বদলীর সাড়ে ৫ মাস পরেও কর্মস্থল ছাড়েনি চমেকের সেই তাকবীর
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ব্লাড ব্যাংকের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তাকবীর হোসেন। প্রকৃত নাম তাকবীর হলেও নানা তদবিরে পারদর্শী এ কর্মচারী বদলী আদেশের সাড়ে ৫ মাস পরও পূর্বের কর্মস্থল ছাড়েনি। হাসপাতালের এক উচ্চ পদস্ত কর্মকর্তার অদৃশ্য ছায়ায় বদলী হওয়া চেয়ারে বসে নিয়মিত অফিস করছেন। নিচ্ছেন বেতন ভাতাও। সরকারি আদেশ অমান্য করে দিব্যি চাকরি করে গেলেও কোন রকম ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বরং ওই ছোট কর্মচারিকে ওই পদে ফেরাতে উপরমহলে চলছে নানা দেন-দরবার।
জানা যায়, ২০২২ সালের ২০ ডিসেম্বর স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকবীর হোসেনকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। কিন্তু কি মধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড বিভাগে? বদলী আদেশ পাওয়ার দীর্ঘ সাড়ে ৫ মাসেও তিনি ছাড়পত্র গ্রহণ করেননি।
যদিও ওই বদলী আদেশে বলা হয়েছে, পাঁচ কার্যদিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলীকৃত কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। অন্যথায় ষষ্ঠদিন থেকে সরাসাসরি অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। তবে অব্যাহতি দেওয়াতো দূরের কথা, তাকে বেতন ভাতা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।
ছোট পদের দাপুটে এ কর্মচারি অনিয়ম, দূর্নীতির কারণে বদলি হলেও পূর্বের কর্মস্থলে থেকে তিনি তার খুটির জোর দেখাচ্ছেন সংশ্লিষ্টদের। এতে করে অফিসিয়াল শৃঙ্খলা ভেঙে পড়তে পারে বলে অভিমত টিআইবি কর্মকর্তাদের। তাঁরা বলছেন, অফিস আদেশ অমান্য করে তাকবীর সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়া প্রয়োজন। কিন্তু তা হয়নি। এটা রহস্যজনক মনে হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, চমেক হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ার পরিবর্তে উল্টো একই স্থানে রেখে দিতে তদবির করছে। এই নিয়ে মন্ত্রণালয়ে চলছে দৌঁড়ঝাপ। জানা যায়, চমেক হাসপাতালের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম নামের একটি প্রকল্পে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন তাকবীর হোসেন। তবে এই এনজিও কার্যক্রমকে সরকারি চাকরি দেখিয়ে বিভাগীয় প্রার্থী হিসেবে চমেক হাসপাতালে চাকরির জন্য আবেদন করেন তিনি। তাঁর জন্মতারিখ ১৯৮০ সালের ১ অক্টোবর। নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী ১৮-০৮-২০১১ ইংরেজি তারিখে তাকবীর হোসেনের বয়স ছিল ৩০ বছর ১০ মাস ১৭ দিন। অর্থাৎ চাকরির আবেদনের তারিখ পর্যন্ত তাঁর বয়স ১০ মাস ১৭ দিন বেশি ছিল। নিয়োগ বিজ্ঞপ্তির ৯নং শর্ত অনুযায়ী সরকারি চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য উল্লেখ ছিল। সে সময় তিনি এনজিওর প্রকল্পের অধীনে কর্মরত ছিলেন। তাঁর প্রথম সরকারি চাকরিতে যোগদানের তারিখ ছিল ২০১১ সালের ২৮ ডিসেম্বর। বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির জন্য আবেদন করারই কোনো সুযোগ ছিল না তাকবীরের। অথচ বয়সসীমা পার হওয়ার পরও বিভাগীয় প্রার্থী দেখিয়ে চাকরি বাগিয়ে নেন তিনি। অভিযোগ রয়েছে, এ জন্য হাসপাতালের পরিচালক কার্যালয়ের কাগজপত্র জালিয়াতি করা হয়েছে। পরিচালকের প্যাড ব্যবহার করে তাকবীর হোসেনকে বিভাগীয় প্রার্থী হিসেবে জমা দেওয়া প্রত্যয়নপত্রে পরিচালকের কোনো স্বাক্ষরও ছিল না। তাকবীরের ওপর এক চিকিৎসক নেতার আশীর্বাদ থাকার কথাও বলছেন হাসপাতালের অনেকেই। তাছাড়া বিএমএ চট্টগ্রাম শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা ডা. আবুল হোসেন তাকবীর হোসেনের আপন ভাই বলে জানা গেছে।
চমেক হাসপাতালের কয়েকজন কর্মকর্তা বলেন, বড় ভাই বিএমএ নেতা হওয়ায় ও প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাকবীর হোসেনের সখ্যতা থাকায় বদলীর সাড়ে ৫ মাস পরও ছাড়পত্র নিচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না।এ ব্যাপারে চমেক হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) রাজিব পালিত বলেন, তাকবীরকে গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদলী করা হয়। সে এখনও পর্যন্ত ছাড়পত্র নেয়নি। এর বেশি কিছু বলতে পারবনা। এ ব্যাপারে জানতে তাকবীর হোসেনকে একাধিকবার মুঠোফোনে করা হলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫