ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আমার মাকে ডাক্তার-ই মেরেছে, শিশু সামিয়ার আর্তনাদ


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৯-৫-২০২৩ রাত ৮:৩৭
বৃহস্পতিবার বিকালে ডাক্তার দেখাতে নিয়ে আসা হয় রোজিনাকে। পরে ডাক্তার ডাঃ শরীফ নাজমুন নাহার (মিলি) বলেন, তার অবস্থা খারাপ, তাকে সিজার করাতে হবে। পরে তাকে সিজারের মাধ্যমে অপারেশন করানো হয়। এসময় রোজিনা একটি মেয়ে বাচ্চার জন্ম দেন। 
 
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে (১৮ মে) দোহার উপজেলার লটাখোলা এলাকার জয়পাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই দূর্ঘটনা ঘটে। দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আন্তা গ্রামের মো: শাহীনের স্ত্রী রোজিনা আক্তার (৩৭)। 
 
রোজিনা আক্তারের ছোট ভাই মুকসেদ জানান, রোজিনাই ছিল আমাদের একমাত্র বোন। গতকাল বৃহস্পতিবার তাকে ডাক্তার দেখানোর কথা ছিলো। সে অনুযায়ী আমরা তাকে জয়পাড়া ক্লিনিকে ডাঃ শরীফ নাজমুন নাহার (মিলি) কাছে নিয়ে যাওয়া হয়। পরে তারা টাকার লোভে, আমাদেরকে রোগীর অবস্থার ভয় দেখিয়ে, আমার বোনের সিজার করায়। সিজারে আমার বোনের একটি মেয়ে সন্তান হয়। আর এর কিছু সময় পরেই  আমার বোন মারা যায়। কিন্তু তারা এটি ধামাচাপা দিতে একদিক দিয়ে মেয়ে বাবুটি আমার ভাগ্নীকে আমাদের কাছে পাঠিয়ে দেন। অন্যদিকে, তারা তাদের এম্বুলেন্স দিয়ে তাদের রেফার করা হাসপাতালে বোনকে পাঠায়। আমি ড্রাইভারকে বলি অন্য হাসপাতালে নিতে কিন্তু ড্রাইভার সেখানে নেয় না। আমাদের দাবি আমাদের যা হবার তা হয়েছে; কিন্তু এমন ঘটনা যেন আর কারো সাথে না ঘটে, সেটাই আমাদের দাবি। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম কিন্তু করি নাই। যা হবার হয়েছে, আমার নবজাত ভাগ্নীরা হারিয়েছে তাদের মা, আমরা হারিয়েছি আমাদের বোন, আর জয়পাড়া ক্লিনিক পেয়েছে টাকা। 
 
রোজিনার বড় মেয়ে সামিয়া বলেন, ডাক্তারি আমার মায়েকে মেরে ফেলেছে। এখন আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? ডাক্তার কি এসব ফেরত দিতে পারবে?  এবিষয়ে রোজিনার আরেক আত্মীয় সুতারপাড়া ইউনিয়নের ঘারমোরা গ্রামের মো: রফিক  বলেন, এই হাসপাতালে এর আগেও রুমা ও বন্যা নামে আমাদের এলাকার ২ জনকে মেরে ফেলেছে। এটি দিয়ে তৃতীয়বার।
 
জয়পাড়া ক্লিনিকের চেয়ারম্যান শফিকুল তালুকদার বলেন, রোজিনার সিজার আমাদের এখানে হয়। তার একটি মেয়ে বাচ্চা হয়। তার অবস্থা খারাপ হওয়ায়, আমরা তাকে ঢাকা রেফার করি। রোজিনা আমাদের এখানে মৃত্যু বরণ করেনি, সে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু বরণ করে।
 
এবিষয়ে দোহার থানা তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি  কিছু জানি না। আমি এটি  প্রথম শুনলাম। তবে, কেউ যদি কোন অভিযোগ করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী