ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শাহজালালে ৫টি সোনারবার ও ৫০টি স্বর্ণের চেইনসহ ক্যাবের গাড়ি চালক আটক


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৪-৪-২০২৩ দুপুর ৩:৫১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের গাড়ি চালক সালেহকুজ্জামানকে ৫টি সোনারবার ও ৫০টি স্বর্ণের চেইনসহ আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শুক্রবার ( ১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। 

তিনি জানান, ড্রাইভার সালেকুজ্জামান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ নাম্বার গেইট ব্যবহার করে টার্মিনালের ভেতরে প্রবেশ করেন। এরপর ১ নাম্বার লাগেজ বেল্টের টয়লেট থেকে সোনার বার এবং স্বর্ণের চেইনগুলো সংগ্রহ করেন। অতঃপর এই স্বর্ণগুলো নিয়ে কাস্টমসের গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় তার আচরণ এবং মুভমেন্ট দেখে এপিবিএনের গোয়েন্দা দলের সন্দেহ হয়। গ্রীন চ্যানেল পেরিয়ে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। 

জিয়াউল হক আরও জানান, এপিবিএনের অফিসে এনে ক্যাবের গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন এবং পরবর্তীতে তিনি সোনা চোরাচালানের কথা স্বীকার করেন। এরপর তার শরীর তল্লাশী করলে তিনি নিজ হাতেই স্বর্ণের প্যাকেটগুলি বের করে দেন। সোনারবারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিলো এবং স্বর্ণের চেইনগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিলো। ৫টি সোনার বার (৯৯.৯৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। সোনার বারগুলির ওজন ৪৯৯.৬২ গ্রাম, স্বর্ণের চেইন এবং ব্রেসলেটের ওজন ৩২৩.৯০ গ্রাম। সবমিলে ৮২৩.৫২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৮২ লাখ টাকা। 

জিয়াউল হক জানান, ঈদকে সামনে রেখে চোরাচালানের চক্রটি বিমানবন্দরে সক্রিয় হয়েছে বলে, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন গত ১২ এপ্রিল থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে অভিযানের তৃতীয় দিনে এই স্বর্ণ উদ্ধার করা হয়। গত ১২ এপ্রিল অভিযান শুরুর প্রথম দিনেও প্রায় ১ কেজি সোনা, ১০৭ টি মোবাইল, বিপুল পরিমান সিগারেট ও শুল্কযোগ্য কসমেটিকস উদ্ধার করে এপিবিএন। এই অভিযান আরো জোরদার করা হবে। জিয়াউল হক আরো জানান যে, উদ্ধার হওয়া সোনার বার এবং স্বর্ণের চেইনের বিষয়ে ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ