন। এছাড়া তিনি ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট ‘WE’ -এর মডারেটর ও WE ‘বৈঠক খানা’-এর প্রশিক্ষক। সম্প্রতি দৈনিক সকালের সময়ের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাতকার নিয়েছেন বাবুল হৃদয়
প্রথমেই উদ্যোক্তা হওয়ার গল্প শুনি-
২০২০ সাল থেকে আমি অনলা্ইনে ব্যবসা শুরু করি। এখনো আমার প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। পারিবারিক সহযোগিতায় উদ্যোগ শুরু হয়। উদ্যোক্তা হওয়ার গল্পটা মুলত
‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট ‘WE’ থেকে। ‘WE’ এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা আপুর জীবন আদর্শ দেখে উদ্যোক্তা হতে অনুপ্রানিত হই। WE তে আমাদের হাজার হাজার নারী উদ্যোক্তা আছে যাদের এক্টিবিটিস দেখে মুগ্ধ হই এবং সেখান থেকেই নারী উদ্যোক্তা হয়ে ওঠা।
কি দিয়ে ব্যবসা শুরু করেন-
হ্যান্ড মেইড গহনা দিয়ে শুরু করি। কারণ এই কাজটায় আমি একটু পারদর্শী ছিলাম। মেয়েদেরতো টুকটাক গহনা করার শখ থাকে। সেই শখের কাজটি দিয়েই অনলাইনে ব্যবসা শুরু করি। এরপর যেহেতু আমি রাজশাহী ছিলাম, আমরা জানি রাজশাহীর সিল্ক ও মসলিন বিখ্যাত। সিল্ক ও মসলিন নিয়ে কাজ করা শুরু করি। এখন আমার মুল ফোকাস সিল্ক ও মসলিন নিয়ে। আমার উদ্যোগের নাম মৌখি। আলহামদুলিল্লাহ আমি আমার উদ্যোগ নিয়ে নিয়ে সফলতা পেয়েছি। আমি হ্যাপি।
আপনার পণ্য দেশে বাইয়ে যায় কি না?
আমি যখন প্রথম দিকে কাজ শুরু করি তখন দেশের মধ্যেই বিক্রি সিমাবদ্ধ ছিল। ২০২০ সালে যখন ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট ‘WE’ এর সঙ্গে যুক্ত হই প্রথম কাস্টমার ছিল ময়মনসিং জেলায়। এর পর আমার প্রোডাক্ট সারাদেশে ছড়িয়ে যেতে থাকে। মূলত ‘WE’ -এর থেকে আমার পরিচিতি বাড়তে থাকে। আমার ব্রান্ডিংটা ওখান থেকে।
আমার সব কিছু হয়েছে ‘WE’ থেকে। ওখান থেকে বাইরের বায়ার আমার প্রোডাক্ট কিনতে শুরু করে। এখন তো নিয়মিত বাইরে প্রোডাক্ট কুরিয়ারে পাঠাচ্ছি, অনেক বায়ারের আত্নীয়-স্বজনও দেশে এসে আমার পন্য কিনছে।
একজন নারী উদ্যোক্তা হতে কি কি গুন থাকা দরকার বলে মনে করেন-
নারী উদ্যোক্তা হতে সাহসটা মেইন ফোকাস, সাহস করে শুরু করতে হবে। আর শুরু হলে আমাদের চারপাশ থেকে নানা প্রতিবন্ধকতা আসে, প্রথম প্রকিবদ্ধকতা আসে পরিবার থেকে। অনেকের পরিবার সাপোর্ট করে না। আসপাশের লোকজন কি বললে সেই ভয় থাকে। যারা গ্রামে কাজ করে তাদের কোরয়িার টা যদি দুরে হয় পণ্য পাঠানোটা রিস্ক হয়ে যায়। এরকম প্রতিবন্ধকতা আছে। আমার বেলায় যা হয়েছে তাহল আমি গ্রামের মেয়ে গ্রামের আসপাশের মানুষে কথা শুনেছি বাট আমি থেমে যাইনি, আমি উদ্যোক্তা শত বাধা আসবেই, সেই বাধা পেরিয়ে উদ্যোক্তা ধরে রাখতে পারলেই সফলতা আসবেই।
পড়াশুনা ও ব্যক্তি জীবন নিয়ে বলেন-
আমি মাগুরার মেয়ে। আমি রাজশাহী নাসিং কলেজ থেকে বিএসি নাসিং কমপ্লিট করেছি। এরপর একটি প্রাইভেট হসপিটালে কাজ করেছি পরে মাগুরা নাসিং ইুনস্টিটিউটে লেকচারার ছিলাম। এখন ঢাকায় নার্সিং কলেজের কর্মরত আছি।
আগামী ভাবনা কি-
আগামী নিয়ে ভাবছি নিজেকে সফল একজন নারী হিসেবে গড়ে তুলবো। নিজেবকে আত্বপ্রকাশ করতে আরো স্কিল ডেভোলপ করবো। উদ্যোক্তাকে আরো ডেভোলপ করবো।
BH / BH

সামরিক জাদুঘরে কিডস টাইমের শিক্ষা সফর অনুষ্ঠিত

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের বেনাপোল শাখা

অপো রেনো১৪ ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

‘জুলাই গণঅভ্যুত্থান-২৪’ নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে হানডা (বাংলাদেশ) গার্মেন্টসের ৪ কোটি ১৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি'র মোবাইল অ্যাপ “ShahjalalTouchPay” চালু

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্টোরেজ সল্যুশন্স চালু করল সার্ভিসিং২৪

কর্মসংস্থান বাড়াতে NHRDF ও পেন্সিলবক্সের “ফ্রিল্যান্সিং কোর্স” উদ্বোধন

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
