ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ এক


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২-৪-২০২৩ দুপুর ১২:৫২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন গরু পারাপারকারী নিহত ও একজন আহত হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রোববার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি রংপুরের একটি হাসপাতালে গোপনে চিকিৎসাধীন রয়েছে। 
 
শনিবার (০১ এপ্রিল) রাত প্রায় ১১ টায় জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি গরু পারাপাকারীর রবিউল ইসলাম (৫২)। বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া এলাকায় মৃত মফিজ উদ্দিন। আহত ব্যক্তি একই ইউনিয়নের কলাবাগান এলাকার শহিদুল ইসলাম (৩৫)। তাঁর বাবার নাম মৃত হেদল ইসলাম।  
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট এলাকার সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীসহ উভয় দেশের ৭ থেকে ৮ জনের একটি দল গরু পারাপারের চেষ্টা করতে থাকে। শনিবার (০১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ওই দলের মধ্যে রবিউল ও শহিদুল সীমান্তে যায়। এ সময় ভারতীয় ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দলের সদস্যরা ভারত-বাংলাদেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবিউল ইসলাম কোমড়ের নিচে গুলিবিদ্ধ হয় ও পেটের নারি-ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় শহিদুলকে আহতাবস্থায় তাঁর সঙ্গীরা উদ্ধার করে রাতই রংপুরে নিয়ে যায়।  বর্তমানে রংপুরের একটি হাসপাতালে গোপনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহত রবিউলের লাশ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শহিদুল রংপুরে চিকিৎসাধীন বলে শুনেছি। বর্ডারগার্ড বাংলাদেশ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম মাহবুবুল আলম খান ও উপঅধিনায়ক মেজর নাজমুস সাকিব- সীমান্তে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহতের ব্যাপারে তদন্ত কার্যক্রম কাজ চলমান। ঘটনাস্থলের কাছে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে সকালে পতাকা বৈঠক হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে শমসের নগর ক্যাম্প কমান্ডার বেলাল হোসেন ও ভারতের পক্ষে চেনাকাটা ক্যাম্প কমান্ডার বারোরাম শিং -এর নের্তৃত্বে সভা হয়। সভার আলোচীত বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু