চট্টগ্রামে খেয়াঘাটে চাঁদাবাজি: তদন্তে গিয়ে হেনস্তার শিকার চসিকের পরিদর্শক
চট্টগ্রামের বাকলিয়া ক্ষেতচরঘাট ১৪৩০ বঙ্গাব্দের ইজারাদারের বিরুদ্ধে চসিকের (চট্টগ্রাম সিটি কর্পোরেশন) অনুমতি ব্যাতিত ঘাট তৈরি, মাঝিদের থেকে প্রতিজনে দশ হাজার টাকা চাঁদা আদায় ব্যতিত নৌ-চলাচল বন্ধ করার হুমকির অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। লিখিত অভিযোগের তদন্ত করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিদর্শনক। অপ্রীতিকর ঘটনা এড়াতে তদন্ত কাজ শেষ না করেই চলে এসেছেন বলে জানা গেছে।
জানা যায়, গত ১২ এপ্রিল বাকলিয়া থানাধীন ক্ষেতচর এলাকার ঘাটের ধরণ পরিবর্তন, অন্যায়ভাবে মোটা অংকের চাঁদা দাবির বিষয় উল্লেখ করে মাঝি কর্তৃক চসিক মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন । অভিযোগ অনুযায়ী জানা যায়, "বাকলিয়া থানা মৎস্য শিকারি জেলে শ্রমিক ইউনিয়নের " জেলেদের আবেদনের প্রেক্ষিতে জনগনের সুবিধার বিবেচনায় ২০২২ সালে একটি ঘাট তৈরির অনুমতি দেয় চসিক। ১৪২৯ বঙ্গাব্দে মাঝিদের আর্থিক সহযোগিতায় তৎকালীন ইজারাদার ঘাটের অবকাঠামো এবং যাতায়াত রাস্তার নির্মাণে যাত্রী পারাপারের ব্যাবস্থা করেন৷ সেই মর্মে পরবর্তী ইজারাদার ঘাট নির্মাণ কিংবা রাস্তা নির্মানে মাঝিদের থেকে টাকা নিবেনা বলে নিশ্চিত করেন সে সময়ের দায়িত্বপ্রাপ্ত ইজারাদার মোহসীন। তাই ব্যায়ভারের অর্ধেক অংশ বহন করেন মাঝিরা।
কিন্তু ১৪৩০ বাংলা সনের নতুন ইজারাদার জসিমউদ্দীন চসিকের নির্ধারিত ঘাট বন্ধ করে নতুন ঘাট তৈরির করে দশ হাজার টাকা করে চাঁদা দাবী করছে। দশ হাজার টাকা চাঁদা না দিলে ঘাটে নৌকা চালাতে দিবেনা বলে হুমকির দেন নতুন ইজারাদার। তাই বৌ বাচ্চা নিয়ে বেঁচে থাকার সুযোগ চেয়ে মেয়রের শরণাপন্ন হয়েছেন মাঝিরা।
মাঝিদের জমা দেওয়া অভিযোগের তদন্ত করতে মঙ্গলবার (১৮ই এপ্রিল) পরিদর্শনে যান চসিক সার্ভেয়ার সুজন চৌধুরী। এসময ইজারাদারের লোকজনের রোষানলে পড়ে ফিড়েন। এবিষয়ে তিনি মুঠোফোনে বলেন, মেয়র মহোদয়ের দপ্তর থেকে অভিযোগের উত্তর এখনো আসে নাই । রিসিভিং কপির প্রেক্ষিতে স্যার বলেছে পরিদর্শনে যেতে। পরিদর্শনে গিয়ে বর্তমান ইজারাদারের খারাপ ব্যাবহার ও দুপক্ষের ঝগড়ায় ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশে চলে আসি ।
পরিদর্শন শেষে তিনি আরও বলেন, নতুন ইজারাদার ঘাটকে ভিন্ন জায়গায় স্থানান্তর করেছেন এবং মাঝিদের কাছে সাড়ে সাত হাজার টাকা করে দাবি করছেন । চসিকের নির্দিষ্ট ঘাটকে স্থানান্তরের বিষয়ে রাস্তা সরু হয়ে যাওয়ার কথা বলছেন তারা। নতুন ঘাট করার জন্য কোনো ধরনের অনুমতি নিয়েছে কি-না তা আমার জানা নেই।
নতুন ইজারাদারদের তৈরি ঘাটে গিয়ে কর্তৃপক্ষকে না পেলে ফোনে যোগাযোগ করি এবং চসিক অনুমোদিত পুরাতন ঘাটে চলে আসি। সেসময় মাঝিদের সাথে অভিযোগ প্রসঙ্গে কথা বলার সময় মোবাইলে ভিডিও ধারণ করতে দেখি একটা ছেলেকে। তখন তাকে জিজ্ঞেস করি ভিডিও কেনো করছে? উত্তরে অসাধু ব্যবহারে সে বলে, আপনি কেনো কথা বলছেন? আপনি এখানে কেনো এসেছেন? আপনি কে? - আমি ঘাট নিয়েছি। আপনি আমার ওখানে(নতুন ঘাটে) না গিয়ে এখানে কেনো এসেছেন?
উত্তরে বলি,আমি আপনাদের নতুন ঘাটে গিয়েছিলাম,আপনি না থাকায় মাঝিদের কথা শুনতে এখানে এসেছি। আমাকে দুপক্ষেরই কথা শুনতে হবে। ওই সময় উভয় পক্ষের মাঝে বাড়াবাড়ি ও ঝগড়া বিবাদ শুরু হয়। তখন আমি স্যারের সাথে কথা বলে ওখান থেকে চলে আসি।
এ বিষয়ে বাকলিয়া ক্ষেতচর ঘাটের ১৪২৯ বাংলা সনের দ্বায়িত্বপ্রাপ্ত ইজারাদার সকালের সময়কে বলেন, ঘাট পরিচালনা করার জন্য তাদের মন-মানসিকতা দেখছিনা, তারা উগ্র মেজাজের। তারা পুরাতন ঘাট বন্ধ করতে পরিকল্পিত ভাবে রাস্তাটা সরু করছে। পরবর্তীতে বর্তমান ইজারাদার সিটি কর্পোরেশনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই নতুন ঘাট তৈরি করেছে। যা সিটি কর্পোরেশন থেকে পরিদর্শনে এসে আজকেই জেনেছে। পরিদর্শন শেষে সার্ভেয়ার সুজন স্যার বলেছেন, "নতুন ঘাটটি অবৈধ এবং সেটি ভেঙে ফেলা হবে।" এর আগেও একটা ঘাট তারা করেছিলো, পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেটা বন্ধ করা হয়।
এই ঘাটের প্রথম ইজারাদার আমার বন্ধু ইসমাইল এবং আমি। বন্দরের কাজের জন্য প্রায় দশ মাস ঘাটে কাজ করতে পারিনি। পরবর্তীতে ঘাটটি ব্যাবহারের উপযোগী করে তুলি। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে ঘাট নিয়েছি কিন্তু সেটায় কার্যক্রম করতে পারিনি। তাই ক্ষতিপূরণ দাবি করেছি কিংবা এক বছর মেয়াদ বাড়িয়ে দেওয়ার জন্য বলেছি। দ্বায়িত্বকালে সম্পূর্ণ রাজস্ব সিটি কর্পোরেশনকে দিয়েছি। কিন্তু আমার ক্ষতিপূরণের জন্য আবেদন করলেও কোনো উত্তর পাইনি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা
Link Copied