ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১২:১০

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যোগ দেয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি প্রেষণে তিন বছর কর্মরত থাকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধান থাকলে ও তিনি প্রায় ৫ বছর ধরে পদ আকড়ে ধরে আছেন। দীর্ঘদিন একই পদে থাকায় বেপরোয়া হয়ে উঠেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা। পরিদর্শনের নামে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আদায় করছেন মোটা অংকের টাকা। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, একাডেমিক স্বীকৃতি, অতিরিক্ত শ্রেণি খোলা যে কোন বিষয়ে পরিদর্শনে গিয়ে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। টাকা না দিলেন হুমকি ও চরম দূর্ব্যবহারের স্বীকার হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবেদকের কাছে বিদ্যালয় পরিদর্শকের দূর্ব্যবহার ও চাঁদা আদায়ের কথা স্বীকার করেন। গত ২৮ মার্চ বিদ্যালয় বন্ধ থাকাবস্থায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪ টি বিদ্যালয়ে অতর্কিতভাবে পরিদর্শন করে ১ লক্ষ টাকা আদায় করে বিপ্লব গাঙ্গুলি। তার পক্ষে গাড়ির ড্রাইভার এই টাকা সংগ্রহ করেন। চন্দনাইশের শুচিয়া জে আরকে উচ্চ বিদ্যালয় থেকে কমিটি বাবদ ১ লক্ষ টাকা  গ্রহণ করে গত বছরের জুন মাসে। কিন্তু প্রধান শিক্ষক ৫০ হাজার টাকা দিলে তিনি কমিটি দিতে অস্বীকার করেন। এই অবস্থায় এলাকার বিশিষ্টজনেরা এই বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি কোন ব্যবস্থা নেয়নি। চন্দনাইশ উপজেলার খাগরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকতার হোসেনকে গালিগালাজ করে রুম থেকে বের করে দেয় ড. বিপ্লব গাঙ্গুলি। পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানালেও চেয়ারম্যান নীরব ছিল। রাঙামাটির বরকল উপজেলার একটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ৫০ হাজার টাকা আদায় করেন। ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে মাইজভান্ডার আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে ১০ হাজার টাকা নেন। মোটা দাগের অর্থ না পাওয়ায় ক্ষুদ্র অপরাধে তিনি বিদ্যালয়ের কমিটি ভেঙে দেওয়ার হুমকি দেন। চাকতাই গ্রামার স্কুলের পাঠদানের অনুমতি দেওয়ার কথা বলে প্রধান শিক্ষকের কাছ থেকে জোর করে আদায় করেন ১৫ হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগরীর একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, টাকা ছাড়া কিছুই বুঝে না বিপ্লব গাঙ্গুলি। তাকে অফিসে পাওয়া যায়না। সরকার তাঁকে দিয়েছে জনসেবার জন্য। কিন্তু তিনি আখের গোছাতে ব্যস্ত। বোর্ড সূত্রে জানা যায়, গত ৫ বছরে ৬০০ স্কুল পরিদর্শনের নামে বিপ্লব গাঙ্গুলি ৫ কোটি টাকার বেশি অর্থ ঘুষ হিসেবে আদায় করেছেন। চট্টগ্রামের সর্বমহল তার চাঁদাবাজির খবর জানে। কিন্তু অজ্ঞাত কারণে নীরব আছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। বিদ্যালয় পরিদর্শকের চাঁদাবাজি নিয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার এর মোবাইলে একাধিকবার কল দিলে তাকে পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, বিপ্লব গাঙ্গুলি, তার স্ত্রী ও শ্বশুরের নামে একাধিক ব্যাংকে আছে কোটি কোটি টাকা। নামে বেনামে ফ্ল্যাট ৪ টি। ২৫ লাখ টাকা দামের রাস ব্রান্ডের গাড়ী। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেন, শিক্ষা বান্ধব বর্তমান সরকার যখন সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে তখন বিদ্যালয় পরিদর্শকের বেপরোয়া চাঁদাবাজি সরকারের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে। তারা অবিলম্বে এহেন অপকর্ম বন্ধে দ্রুত তদন্ত পূর্বক বিদ্যালয় পরিদর্শকের অপসারণ ও বিভাগীয় শাস্তি  দাবি করেন।  বোর্ডের কর্মকর্তা কর্মচারীও বিপ্লব গাঙ্গুলীর শাস্তির দাবি জানান। 
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক বিপ্লব গাঙ্গুলি বলেন, যে সব স্কুলের নাম রয়েছে স্কুলগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি তদন্ত করতে গিয়ে অনিয়ম দুর্নীতি ধরা পড়লে তারা আমাকে তাদের কথা মত কাজ করতে বিভিন্নভাবে লোভ দেখাচ্ছে, আমি তাদের কথা  মতো কাজ না করায় আমার বিরুদ্ধে লেগেছে, আমি দায়িত্ব নেয়ার পর থেকে অনিয়ম দুর্নীতিমুক্ত শিক্ষা বোর্ড করার চেষ্টা করছি, যেগুলো অভিযোগ এগুলোর কোন ভিত্তি নেই, এসবের সাথে আমি জড়িত না, কেউ প্রমান দিতে পারবে না।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায় অভিযোগ তদন্ত করে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা  নিব। বিষয়টি আমাদের কাছে যেহেতু আসছে এ প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়কে জানানো হবে, উনার নির্দেশনা পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা