৫ ঘন্টা আন্দোলনে শেকৃবির শিক্ষার্থীরা,তবুও দেখা মেলেনি ভিসির

আবাসিক হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মারিয়া রহমানের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ক্লাস-পরীক্ষার চাপ কমানোসহ সাত দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদল। তবে তদন্তের ফলাফলের নির্দিষ্ট অথবা আনুমানিক তারিখ না জানানোয় এবং উপাচার্যের সামনে না আসায় আন্দোলন থেকে সরতে নারাজ শিক্ষার্থীরা।
রবিবার (২ এপ্রিল) পূর্ব ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে উপাচার্য বরাবর জমা দেন তাদের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদল উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়ার দপ্তরে স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়ে আসলেও সরাসরি উপাচার্যের বক্তব্য না পাওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।
উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের সামনে না আসার ব্যাপারে ছাত্রপরামর্শক প্রফেসর ড. ফরহাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা প্রশাসনিক কাঠামো আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বাজে একটা প্র্যাক্টিস হয়ে গেছে ছোট-বড় সব কিছু ভিসি পর্যন্ত যেতে হয়। প্রশাসনিক কাঠামো অনুযায়ী এসব বিষয় দেখা উচিত।
উপাচার্যের সাথে প্রতিনিধিদলের বৈঠকের পর বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি আন্দোলনকারীদের চলে যেতে বললেও সাধারণ শিক্ষার্থীরা তাতে সাড়া না দিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে গেছে, তারা ছাত্রলীগের এমন আচরণে অসন্তুষ্ট।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমরা রোজা রেখে সকাল থেকে প্রায় ৫ ঘন্টা দাঁড়িয়ে আছি। ভিসি স্যার আমাদের দাবির বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন সেটি অল্প সময়ের জন্য এসে আমাদের জানাতে পারতেন। কিন্তু তিনি একবারের জন্যও আমাদের সামনে আসেননি। তিনি না আসা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, আমরা প্রতিনিধিদলের মাধ্যমে জানতে পেরেছি যে, প্রশাসন মারিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে। একই সাথে শিক্ষার্থীদের অন্যান্য একাডেমিক কার্যক্রম সংক্রান্ত দাবিগুলো বিবেচনায় কমিটি গঠন করবেন বলেছেন। তবে এসব কমিটি কবে নাগাদ আমাদের দাবি বিবেচনায় আনতে পারবে সে ব্যাপারে কোন সুস্পষ্ট ধারণা দিতে পারেনি।
উপাচার্য ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় আলাদা কমিটি গঠন করবো। মারিয়ার মৃত্যু নিয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একাডেমিক মিটিং এবং তার পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করবো। তবে এটি অনেক লম্বা প্রক্রিয়া হওয়ায় এখনই কোন নির্দিষ্ট বা আনুমানিক তারিখ জানাতে পারছিনা।
গত ২৩ মার্চ আবাসিক হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়া মারিয়া রহমান নামের এক শিক্ষার্থীকে নিয়ে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি
Link Copied