পটিয়ায় নির্বাচনী আলোচনায় আ.লীগে শামশু বিএনপিতে জুয়েল জাপায় সিরাজ
চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কোন দল থেকে কে দলীয় মনোনয়ন পাচ্ছে এ নিয়ে শুরু হয়েছে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ এবং দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা। আলোচনার শীর্ষে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরীর নামে সবার আগে আলোচনায় রয়েছে।
নির্বাচনকে মাথায় রেখে আসন্ন ঈদকে কেন্দ্র করে নেতা কর্মীদের খোঁজ খবর এবং নির্বাচনী এলাকার ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির হয়ে প্রার্থীরা আগাম বার্তা দিয়ে যাচ্ছে ।
জানা গেছে, চট্টগ্রাম শহরের পাশে পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে এই আসনটি এক সময়ে মূলত বিএনটির ঘাঁটি ছিল। বিশেষ করে ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনটি নির্বাচনে তিন লাখ ৯১ হাজার ৪১০ জন বর্তমান ভোটারের এ আসনে বিজয়ী হয় বিএনপি। তবে ২০০৮ সালে শামসুল হক চৌধুরীর হাত ধরে আসনটি আওয়ামী লীগের দখলে আসে। দুই বারের এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলকে হারিয়ে ২০০৮ সালের ওই নির্বাচনে এক লাখ ৩৮ হাজার ৬৯ ভোট পেয়ে বিজয়ী হন শামসুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গাজী শাহজাহান জুয়েল পান ৭৫ হাজার ১৫৬ ভোট। বিএনপিবিহীন ২০১৪ সালের ভোটে জাতীয় পার্টির চেয়ারম্যানের শিল্প বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে এমপি হন সামশুল হক চৌধুরী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সামশুল হক আওয়ামী লীগের শক্ত প্রার্থী। শাসক দল আওয়ামী লীগে এ পর্যন্ত শামসুল হক চৌধুরীর বিকল্প কেউ নেই বলে মনে করলেও মাঠে রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমই-এর সহসভাপতি মোহাম্মদ নাছির, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি চেমন আরা তৈয়ব, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সত্যজিত দাশ রুপু, প্রবাসী আওয়ামী লীগ নেতা ড. জুলকারনাইন জীবন। এর মধ্যে হুইপ ছাড়াও যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম ও বিজিএমইএ সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির নিজস্ব একটি গ্রুপ নিয়ে মাঠে ময়দানে স্বক্রিয় থাকলেও জুললকারনাইন জীবনসহ বাকীদের মাঠ পর্যায়ে তেমন কোন অস্তিত্ব¡ নেই।
এছাড়া বিএনপিতেও একাধিক প্রার্থী মাঠে। দুই বারের এমপি গাজী শাহজাহান জুয়েল ছাড়াও ভোটের মাঠে আছেন দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি ও ব্যবসায়ী নেতা এনামুল হক এনাম, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম. এয়াকুব আলী।
জাতীয় পার্টিতে চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুছফা সরকার, জেলা জাপার সহ সভাপতি জসিমুল আনোয়ার খান। একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছিলেন নুরুছফা সরকার। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান চেয়ারম্যান মাওলানা এমএ মতিন গত সংসদ নির্বাচনে উক্ত আসন থেকে নির্বাচন করলেও এবারও নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্রে জানায়।
আওয়ামী লীগ : এমপি সামশুল হক চৌধুরীর সমর্থকরা বলছেন, পটিয়ায় তিন মেয়াদে বিজয়ী বিএনপি এলাকার যে উন্নয়ন করেছেন তার শতগুণ বেশি উন্নয়ন হয়েছে গত ১৪ বছরে। বর্তমান এমপি প্রধানমন্ত্রীর সুনজরে আছেন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে শামসুল হক হ্যাটট্রিক জয়ের অপেক্ষায়।
জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি বলেন, ‘আমি ১৪ বছরে পটিয়ার প্রতিটি পাড়া মহল্লা স্কুল কলেজ, মসজিদ, মন্দির রাস্তা ঘাটে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। কিছু প্রকল্পের কাজ চলমান আছে। পটিয়া কালার পোল সেতু, কৈগ্রাম সেতু, রাজঘাটা সেতু থেকে শুরু করে বহু সড়ক নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগ ও কানেকটিভিটির ক্ষেত্রে এসব সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পটিয়া উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের দিক থেকে আসনটি বাংলাদেশে রেকর্ড করেছে। আগামী নির্বাচনে মনোনয়ন ও বিজয়ী হলে পটিয়াকে আধুনিক উপজেলায় রূপান্তর করব। জনগণ এবং স্থানীয় আওয়ামী লীগ আমার সঙ্গে আছে। যারা আমার বিরুদ্ধে দলে বিভক্তি সৃষ্টির কথা বলছে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য বলছে। পটিয়ায় তাদের ২ শতাংশ জনসমর্থনও নেই।
দুই বারের এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল বলেন, এখন দেশের মানুষ স্বাষরুদ্ধকর অবস্থায় জীবন যাপন করছে। এ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলায় দিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার এখনো নির্যাতন হয়রানি বন্ধ হয়নি। দলীয় মনোনয়ন নিয়ে চিন্তা করার সময় এখন হয়নি। এখন যে যেভাবে পারে সাংগঠনিক কর্মকান্ডে ঝাপিয়ে পড়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে কাজ করতে হবে। পটিয়ার যত উন্নয়ন দৃশ্যমান তা বিএনপি সরকারের সময় আমার আমলে হয়েছে। বিএনপির সরকারের সময়ে উন্নয়ন বাদ দিয়ে দেখেন বাকী কোথায় কি হয়েছে পটিয়াবাসী খুব সচেতন সব বুঝে বলে তিনি দাবি করেন।
জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সাবকে এমপি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় পার্টির আমলে সারা দেশে উন্নয়ন হয়েছে। এরমধ্য পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ফায়ার সার্ভিস, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পটিয়া পৌরসভা, পটিয়া উপজেলা পরিষদসহ অনেকে বড় বড় কাজ আমার সময়ে হয়েছে। আমার পর যারা এমপি ছিল তারা কি করেছে পটিয়াবাসী খুব ভালো জানেন এবং বুঝেন।
বাংলাদেশ ইমলামী ফ্রেেন্টর চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, একাদশ সংসদ নির্বাচনে সম্মিলতি জাতীয় জোট তথা মহাজোট থেকে আমাকে মনোনয়ন দেয়ার বিয়ষটি শতভাগ নিশ্চিত ছিল, কিছু ষড়যন্ত্রের কারণে মহাজোটের প্রার্থী আমার বিরুদ্ধে নির্বাচনে লড়ছে এবার পটিয়া থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি।
উল্লেখ্য চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বাইরে যেসব প্রার্থীর নাম আলোচনায় রয়েছ তারা হলেন,বাংলাদেশের কমিউস্টি পার্টির সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি এডভোকেট রানাদাশ গুপ্ত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যুগ্ম মহাসচিব এম এ হালিম, বাসদ চট্টগ্রাম জেলার সদস্য স.ম ইউনুচ, জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫