ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

এফএফ ওমেন অর্গানাইজেশন

 সামার ফেস্ট


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-৫-২০২৩ রাত ৯:৪০

নারী উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে এফএফ ওমেন অর্গানাইজেশনের আয়োজনে রাজধানীর আদাবরে ভূতের বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ তলায় সামার ফেস্ট র্শীর্ষক একটি মেলার আয়োজন করা হবে। আগামী ৮ জুন মেলাটি শুরু হবে চলবে ১০ জুন পর্যন্ত। ৩ দিনব্যাপী এ মেলা সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় উদ্যোক্তাদের নিয়ে আসা তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সংঠনটির সিইও ফারজানা আফরোজ দৈনিক সকালের সময়কে বলেন, এবারের মেলা  ২৫ থেকে ৩০ টি স্টল থাকবে। এছাড়াও মেলার আকর্ষণে থাকছে প্লে গ্রাউন্ড এর মাধ্যমে বাচ্চাদের রাখার সুব্যবস্থা। যারা কেনাকাটা করবেন তাদেরকে কুপনের মাধ্যমে অসংখ্য পুরস্কার দেয়া হবে। থাকবে ফ্রি মেহেদী ও চুড়ি উৎসব। তিনি আরও বলেন বেস্ট সেলারকে মেলার শেষ দিন পুরস্কার প্রদান করা হবে। মেলায় নারী ও পুরুষ সকল উদ্দ্যোক্তা অংশগ্রহণ করতে পারবে। মেলায় যাদের স্টল থাকবে তাদের সবার ফেইসবুক পেইজ কে আমাদের পেইজের মাধ্যমে প্রোমট করা হবে। ফারজানা আফরোজ আরও বলেন মেলায় অংশগ্রহণকারী সকল উদ্দ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হবে। স্বনামধন্য ব্যক্তিত্ব থাকবেন মেলায় যিনি সকল স্টলহোল্ডারদের স্টল থেকে লাইভে থাকবেন । এছাড়াও ফেসবুক লাইভ, এবং নিউজ এর মাধ্যমে প্রতিটি উদ্যেক্তাদের পণ্য প্রমোট করা হবে। এর আগে এফএফ ওমেন অর্গানাইজেশন ৬ টি মেলা সফলভাবে আয়েজন করেছে। সগঠনটিতে বর্তমান সদস্য সংখ্যা রয়েছে প্রায় ১৮ শত। সগঠনটি বিগত ৩ বছর ধরে উদ্যেক্তাদের নিয়ে কাজ করছে। উদ্যেক্তারা অল্প টাকায় এই মেলায় অংশগ্রহণ করতে পারে। তাদের পণ্য কে সবার মাঝে ছড়িয়ে দিয়ে একটি ব্র্যান্ডে পরিণত হবে মেলায় অংশগ্রহণের মাধ্যমে। এমনটি জানিয়েছেন সংগঠনটির সিইও ফারজানা আফরোজ। 

 

Sunny / Sunny

দেশী ও বিদেশি নারীদের ফ্যাশন হাউজ অপরাজিতা

সৈয়দ সামিউল হোসেন: হোটেল ইন্ডাস্ট্রির স্বপ্নবাজ এক তরুণ পেশাজীবী

অপ্সরা ডিজায়ার হেয়ার সেলুনের যাত্রা থেকে সাফল্যের গল্প

হোটেল ও রেস্টুরেন্ট শিল্পের সফল জাদুকর সুকান্ত সৈকত

শুরু হয়ে গেল রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি ২০২৫ সিজন ৪ রান্নার প্রতিযোগিতা

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ