৪ বছর যাবৎ নেই ম্যানেজিং কমিটি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রুপসী গ্রামে অবস্থিত স্থল পাকড়াশী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ। এ স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদান দান করে আসছিলেন। কিন্ত বিগত ৪ বছর যাবৎ বিদ্যালয়টির কোন কমিটি না থাকায় ও প্রধান শিক্ষক শাহ আলম নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয় পরিচালনা করে আসছেন। এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শাহ আলমসহ শিক্ষকরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে আসেননা ছাত্র-ছাত্রীদের পাঠদানের প্রতি শিক্ষকদের মনোযোগ নেই, অধিকাংশ দিন নির্দিষ্ট সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি দেয়া হয় এতে করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান অনেক খারাপ হয়ে গেছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের ছেলে-মেয়েদের অন্যত্রে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থার কারনে পূর্বের চেয়ে অনেক ছাত্র-ছাত্রী কমে গেছে। বিদ্যালয়ের এমন পরিস্থিতির কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায় স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা এলাকার শিক্ষিত, সমাজসেবক ও সকলের গ্রহণযোগ্য ব্যাক্তি জাকারিয়া তৌহিদ তমালকে সভাপতি করে কমিটি করার জন্য প্রধান শিক্ষক বরাবর ডিও লেটার প্রদান করলেও প্রধান শিক্ষক শাহ আলম এমপি মহোদয়ের ডিওলেটার উপেক্ষা করে স্বল্প শিক্ষিত আব্দুল খালেক ভূইয়াকে সভাপতি করে একটি কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করেছে বলে এমন অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে প্রধান শিক্ষক শাহ আলম বলেন, এমপির একটি ডিও লেটার আমি পেয়েছি কিন্তু তিনি আমাকে ডাকেন নাই বা ফোন ও করেন নাই। এমপি ডিও দিলেই যে সে অনুযায়ী কাজ করতে হবে তার কোনো মানে আছ? আমার স্কুল চলবে আমার মত করে। অশিক্ষিত বা সুশিক্ষিত এমন কোনো নিয়ম নীতিমালা আমাদের নেই৷ তাই আমি এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গের সাথে পরামর্শক্রমে খালেক নামের একজনকে দিয়ে এ্যাডহক কমিটি অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে প্রেরণ করেছি।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদৎ হোসেন জানান, বিষয়টি জানার পরে আমি প্রধান শিক্ষককে এমপি মহোদয়ের ডিওলেটার অনুযায়ী এ্যাডহক কমটি করার পরামর্শ প্রদান করি, এবং পরামর্শ প্রদানের জন্য আমার সাথে সাক্ষাৎ করতে বলি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ না করে আমাকে জানান এমপি মহোদয়ের ডিওলেটার প্রদানের পূর্বেই আমি কমিটি অনুমোদনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে প্রেরণ করেছি।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ইমাম সম্মেলন
জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ
ক্রান্তিলগ্নে পরিত্রাণকারী হিসেবে রাজনীতিতে জিয়ার আবির্ভাব: দীপ্তি-শাহেদ