লামার আজিজনগর-গজালিয়া সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর-গজালিয়া সড়ক যোগাযোগ আবারো বন্ধ হয়ে গেছে। সোমবার রাতে আজিজনগর-গজালিয়া সড়কের কাট্টলীপাড়াস্থ ব্রিজে লাকড়িবাহী একটি জিপ পার হওয়ার সময় বেইলি ব্রিজের পাটাতন সরে গিয়ে আটকে যায়। অনেক চেষ্টা করে জিপের লোকজন গাড়িটি উদ্ধার করেন কিন্তু ব্রিজের অবস্থা খুবই নড়বড়ে হয়ে যায়। ব্রিজের অনেকগুলো পাটাতন সরে গিয়ে সোমবার রাত থেকে এই সড়কে গাড়ি যোগাযোগ বন্ধ রয়েছে। এ সময় জিপের দুজন আহত হন বলে জানা গেছে।
এর আগেও ব্রিজটি অনেকবার মেরামত করা হয়েছে কিন্তু স্থায়ীভাবে মেরামত না হওয়ায় কিছুদিন পরপর দুর্ঘটনা ঘটতেই থাকে। তাই এবার স্থায়ীভাবে ব্রিজটি মেরামতের জন্য দাবি জানান সড়ক ও জনপদ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী। ব্রিজটি দ্রুত সংষ্কার এবং মেরামতের জন্য সড়কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
এমএসএম / জামান