বুড়িমারী স্থলবন্দর শ্রমিক অসন্তোষ, প্রতিবাদে ধর্মঘট
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আবারো শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। গত দেড় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা শ্রমিক অসন্তোষের ঘটনায় ধর্মঘট ডাক দেয় সাধারণ শ্রমিকেরা। এতে মঙ্গলবার দুপুর ১ টা থেকে বুধবার দুপুর প্রায় আড়াইটা পর্যন্ত সকল প্রকার লোড-আনলোড বন্ধ থাকে।
শ্রমিকরা জানায়, সর্দারদের নের্তৃত্বে পরিচালিত বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিপরীতে সাধারণ শ্রমিকরা বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন সমিতি নামে একটি সংগঠন চলতি মাসের প্রথম সপ্তাহে গঠন করে। এতে সর্দাররা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (২১ মার্চ) সকালে বেশ কয়েকজন সাধারণ শ্রমিকদের শ্রমিক পরিচয়পত্র কেড়ে নেয় ও হুমকি প্রদান করে। বিষয়টি জানাজানি হলে বিচারের দাবিতে সাধারণ শ্রমিকেরা ওইদিন (মঙ্গলবার) দুপুর থেকে ধর্মঘটের ডাক দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানিকৃত গাড়ি লোড-আনলোড বন্ধ রাখে। এতে পরদিন বুধবার পর্যন্ত পুরো বুড়িমারী স্থলবন্দরের মাঠে ও আশপাশের সড়কে শত শত গাড়ি লোড-আনলোডের অপেক্ষায় পড়ে থাকে।
এ ঘটনায় বুধবার (২২ মার্চ) দুপুরে বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের লোড-আনলোড কার্যালয়ের পাশে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থলে যান। এ সময় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ, পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক, বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু, বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সফর উদ্দিন, বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশন সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে নিয়ে সাধারণ শ্রমিকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে বিকেল ৩ টায় কাজে ফিরে যায়।
স্থলবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক সর্দার ও সাধারণ শ্রমিকদের মধ্যে নানা ধরনের সমস্যা বিদ্যমান। বিশেষ করে এ বছরের গত ৪ ফেব্রুয়ারি নায্য মজুরী ও শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাবের দাবিতে ধর্মঘট করে সাধারণ শ্রমিকরা। এরপর ২১ মার্চ হতে ২২ মার্চ সংগঠন করাকে কেন্দ্র করে আবারও ধর্মঘটের ডাক দেওয়া হয়। এভাবে ধর্মঘট করায় বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন ক্ষতির মুখে পড়ছে। লাখ লাখ টাকার রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে সরকার।
বুড়িমারী ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক সর্দার ও সাধারণ শ্রমিকদের মধ্যে সংগঠন করা নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়। বুধবার দুপুরে দুইপক্ষকে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে সাধারণ শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, শুনেছি, বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক সর্দারদের সাথে সাধারণ শ্রমিকদের অভ্যন্তরীন সমস্যার কারণে লোড-আনলোড বন্ধ রাখে শ্রমিকরা। এতে গাড়ির জট লাগে।’
এমএসএম / এমএসএম
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Link Copied