ডানকান পাহাড় ধ্বংস করে স্যানমারের ২৫ তলা টাওয়ার!
নগরের ষোলশহর বন গবেষণা ইনস্টিটিউটের ডানকান পাহাড় কেটে ২৫ তলার দুইটি টাওয়ার নির্মাণ কাজ করছে সানমার প্রপার্টিজ। এজন্য কাটা হয়েছে শতাধিক গাছ ও পাহাড়ের পাদদেশ থেকে মাটি। পাহাড়ের জীববৈচিত্র ধ্বংস করে টাওয়ার নির্মাণের তোরজোর চললেও পরিবেশ অধিদপ্তর, সিডিএ ও বনবিভাগসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতির তোয়াক্কা করেনি খ্যাতনামা আবাসন কোম্পানি সানমার প্রপার্টিজ। অপরদিকে ডানকান পাহাড় এলাকায় পাহাড় ও গাছকাটা এবং বহুতল ভবন নির্মাণের সকল কার্যক্রমের ওপর ৩ মাসের স্থগিতাদেশ দিয়েছিল হাইকোট।
বন গবেষণা ইনস্টিটিউটের আওতাধীন জীববৈচিত্র্যগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাটির ডানকান পাহাড় গত এক বছর ধরে স্যানমার প্রপার্টিজ বহুতল ভবন নির্মাণের জন্য প্রস্তত করে তুলছে। বিষয়টি নিয়ে সৃুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রামের বাসিন্দা সজল মল্লিক হাইকোর্টে একটি রিট করেন। গত ২ ফেব্রুয়ারি রিট আবেদনে শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ ডানকান পাহাড় এলাকায় পাহাড় ও গাছকাটা এবং বহুতল ভবন নির্মাণের সকল কার্যক্রমের ওপর তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেন। এছাড়া অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে পরিবেশ অধিদফতরের অনুমতি ছাড়া পাহাড় এবং গাছ কেটে বহুতল নির্মাণ বন্ধে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং পরিবেশ রক্ষায় অবৈধ পাহাড় কাটা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। গত ২ এপ্রিল এ স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে।
সম্প্রতি ডানকান হিলে গিয়ে দেখা যায়, ডানকান হিলে বেষ্টনী দিয়ে পাহাড়ের পাদদেশে নির্মাণ কাজ করছে শ্রমিকরা। পাহাড়টি সম্পূর্ণ ন্যাডা করে ফেলা হয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে শত শত গাছ কাটা হয়েছে। পাদদেশের মাটি কেটে সমতল করা হয়েছে। এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন দিনরাত পাহাড়া দিচ্ছে এলাকাটি।
জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বখতেয়ার নূর সিদ্দিকী বলেন, কেউ যদি বেশি গাছ কাটে তখন অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হয় এবং এর সঠিক কারণ অবহিত করতে হয়। তবে স্যানমার আমাদের কাছ থেকে কোনো অনুমোদন নেয়নি।
সিডিএ সূত্রে জানা যায়, ডানকান হিলে ২৫ তলা ভবনের অনুমোদন দিয়েছিল নগর উন্নয়ন কমিটি। তবে ২০১৩ সালের দিকে দেওয়া সেই অনুমোদন ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। অনুমোদনে তিন বছরের মধ্যে কাজ শুরু করার শর্ত থাকে।
সিডিএ’র প্রধান প্রকৌশলী ও নগর উন্নয়ন কমিটির সদস্য সচিব কাজী হাসান বিন শামস জানান, ‘তিন বছরের মধ্যে কাজ শুরু না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন বাতিল হয়ে যায়।’
সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহীনুল ইসলাম খান বলেন, ‘নগর উন্নয়ন কমিটি ২৫ তলার দুই ভবনের অনুমোদন দিয়েছে। তবে এই দুই ভবনের কারণে এলাকার পরিবেশ ও প্রতিবেশগত অবস্থা শঙ্কটাপন্ন হবে।
গত বছরের শেষের দিকে ডানকান হিল এলাকার ২৪ জন বাসিন্দা পরিবেশ অধিদপ্তরের পরিচালকের কাছে স্যানমারের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক প্রকল্প এলাকা পরিদর্শন করেন। গত ১১ জুলাই পুনরায় মোহাম্মদ ফয়সল, নূরুল আবছার, গিয়াস উদ্দিন,সোহেল রানাসহ ৮ ব্যক্তি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে অভিযোগ করেন। তারা বলছেন, ডানকান হিলে পাহাড় কাটা হচ্ছে, জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে।
এ বিষয়ে মিয়া মাহমুদুল হক বলেন, ‘পাহাড়ের এই জায়গাটি জীববৈচিত্র্যগতভাবে খুবই সমৃদ্ধ এলাকা ছিল। কিন্তু তারা এখানকার গাছগুলো কেটে পাহাড়টিকে নষ্ট করেছে। এই স্থানে তারা (স্যানমার) দুটি বহুতল ভবন নির্মাণ করবে। কিন্তু ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমোদন বা ছাড়পত্র নেয়নি।
গাছ কাটার বিষয়টি স্বীকার করে স্যানমার প্রপার্টিজের ম্যানেজার (এডমিন) মাইনুল হক বলেন গাছগুলো আমাদের নিজেদের। এগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কেটেছি। পাহাড় কাটার বিষয়ে পাহাড়ের পাদদেশে আংশিক কাটা হয়েছে আর পরিবেশের অনুমতিও হয়েছে তবে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ছাড়পত্রটা আমাদের হাতে আসেনি। আমরা মুল পাহাড় কাটিনি। পরিবেশের ছাড়পত্র হাতে না পেয়ে এভাবে কাজ করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন ওরা (পরিবেশ অধিদফতর) আমাদের বলেছে আদালতের স্ট্রে রহিত করার পর দিবে। সিডিএ’র নকশা অনুমোদনটির সময় বাড়ানো হয়েছে জানিয়ে বলেন সিডিএ আমাদের আরো ২০ মাস সময় দিয়েছে,হাত আরো ৭/৮ মাস সময় আছে এরমধ্যে কাজ এগিয়ে যাবে।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত