পাটগ্রামে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার অভাবে এক প্রসূতি মায়ের মৃত্যু ঘটেছে। অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের উপযুক্ত চিকিৎসাসেবার অভাবে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় প্রসূতি খুকু মনি রায় পম্পার (২৪)। মৃত প্রসূতির স্বজনদের নিয়ে গোপনে একাধিক বৈঠক করে আত্মগোপনে অভিযোগ ঠেকাতে/ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে হসপিটাল কর্তৃপক্ষ। কয়েকবার হসপিটালটিতে গিয়ে কোন কর্তৃপক্ষকে পাওয়া যায়নি।
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট এলাকার তাপস রায়ের সাথে ২ বছর আগে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন ও জোংড়া গ্রামের হিতিস চন্দ্র রায়ের মেয়ে পম্পার বিয়ে হয়। গর্ভ ও প্রসবজনিত কারণে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসে পম্পা। বৃহস্পতিবার সকালে পম্পার প্রসব ব্যাথা/বেদনা শুরু হলে স্থানীয়ভাবে চেষ্টার পর সকাল সাড়ে ৯ টার দিকে পাটগ্রাম স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শের জন্য নেওয়া হয়। সেখানকার কর্তৃপক্ষ ও চিকিৎসক গর্ভাবস্থা পরীক্ষা-নিরীক্ষার নামে ২১০০ টাকা নিয়ে জরুরীভাবে অস্ত্রোপচারের কথা বলেন। প্রসূতি ও সন্তানের জীবন রক্ষায় পম্পার স্বামী ও স্বজনেরা অস্ত্রোপচার করতে সম্মত হন। ওইদিন দুপুরে পম্পাকে অস্ত্রোপচার করা হয়। এতে ছেলে সন্তানের জন্ম দেন পম্পা। অস্ত্রোপচারের পর দুই ব্যাগ রক্তও দেওয়া হয়। কিন্তু পম্পার পেটের কাটা অংশ হতে রক্তক্ষরণ হতেই থাকে। দীর্ঘ সময়েও রক্ত বন্ধ করতে না পাওয়ায় পম্পার শরীরের অবনতি হতে থাকে। অবস্থা বেগতিক দেখে ছাড়পত্র দিয়ে জরুরীভাবে রংপুরে চিকিৎসার জন্য নিতে বলে ওই হসপিটাল কর্তৃপক্ষ। স্বজনেরা প্রসূতি শম্পাকে রংপুরে উন্নত চিকিৎসার দেয়ার জন্য রওনা দেন। রাস্তায় নীলফামারীর জলঢাকা সড়কে অবস্থার আরও অবনতি হলে স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় পম্পার। এ ঘটনার পর হতেই হসপিটাল কর্তৃপক্ষ আত্মগোপনে রয়েছে। কয়েকবার হসপিটালে গিয়ে ও মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। কোন সার্জন/ চিকিৎসক অস্ত্রোপচার করেছে তাঁর ব্যাপারে কেউ কোনো কিছু জানাতে পারেন নি।
এ হসপিটালের বর্হিবিভাগের চিকিৎসক ডাঃ এম এইচ শিশির চৌধুরী বলেন, ‘এ প্রসূতিকে এখানে সকালে ভর্তি ও অস্ত্রোপচার করা হয়। কোন চিকিৎসক অস্ত্রোপচার করেছে তা জানি না। তবে, প্রসূতির অবস্থা খারাপ দেখে নার্স খবর দিলে আমি গিয়ে দেখি। রোগীর রক্তচাপ নেমে গেছে। কাটা স্থান হতে রক্তক্ষরণ হচ্ছিল। কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সাথে কথা বলে আমি দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিতে বলি। পরে শুনি রংপুরে নেওয়ার পথে এ প্রসূতি মারা যায়।’
পম্পার স্বামী তাপস রায় (২৮) বলেন, ‘আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ ছিল। আমি শতভাগ নিশ্চিত এ হসপিটালে চিকিৎসার কমতি থাকার কারণে আমার স্ত্রী মারা গেছে।’
পম্পার ভগ্নিপতি রঞ্জিত চন্দ্র রায় (৪২) বলেন, ‘রোগীর গর্ভাবস্থা ও শিশুর অবস্থান ভালো ছিল। আমরা ভালো চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করাতে বলছি। না হলে রোগীকে রংপুরে নিয়ে যাবো বলেছিলাম। হসপিটালের কর্তৃপক্ষ বলেছিল কোনো সমস্যা নাই। তাঁদের যে চিকিৎসক নাই, সেটা আমাদেরকে বলেনি। কোন চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার করেছে তা সঠিক জানিনা। অভিযোগ দিতে চাইছিলাম। আমাদের ইউনিয়নের ইউপি সদস্যের সাথে তাঁরা (হসপিটাল কর্তৃপক্ষ) কথা বলায় দেওয়া হয়নি।’
জোংড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য বিজয় কুমার রায় বলেন, ‘ খবর পেয়ে আমিসহ কয়েকজন বৃহস্পতিবার রাতে হসপিটালে গিয়ে ঘটনা জানতে চাই। এ সময় হসপিটালের কর্তৃপক্ষ বৈঠক করে ঘটনাটি যেন বাড়াবাড়ি বা অভিযোগ দিতে নিষেধ করে। শিশুটির জন্য ১ লাখ টাকা দিবে বলে জানায়। তাঁর পরদিন রাতে এক লাখ টাকা দিয়ে আপোষ মীমাংসা করে হাসপিটাল কর্তৃপক্ষ।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘প্রসূতি মৃত্যুর ঘটনা জেনেছি। কে অস্ত্রোপচার করেছে সেই চিকিৎসকের বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করতে কর্তৃপক্ষকে জানানো হবে।’
এমএসএম / এমএসএম
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Link Copied