ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৬-২০২৪ রাত ১০:০

হাল ফ্যাশনের দৃষ্টিনন্দন নকশার নানা পোশাকের বিশেষ প্রদর্শনী চলছে ঢাকায় গুলশান- ২ এর সিক্স সিজন হোটেলে। 'ঈদ ফ্যাশন ফিক্সেশন' শিরোনামে এ পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে অঙ্গশ্রী ইভেন্ট। ৭ জুন সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সারমিন সেলিম তুলি।

এ সময় অঙ্গশ্রী ইভেন্ট এর কর্ণধারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি সারমিন সেলিম তুলি বলেন- বিভিন্ন উৎসব উপলক্ষে পোশাক বা পণ্যের প্রদর্শনী নতুন কিছু নয়। তবে প্রতিটি প্রদর্শনীতেই থাকে নতুন পণ্য বা পোশাকের সংগ্রহ।

আসছে ঈদ, এ ঈদ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে বিশেষ পণ্যের সমারোহ থাকবে। এটাই প্রত্যাশা করেন ক্রেতারা। বাস্তবেও দেখা গেলো তাই। নতুন নকশার পোশাক নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। বারিধারা, গুলশান ও বনানীতে যারা বসবাস করেন, তারা হাতের কাছেই পাবেন নানা নকশা ও দেশী-বিদেশী উপকরণ দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক।

তিনি বলেন- এ প্রদর্শনী থেকে পণ্য কেনা মানে ক্রেতা ব্যক্তিগতভাবে লাভবান হবে, তা নয়। নারী উদ্যোক্তাদের পণ্য কিনে পরোক্ষভাবে নারী সমাজের অগ্রগতিতে অবদান রাখবেন।

তিনি বলেন- বাংলাদেশে ফ্যাশন ও পোশাকে যে বৈচিত্র এসেছে, পোশাক শিল্পের মাধ্যমে যে রেমিট্যান্স বাংলাদেশে আসছে, তার বেশিরভাগ কৃতিত্ব নারীর। নারীরা পোশাকের নকশায় যেমন বৈচিত্র এনেছেন, তেমনি পোশাক সেলাই থেকে শুরু করে বিক্রি পর্যন্ত বিভিন্ন ধাপে কাজ করছেন। বর্তমানে অনলাইন পোশাকের ব্যবসা বেশ জনপ্রিয় হয়েছে।

অনলাইনে যারা পোশাকের ব্যবসা করেন, তাঁদের বেশিরভাগ নারী। সততা, শ্রম, মেধা ও বিশ্বস্ততার সাথে নারীরা ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি নারীদের এ চেষ্টা অব্যাহত থাকবে এবং বরাবরের মতো নারীদের পাশে থেকে উৎসাহ দিবে পুরুষ।

Sunny / Sunny

অপরাজিতায় কবিতার শাড়ি 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশন ও অক্সফ্যাম একসাথে কাজ করবে

ঈদ ফ্যাশন ফিক্সেশন এর উদ্বোধন

ভর্তার স্বাদ ও সাতকাহন 

মাসরুমের গুরুত্ব ও মাশরুমের উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আমার মমতাময়ী মা 

শেষ হলো আইডিয়া পিচিং কম্পিটিশন ক্রিয়েভেঞ্চার ৩.০

ছোট উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার প্লার্টফর্ম সম্পূর্ণা বাংলাদেশ

টিকটকে যে নারীরা অনুপ্রেরণা যোগায়

চল্লিশেই সফল ব্যবসায়ী- নিয়াজ মোর্শেদ এলিট

ইপি-উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর বিভিন্ন জেলায় পুষ্পস্তাবক অর্পণ - 

সম্পূর্ণার দ্বিতীয় চেইন শপের উদ্বোধন

অপরাজিতার পোশাকে কথা, কবিতা ও বর্ণমালার আয়োজন