বগুড়ার শেরপুরে সরকার দলীয় দুপক্ষের সংঘর্ষ
বগুড়ার শেরপুরে আওয়ামীলীগের পৌর এবং উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। ১৪ এপ্রিল শুক্রবার রাত ৯টায় মুন ইরাফি গার্ডেন সিটির সামনে উভয়পক্ষের সংঘর্ষে একজন আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সরেজমিনে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মুন ইরাফী মার্কেটের সামনে আসেন। এ সময় তাদের ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী ছিলেন। এর কিছুক্ষণ পরে স্থানীয় এমপির ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের নেতৃত্বে বেশ কিছু আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী একই মার্কেটের পূর্ব দিকের গেটে অবস্থান নেন। এর পর উভয় পক্ষের নেতা-কর্মীরা সমবেত হয়ে মারমুখী অবস্থান নেন। খবর পেয়ে শেরপুর থানার পুলিশ এসে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। এক সময় লোডশেডিংয়ের কারণে এলাকা অন্ধকারাচ্ছন্ন হলে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পরে। এতে শেরপুর পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য আহসান হাবীব সুজন (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। পুলিশ তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ‘আমরা প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ওই মার্কেটের দোতালায় বসে ছিলাম। এ সময় স্থানীয় এমপির ছেলে আসিফের নেতৃত্বে যুবলীগের কিছু নেতা-কর্মী মার্কেটের গেটে অবস্থান নেয়। মূলত তারা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার অপচেষ্টা করছে।’অপরদিকে সংসদ সদস্যের পক্ষের লোকজনের দাবি বর্তমান আওয়ামী লীগের উপজেলা ও পৌর কমিটি অবৈধ। সম্প্রতি ছাত্রলীগের ঘোষিত কমিটিও অবৈধ। তাই তারা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন।
একপক্ষের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাব খাঁটিয়ে একতরফা আওয়ামী লীগের উপজেলা ও পৌর কমিটি গঠন করেছেন। সেখানে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। তাই আমরা অবৈধ কমিটির নেতাদের অবরুদ্ধ করে রেখেছি।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার দৈনিক সকালের সময় কে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক