নোমানকে জেতাতে মরিয়া দলীয় নেতা-কর্মীরা
চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশ আংশিক) উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের নৌকা প্রতীককে জেতাতে মরিয়া হয়ে কাজ করছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পবিত্র রামজান মাসে রোজা রেখে গণসংযোগ ও পথসভায় সময় কাটাচ্ছেন তারা।
ভোটারদের আকৃষ্ট করতে তাদের কাছে গিয়ে সরকার ও দলের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোট চাইছেন। তবে দলীয় গ্রুপিং এর ফলে কিছু নেতা কর্মী নিস্ক্রিয় রয়েছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রার্থী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত থাকায় নৌকাকে জেতাতে এই গ্রুপের নেতাকর্মীরা বেশি সময় দিচ্ছেন। তুলনামুলক কম সময় দিচ্ছেন অন্য গ্রুপের নেতাকর্মীরা।
ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পিপি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর নেতৃত্বে একদল আইনজীবি, নগর যুবলীগের সভাপতি প্রার্থী ও ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, নগর যুবলীগ নেতা শাহেদ হোসেন টিটু, সাইফুল আলম লিমনসহ অনেকে।
নিয়মিত প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটানো নগর যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটু বলেন, নোমান আল মাহমুদ ভাই নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আর নৌকা কারো ব্যক্তিগত মার্কা নয়, এটা দলীয় প্রতিক। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার নেতৃত্বে উনাকে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আমাদের উচিত ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালিয়ে নৌকা প্রতীক নোমান ভাইকে তথা আওয়ামী লীগকে জেতানো। তবে কতিপয় তো আছে যাদের কাছে দলের চেয়ে ব্যক্তি বড়, তাদের কাজে মনে হয় ভোট চাইতে লজ্জা পাচ্ছে। তাতে আমরা বিচলিত নই। আমরা যথেষ্ঠ জনসমর্থন লক্ষ্য করছি। আশা করি বিপুল ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীক বিজয় হবে।
চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের তৈরি করা ভ্রাম্যমান নৌকা ও নেতাকর্মীর বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম খোকন, মোটর চালক লীগের মিজানুর রহমান। ভ্রাম্যমান নৌকা নিয়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণের পাশাপাশি প্রচার করছেন সরকারের উন্নয়ন কার্মকান্ড ও নৌকা প্রতিকের জন্য ভোট চাইছেন।
এব্যপারে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দেশের উন্নয়ন করেছে তা জনগণ কখনো ভুলবেনা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকাকেই ভোট দিবে। আর আমার নেতা আ.জ.ম. নাছির একজন সফল রাজনৈতিক ব্যক্তি। বিগত সময়ে সকল নির্বাচনে তিনি ভালো রেজাল্ট উপহার দিতে সক্ষম হয়েছেন। আশা করি এবারও ব্যতিক্রম হবেনা।
এব্যপারে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনীতি করি। চট্টগ্রামে আ.জ.ম. নাছির উদ্দীন আমার নেতা। যেখানে আমার নেতা দিনরাত পরিশ্রম করছেন নোমান ভাই তথা নৌকাকে জেতানোর জন্য, সেখানে আমরা খুব সামান্য। তবে সরকারের উন্নয়নে মানুষ সন্তুষ্ট ফলে বিপুল ভোটে নোমান ভাইয়ের বিজয় হওয়ার সম্ভবনা দেখছি।
উল্লেখ্য আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ ছাড়াও ইসলামি ফ্রন্টের সেহাব উদ্দীন মুহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি), ইসলামিক ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ ফরিদ (চেয়ার), ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা (আম) ও স্বতন্ত্র প্রার্থী মীর মোহাম্মদ রমজান আলী (একতারা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫