ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

৪ বছর যাবৎ নেই ম্যানেজিং কমিটি


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-৪-২০২৩ বিকাল ৬:৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রুপসী গ্রামে অবস্থিত স্থল পাকড়াশী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ।  এ স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদান দান করে  আসছিলেন। কিন্ত বিগত ৪ বছর যাবৎ বিদ্যালয়টির কোন কমিটি না থাকায় ও প্রধান শিক্ষক শাহ আলম নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শাহ আলমসহ শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে আসেননা ছাত্র-ছাত্রীদের পাঠদানের প্রতি শিক্ষকদের মনোযোগ নেই, অধিকাংশ দিন নির্দিষ্ট  সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি দেয়া হয় এতে করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান অনেক খারাপ হয়ে গেছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের ছেলে-মেয়েদের অন্যত্রে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থার কারনে পূর্বের চেয়ে অনেক ছাত্র-ছাত্রী কমে গেছে। বিদ্যালয়ের এমন পরিস্থিতির কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায় স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা এলাকার শিক্ষিত, সমাজসেবক ও সকলের গ্রহণযোগ্য ব্যাক্তি জাকারিয়া তৌহিদ তমালকে সভাপতি করে কমিটি করার জন্য প্রধান শিক্ষক বরাবর ডিও লেটার প্রদান করলেও প্রধান শিক্ষক শাহ আলম এমপি মহোদয়ের ডিওলেটার উপেক্ষা করে স্বল্প শিক্ষিত আব্দুল খালেক ভূইয়াকে সভাপতি করে একটি কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করেছে বলে এমন অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে প্রধান শিক্ষক শাহ আলম বলেন,  এমপির  একটি ডিও লেটার আমি পেয়েছি কিন্তু তিনি আমাকে ডাকেন নাই বা ফোন ও করেন নাই। এমপি ডিও দিলেই যে সে অনুযায়ী কাজ করতে হবে তার কোনো মানে আছ? আমার স্কুল চলবে আমার মত করে। অশিক্ষিত বা সুশিক্ষিত এমন কোনো নিয়ম নীতিমালা আমাদের নেই৷ তাই আমি এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে পরামর্শক্রমে খালেক নামের একজনকে দিয়ে এ্যাডহক কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করেছি।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম  শাহাদৎ হোসেন জানান, বিষয়টি জানার পরে আমি প্রধান শিক্ষককে এমপি মহোদয়ের ডিওলেটার অনুযায়ী এ্যাডহক কমটি করার পরামর্শ প্রদান করি, এবং পরামর্শ প্রদানের জন্য আমার সাথে সাক্ষাৎ করতে বলি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ না করে আমাকে জানান এমপি মহোদয়ের ডিওলেটার প্রদানের পূর্বেই আমি কমিটি অনুমোদনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে প্রেরণ করেছি। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও

ঝিনাইদহে ভাঙা রাস্তা মেরামতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগ

যশোর-খুলনা মহাসড়কে প্রাণঘাতী সংঘর্ষ, চিকিৎসক সহ নিহত-২

চাঁদপুরে যান চলাচলের নিয়ম না মেনে চালকদের বিক্ষোভ, যাত্রীদের ভোগান্তি