ইবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষক আহত, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা
বাসে সিট ধারাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালেন আইন ও আল ফিকাহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের দুই গ্রুপ। ঘটনাস্থলে মধ্যস্থতা করতে গিয়ে আহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ও শিক্ষক। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হন শিক্ষার্থীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের “দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই; শিক্ষা সন্ত্রাস এক সাথে চলে না; আমাদের আন্দোলন, চলছে চলবে; শিক্ষকদের অপমান, সইবে নারে ইবিয়ান; প্রক্টর স্যার আহত কেন, প্রশাসনের জবাব চাই; মোস্তাফিজ স্যারের ওপর হামলা কেন, প্রশাসনের জবাব চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতদূর গিয়েছে, আমাদের সম্মানিত শিক্ষকমন্ডলী দীর্ঘ সময় পরিশ্রম করে তাদের মধ্যে একটা মীমাংসা করেছে। পরে দুই পক্ষ মীমাংসা মেনে নিয়েছে। কিন্তু বাহিরে আসার পর যখন আমাদের শিক্ষকেরা মীমাংসাটা সাধারণ শিক্ষার্থীদের কাছে জানিয়ে দিতে চাচ্ছে তখন কাদের ইন্ধনে, কাদের পরামর্শে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও মোস্তাফিজ স্যারসহ আমাদের ছাত্রদের উপর হামলা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত আমরা চাই। এই চব্বিশের প্রশাসন ছাত্রদের রক্ত দিয়ে অর্জিত প্রশাসন। সুতরাং ছাত্রদের অধিকার আদায়ের জন্য, ছাত্রদের একটা সঠিক সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এই প্রশাসনকে সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখতে হবে।সুতরাং আমরা তাদের সময় নির্ধারণ করে দিয়েছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে কারা আক্রমণ করেছে, কারা হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে বাসে সিট ধরাকে কেন্দ্র করে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রক্টর ও শিক্ষক সহ দুই বিভাগের অনেকে আহত হয়।
এমএসএম / এমএসএম
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল