ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন

নৌকার প্রাপ্ত ভোটের ফলাফলে হতাশ নেতারা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৫-২০২৩ দুপুর ২:১

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত নেতাদের নিজ কেন্দ্রে  নৌকার প্রার্থী  ভোট কম পাওয়ায় দলীয় নেতা কর্মীরা হতাশ। নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত তাদের সাথে তৃলমূল নেতা কর্মীদের সাথে মুখ দেখাদেখি বন্ধ বলে দলীয় সূত্রে জানায়। 

নৌকার ভোটের ফলাফলের বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক আলহাজ্ব  মোহাম্মদ জাহেদুল হক মনোনয়ন বঞ্চিত হওয়ার পরও  নিজ কেন্দ্র বোয়ালখালী আজগর আলী উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৯৯৯ ভোট ও  বন্দর শ্রমিক নেতা মোহাম্মদ মীর নওশাদের নিজ কেন্দ্র দক্ষিণ চরখিজিরপুর মিয়া বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা সর্বোচ্চ ১০২১ ভোট পেয়ে আলোচনার শীর্ষে রয়েছেন।  

আরেক মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজনের নিজ ভোট কেন্দ্র এফ আর নুরুল হক উচ্চ বিদ্যালয়ে নৌকা পেয়েছে মাত্র ২৬০ ভোট। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে সবার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু মনোনয়ন বঞ্চিত হওয়ায় নিজ কেন্দ্র পোপাদিয়া রফিক স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে দেখা যায়নি বলে একাধিক সুত্র জানিয়েছে। এ কেন্দ্রে নৌকা  পেয়েছে ৬০২ ভোট। 

নিজ কেন্দ্রে নৌকার ভোট কম পাওয়া প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘কত ভোট পেয়েছে সেটি আমি জানি না। আমি অসুস্থ। তবে ভোট দিতে কেন্দ্রে গিয়েছি এবং ভোট দিয়ে ২টার দিকে বের হয়ে আসি। আমি যাইনি বলে যদি কেউ বলে থাকে তবে সেটি মিথ্যা কথা। দলীয় নেতাকর্মীরা জানান, শুধু এই দুই নেতা নন, সংসদীয় এলাকার বাইরের পাঁচজন বাদ দিলে মনোনয়ন বঞ্চিত অধিকাংশ নেতা নিজেদের কেন্দ্রে ভোটার আনতে ব্যর্থ হয়েছেন। ছয়জন নেতা ভোট দিতেও কেন্দ্রে যাননি। কেউ কেউ ভোটের দিন ছিলেন বিদেশে। মনোনয়ন প্রত্যাশী নেতাদের নিজ কেন্দ্রে এমন ভোটপ্রাপ্তিতে আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেন, মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২৭ জন। এসব নেতাদের মধ্যে কেউ ভালোভাবে মাঠে ছিলেন না। সবাই মাঠে থাকলে ভোটের ফলাফল অন্যরকম হতো। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা আগামী নির্বাচনের জন্য অশনি সংকেত।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ জেলা তাঁতীলীগ সহসভাপতি জহুর চৌধুরীর কধুরখীল মুসলিম ইউনাইটেড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৬০৮ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৫০১ ভোট। একই কেন্দ্রের আরেক হেভিওয়েট নেতা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এসএম আবুল কালামকে ভোট কেন্দ্রে দেখা যায়নি। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মনছুর আলম পাপপীর এলাকায় পুরুষ ও মহিলা কেন্দ্র পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ ও পশ্চিম কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ দুটি কেন্দ্রে ভোটার আছে চার হাজারের বেশি। দুটি কেন্দ্রে নৌকা পেয়েছে ৬৩৪ ভোট।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকেই টাকা দিয়ে দায় সেরেছেন। আবার অনেকেই বিরিয়ানির প্যাকেট দিয়েও ভোটার টানতে পারেননি। একধরনের সমন্বয়হীনতা ছিল। এমনিতে ভোটার উপস্থিতি কম, সেখানে দলীয় নেতাকর্মীরাই ভোটকেন্দ্র বিমুখ ছিলেন। এর দায় মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট নেতারা এড়াতে পারেন না। প্রতিজন নেতার কেন্দ্রওয়ারী ফলাফল শিট আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষ না থাকতে পারে দলীয় কর্মীরা কোথায় সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

নগর আওয়ামী লীগের প্রভাবশালী সহ-সভাপতি ও সিটি-কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিগত ১৪ বছরে সারাদেশে সমন্বিত উন্নয়ন সাধিত হয়েছে এবং আওয়ামীলীগ ও নৌকা প্রতীকের প্রতি সাধারণ মানুষের আস্থাও  বেড়েছে। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের ২৭ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে মনোনয়ন বঞ্চিতদের অনেকেই ভোট কেন্দ্রে না যাওয়া ও নিজ কেন্দ্রে কি কারণে নৌকার প্রার্থী কম ভোট পেয়েছে তা খতিয়ে দেখার জন্য দলের উচ্চপর্যায় থেকে কমিটি করে দেখা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য চট্টগ্রাম-৮আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে যে ২৭ জন ফরম সংগ্রহ করেছিলেন তাদের মধ্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ মনোনয়ন পান এবং গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি জয়ী হন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা