ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পাটগ্রামে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৬-৪-২০২৩ দুপুর ২:৮
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার অভাবে এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে। অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের উপযুক্ত চিকিৎসাসেবার অভাবে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় প্রসূতি খুকু মনি রায় পম্পার (২৪)। মৃত প্রসূতির স্বজনদের নিয়ে গোপনে একাধিক বৈঠক করে আত্মগোপনে অভিযোগ ঠেকাতে/ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে হসপিটাল কর্তৃপক্ষ। কয়েকবার হসপিটালটিতে গিয়ে কোন কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। 
 
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট এলাকার তাপস রায়ের সাথে ২ বছর আগে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন ও জোংড়া গ্রামের হিতিস চন্দ্র রায়ের মেয়ে পম্পার বিয়ে হয়। গর্ভ ও প্রসবজনিত কারণে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসে পম্পা। বৃহস্পতিবার সকালে পম্পার প্রসব ব‍্যাথা/বেদনা শুরু হলে স্থানীয়ভাবে চেষ্টার পর সকাল সাড়ে ৯ টার দিকে পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শের জন্য নেওয়া হয়। সেখানকার কর্তৃপক্ষ ও চিকিৎসক গর্ভাবস্থা পরীক্ষা-নিরীক্ষার নামে ২১০০ টাকা নিয়ে জরুরীভাবে অস্ত্রোপচারের কথা বলেন। প্রসূতি ও সন্তানের জীবন রক্ষায় পম্পার স্বামী ও স্বজনেরা অস্ত্রোপচার করতে সম্মত হন। ওইদিন দুপুরে পম্পাকে অস্ত্রোপচার করা হয়। এতে ছেলে সন্তানের জন্ম দেন পম্পা। অস্ত্রোপচারের পর দুই ব্যাগ রক্তও দেওয়া হয়। কিন্তু পম্পার পেটের কাটা অংশ হতে রক্তক্ষরণ হতেই থাকে। দীর্ঘ সময়েও রক্ত বন্ধ করতে না পাওয়ায় পম্পার শরীরের অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ছাড়পত্র দিয়ে জরুরীভাবে রংপুরে চিকিৎসার জন্য নিতে বলে ওই হসপিটাল কর্তৃপক্ষ। স্বজনেরা প্রসূতি শম্পাকে রংপুরে উন্নত চিকিৎসার দেয়ার জন্য রওনা দেন। রাস্তায় নীলফামারীর জলঢাকা সড়কে অবস্থার আরও অবনতি হলে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় পম্পার। এ ঘটনার পর হতেই হসপিটাল কর্তৃপক্ষ আত্মগোপনে রয়েছে। কয়েকবার হসপিটালে গিয়ে ও মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। কোন সার্জন/ চিকিৎসক অস্ত্রোপচার করেছে তাঁর ব্যাপারে কেউ কোনো কিছু জানাতে পারেন নি।  
 
এ হসপিটালের বর্হিবিভাগের চিকিৎসক ডাঃ এম এইচ শিশির চৌধুরী বলেন, ‘এ প্রসূতিকে এখানে সকালে ভর্তি ও অস্ত্রোপচার করা হয়। কোন চিকিৎসক অস্ত্রোপচার করেছে তা জানি না। তবে, প্রসূতির অবস্থা খারাপ দেখে নার্স খবর দিলে আমি গিয়ে দেখি। রোগীর রক্তচাপ নেমে গেছে। কাটা স্থান হতে রক্তক্ষরণ হচ্ছিল। কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সাথে কথা বলে আমি দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিতে বলি। পরে শুনি রংপুরে নেওয়ার পথে এ প্রসূতি মারা যায়।’  
 
পম্পার স্বামী তাপস রায় (২৮) বলেন, ‘আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ছিল। আমি শতভাগ নিশ্চিত এ হসপিটালে চিকিৎসার কমতি থাকার কারণে আমার স্ত্রী মারা গেছে।’
পম্পার ভগ্নিপতি রঞ্জিত চন্দ্র রায় (৪২) বলেন, ‘রোগীর গর্ভাবস্থা ও শিশুর অবস্থান ভালো ছিল। আমরা ভালো চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করাতে বলছি। না হলে রোগীকে রংপুরে নিয়ে যাবো বলেছিলাম। হসপিটালের কর্তৃপক্ষ বলেছিল কোনো সমস্যা নাই। তাঁদের যে চিকিৎসক নাই, সেটা আমাদেরকে বলেনি। কোন চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করেছে তা সঠিক জানিনা। অভিযোগ দিতে চাইছিলাম। আমাদের ইউনিয়নের ইউপি সদস্যের সাথে তাঁরা (হসপিটাল কর্তৃপক্ষ) কথা বলায় দেওয়া হয়নি।’ 
 
জোংড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বিজয় কুমার রায় বলেন, ‘ খবর পেয়ে আমিসহ কয়েকজন বৃহস্পতিবার রাতে হসপিটালে গিয়ে ঘটনা জানতে চাই। এ সময় হসপিটালের কর্তৃপক্ষ বৈঠক করে ঘটনাটি যেন বাড়াবাড়ি বা অভিযোগ দিতে নিষেধ করে। শিশুটির জন্য ১ লাখ টাকা দিবে বলে জানায়। তাঁর পরদিন রাতে এক লাখ টাকা দিয়ে আপোষ মীমাংসা করে হাসপিটাল কর্তৃপক্ষ।    
 
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘প্রসূতি মৃত্যুর ঘটনা জেনেছি। কে অস্ত্রোপচার করেছে সেই চিকিৎসকের বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করতে কর্তৃপক্ষকে জানানো হবে।’

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ