ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গাজীপুর সিটিকে দুর্নীতি দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগরী গড়তে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন : চরমোনাই পীর সাহেব


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১৮-৫-২০২৩ রাত ৮:৩৭
দুর্নীতি দুঃশাসনমুক্ত, শ্রমিক বান্ধব ও পরিকল্পিত বসবাস উপযোগী আদর্শ নগরী হিসেবে গাজীপুরকে গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান কে হাতপাখা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।  
পীর সাহেব চরমোনাই বলেন, ভোট যেমন একটি পবিত্র আমানত, তেমনি একটি সিটি করপোরেশনের মেয়র পদটিও গুরুত্বপূর্ণ।  সে কারণে জনগনের আমানত রক্ষা করে দুর্নীতি দুঃশাসন মুক্ত পরিকল্পিত নগরী গড়তে একজন দ্বীনদার আল্লাহভীরু মানুষকে নির্বাচিত করা সকল শান্তিকামী নাগরিকের কর্তব্য।  এই আমানত রক্ষা ও কর্তব্য পালনে ২৫ মে তারিখের নির্বাচনে গাজী আতাউর রহমান কে  হাতপাখা প্রতিকে ভোট দিতে আমি গাজীপুর সিটি করপোরেশন এলাকার ভোটারদের প্রতি আহবান জানাচ্ছি।  
 
আজ ১৮ মে বৃহস্পতিবার, বিকাল ৪ টায়, সদর মেট্রো থানার রেল স্টেশন সংলগ্ন জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে হাতপাখা মার্কার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবর রহমান, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ড. মাওলানা বেলাল নূর আজিজী, আলহাজ্বা জান্নাতুল ইসলাম, জিএম রুহুল আমিনসহ কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 
তিনি বলেন, সিটি নির্বাচনে সঠিক ব্যাক্তিকে ভোট দিয়ে বিজয়ী করা না গেলে আগামীতে এ ভুলের জন্য  চরম মশুল দিতে হবে।  
পীর সাহেব চরমোনাই বলেন, ইভিএম এর উপর দেশের মানুষের আস্থা না থাকার পরেও জনগনের দাবী উপেক্ষা করে নির্বাচন কমিশন কাদেরকে খুশি করতে ৫ সিটির ভোট ইভিএম এ  আয়োজন করছে তা আমাদের বোধগম্য নয়।  ২৫ মে'র নির্বাচনে যদি কোন কারচুপির আশ্রয় নেয়া হয় বা ইভিএম ভোট চুড়িতে ব্যবহার করা হয় তবে গাজীপুর থেকে ভোট চোরদের হোতাদের বিরুদ্ধে একযোগে আন্দোলন গড়ে তোলা হবে। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, নির্বাচন আয়োজন ও পরিচালনায় নির্বাচন কমিশনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনরকম পক্ষপাতিত্ব করা হলে  দেশে নতুন সংকট তৈরী হতে পারে। আমরা আশাকরি নির্বাচন কমিশন এই ভোটের মাধ্যমে জনগণের আস্থা তৈরি করে নতুন কোন সংকট সৃষ্টি করবে না। তিনি বলেন, ভোটের দিন ভোট কেন্দ্রে সাংবাদিকদের দায়িত্ব পালনে নতুন করা বিধিনিষেধ দেশবাসীর মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমি আশাকরি গণমাধ্যম কর্মীদের সকল বিধিনিষেধ তুলে নিয়ে তাদেরকে সঠিক দায়িত্ব পালনে সহযোগিতা করা হবে।
 
হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান বলেন, গাজীপুর নগরবাসী ২৫ মে একটি ভোট উৎসব করতে চায়। কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করছে মানুষের ভোটাধিকার কতটুকু সুরক্ষিত হবে। এছাড়া বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা রহমান শপিং মহলের সামনে,গাছা থানাধীন বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায়, টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী দারুল উলূম মাদরাসা-চেরাগ আলী অনুষ্ঠিত পথসভা সমূহে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন