কোম্পানির দূষিত বর্জ্রে নদীতে ভেসে উঠছে মাছ,ধরতে নারী পুরুষ ও শিশুদের ভিড়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা ফুলজোড় নদীর বিভিন্ন অংশে নানা প্রজাতির মরা মাছ ভেসে উঠছে। মরা ও প্রায় মরা এসব মাছ ধরতে নদীটির দু পাড়ে ভিড় জমিয়েছেন শত শত নারী-পুরুষ ও শিশু। স্থানীয় ধানগড়া ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলিম নামে এক ব্যক্তি জানান, নদীটির উজানে বগুড়া জেলার শেরপুর উপজেলার এসআর কেমিক্যাল ও মজুমদার নামে দুটি শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলায় পানি দূষিত হয়ে গেছে। এ কারণে বিভিন্ন প্রজাতির মাছ, সাপ, ব্যাঙ, কুঁচে, কাঁকড়া, শামুক-ঝিনুকসহ জলজ প্রাণী মরে যাচ্ছে। দুই দিন ধরে এ অবস্থা চলছে। শনিবার ২০ মে সকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, রণতিথা, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় গিয়ে দেখা যায়, নদের পানির রং বদলে গেছে। অজস্র মাছ মরে ভেসে উঠছে। এলাকার ছেলেমেয়েসহ বিভিন্ন বয়সের মানুষ সেই মাছ ধরছেন।মাছ ধরতে আসা পৌর এলাকার রিকশা চালক শোহেল আহম্মেদ বলেন, ‘সকালে যাত্রী নিয়ে বাজারে এসেছিলাম। নদীটির উপর ব্রীজে এসে দেখি অনেকেই ভেসে ওঠা মাছ ধরছে। তাই যাত্রীদেও নেমে দিয়ে মাছ ধরতে এসেছি।’ চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের সালমান বলেন, ‘কাজ বাদ দিয়ে নদে ভেসে ওঠা মাছ ধরছি। ছোট-বড় নানা ধরনের মাছ ধরতে ভালোই লাগছে। তবে এভাবে কেন মাছ মরে ভেসে উঠছে, তা চিন্তার বিষয়।’স্থানীয়রা বলেন, বেশ কিছু দিন ধরে দেখছি পানির রং এমনভাবে বদলে গেছে যে এ পানির রং নীল আকার ধারণ করেছে । আজ দেখছি সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। এভাবে একটি নদীর মাছসহ জলজ প্রাণী ধ্বংস করার নজির আর কোথাও আছে বলে মনে হয় না।’ দুজন গৃহবধূ বলেন, দুই দিন ধরে নদের পানি এমনভাবে দূষিত হয়েছে যে ব্যবহার করা যাচ্ছে না।কয়েক বছর ধরেই দুটি শিল্পকারখানার বর্জ্যে এই নদের পানি দূষিত হচ্ছে বলে অভিযোগ করেন জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক। তিনি বলেন, এর প্রতিবাদে শেরপুর ও রায়গঞ্জ উপজেলার সচেতন মানুষ প্রতিবাদ, আন্দোলন করলেও নদীদূষণ বন্ধ হয়নি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্থায়ী প্রতিকারের অনুরোধ জানিয়ে নদীদূষণ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, কয়েক বছর ধরে ফুলজোড় নদের পানি দূষণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলার পরও কোনো বিহিত হচ্ছে না। প্রতিবছরই এমন সময় উজানের দুটি শিল্পকারখানার বর্জ্যে নদের মাছসহ জলজ প্রাণী মরে যায়।উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন, আমরা জানতে পারলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার দুটি কোম্পানির বর্জ্রে নদীর পানি দূষিত হয়ে নদীর সকল মাছ মরে যাচ্ছে ।বিষয়টি আমরা আমাদেও জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করবো ।আশা করি এ বিষয়ে খুব দ্রুতই একটা সমাধান পাওয়া যাবে।
এমএসএম / এমএসএম
পায়গ্রাম কসবায় প্রভাতী সমাজ উন্নয়ন যুব সংঘের দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁশখালীতে নির্বিচারে কাটছে চরের মাটি, ঝুঁকিতে বেরিবাঁধ
শান্তিগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
কম দামের ফাঁদে কৃষক, রায়গঞ্জে ভেজাল সার-কীটনাশকে ফলন বিপর্যয়ের শঙ্কা
বাঙ্গালহালিয়া বাজারে বহু বছর ধরে জরাজীর্ণ ঝুঁকিতে গুরুত্বপূর্ণ একমাত্র যাত্রী ছাউনি
কুমিল্লায় নিহত র্যাব সদস্যের গার্ড অব অনার দিয়ে দাফন সম্পন্ন
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা