ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বেতারের প্রকৌশলীর বিরুদ্ধে শিল্পীকে ধর্ষণের অভিযোগ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৩ দুপুর ৪:১৪
বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মো. আবু সায়েদের বিরুদ্ধে কেন্দ্রের এক অনিয়মিত শিল্পীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর কয়েকধাপে যৌন নিপীড়নের কথা উল্লেখ করে বেতারের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিল্পী। এদিকে অভিযোগের সত্যতা যাচাইয়ে বেতার সদর দপ্তরের পরিচালক (অনুষ্ঠান) এসএম আবুল হোসেনকে আহবায়ক করে তদন্ত কমিটি করেছে বাংলাদেশ বেতার। তদন্ত কমিটি গতকাল শনিবার (১৩ মে) রাঙ্গামাটি কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার শুনানি করেছে।
 
বেতার সদর দপ্তরে দেওয়া অভিযোগপত্রে ওই শিল্পী উল্লেখ করেছেন, বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মো. সায়েদের সহায়তায় ভুক্তভোগী শিল্পী রাঙ্গমাটি কেন্দ্রে নিয়োগ পেয়েছেন। নিয়োগের কিছুদিন পর থেকেই প্রকৌশলী মো. আবু সায়েদ তাকে যৌন নিপীড়ন করে আসছে। এসব ঘটনা সহ্য করতে না পেরে ভুক্তভোগী শিল্পী গত বছরের ৮ আগস্ট আত্মহত্যার চেষ্টা করেন। তখন আঞ্চলিক প্রকৌশলী তাকে হাসপাতালে ভর্তি করান এবং ওই শিল্পীর কাছে ঘটনার জন্য মাফ চান। কিন্তু এর কিছুদিন পর থেকেই আগের ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন এবং চাকরি ‘খেয়ে দেওয়ার হুমকি’ দেন।
 
অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, সর্বশেষ গত ২৭ এপ্রিলে ওই শিল্পীর বাসায় এসে তাকে ধর্ষণ করেন প্রকৌশলী। ওই সময় ভুক্তভোগী শিল্পী চিৎকার করলে প্রকৌশলী পালিয়ে যান। ঘটনার পর ভুক্তভোগী শিল্পী প্রকৌশলীকে তাকে বিয়ে করার জন্য চাপ দিলে প্রকৌশলী ‘সব আশা পূর্ণ হবে’ বলে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেন। গত ৪ মে প্রকৌশলী জানান যে, সে ওই শিল্পীর জন্য সব করতে পারবে; কিন্তু বিয়ে করতে পারবে না। এই ঘটনার পর ভুক্তভোগী শিল্পী কান্নাকাটি ও সুইসাইড করবে বললে প্রকৌশল শাখার রাকিব, হারুন, রিপন আলী তাকে মারধর করে এবং একটি মিথ্যা স্টেটম্যান ও সাদা কাগজে সই নেয়।শনিবার বেতার রাঙ্গামাটি কেন্দ্রে শুনানিতে ভিকটিম, অভিযুক্ত ও জড়িতদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে ভুক্তভোগী শিল্পী বলেন, ‘তদন্ত কমিটি গতকাল আমার সঙ্গে, অভিযুক্ত আঞ্চলিক প্রকৌশলী ও ঘটনার সঙ্গে জড়িতদের সঙ্গে আলাদা-আলাদাভাবে কথা বলেছে। তদন্ত কমিটি প্রতিবেদন সদর দপ্তরে জমা দেওয়ার পর হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে।’
 
এদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মো. আবু সায়েদ বলেন, ‘এটা একটি মিথ্যা ঘটনা। তিনি বিভিন্ন জনের লোভে পড়ে এমন কাজ করছে। তদন্ত কমিটি শুনানিতে এসে সবার সঙ্গেই কথা বলেছেন। আপনার সঙ্গে আমি সাক্ষাতে বিষয়গুলো শেয়ার করব।’

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী