ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

তালায় গবাদি পশুর মধ্যে ছড়াচ্ছে গুটি বসন্ত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১-৪-২০২৩ দুপুর ২:২

সাতক্ষীরার তালা উপজেলার  বিভিন্ন এলাকায় গবাদি পশুর মধ্যে  এল,এস,ডি বা লাম্পি স্কিন ডিজিজ নামক রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। খামার ও গৃহস্থের বাড়িতে পালিত গবাদিপশু এ রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় খামারি ও গৃহস্থরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা  এ রোগের প্রতিকার পেতে তারা ছুটছেন প্রাণিসম্পদ দপ্তরে। খামারিরা বলছেন, মহামারি আকারে ছড়াচ্ছে লাম্পি স্কিন ডিজিজ (এলএনডি)। ফলে গবাদিপশু দুর্বল হয়ে পড়ছে। এমনকি কম বয়সের বাছুর গরু মারা যাচ্ছে খেতে না পেরে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গ্রামগঞ্জে সম্প্রতি গবাদিপশুর মধ্যে  লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে । উপজেলার প্রায় অধিকাংশ গ্রামেই গবাদিপশুর মধ্যে ছড়িয়েছে এলএসডি নামক মরণঘাতি এই রোগ উপজেলার জুজখোলা,চোমরখালী,লালচন্দ্রপুর, ধানদিয়া,নগরঘাটা সহ এখানকার প্রায় প্রত্যেকটি গ্রামে  লাম্পি স্কিন ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। গত দুই মাস ধরে এই রোগ বিস্তার লাভ করেছে অন্য এলাকাতেও। এই রোগ এক গরু থেকে আরেক গরুর শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই রোগে বেশ কিছু গবাদিপশুর মৃত্য হয়েছে বলে জানা গেছে । চোমরখালী গ্রামে শফিকুল ইসলাম ও পরিমল মন্ডলের আক্রান্ত গরু মারা গেছে। অনেক কৃষক আক্রান্ত পশুকে কোনো চিকিৎসা ছাড়াই বাড়িতে রাখছেন। ফলে সংক্রমণের হার বাড়ছে। আমতলাডাঙ্গা গ্রামের খলিলুর রহমান জানান, আক্রান্ত গরু প্রথমে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। গবাদিপশুর শরীরে জ্বর থাকছে কয়েক দিন। এরপর ফোস্কা চাকা চাকা হয়ে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এ সময়ে গরু গাভী বাছুর কিছুই খাচ্ছে না। দিন দিন দুর্বল হয়ে মারাও যাচ্ছে। একটি গরু আক্রান্তের কয়েক দিনের মধ্যে অন্য গুলোতেও লাম্পি স্কিন ছড়িয়ে যাচ্ছে। তারা ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না।পশু চিকিৎকদের তথ্য অনুযায়ী, এলএসডি একটি পক্স ভাইরাস যা গবাদিপশুর গুটি বসন্ত নামে পরিচিত। এই রোগের সংক্রমণে গবাদি পশুর শরীরের অনেক স্থানে ক্ষত হয়, শরীর গরম থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, গরুর নাক-মুখ দিয়ে লালা ঝরতে থাকে। এই রোগ অত্যন্ত সংক্রমণশীল ও দ্রুত ছড়িয়ে পড়ে এক পশু থেকে আরেক পশুতে। সাধারণত এই রোগ বর্ষা, শরৎ ও বসন্তের শুরুতে বেশি দেখা যায়। যে সময়ে মশা-মাছির আধিক্য বেশি থাকে। জলাভূমি এলাকায় এই রোগটি ব্যাপক আকার ধারণ করে। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্ত গরুকে জ্বর বা ব্যাথানাশক ্ঔষধ দেওয়া, খামার বা গোয়াল ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গরু মশারির নিচে রাখা এবং আক্রান্ত গরু অন্য গরু থেকে পৃথক ও পরিষ্কার জায়গায় রাখা দরকার। এতে অন্য গরুর শরীরে এই রোগ ছড়াবে না। সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব ।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন