ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

পটিয়া রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৫-২০২৩ বিকাল ৫:২০

চট্টগ্রামের পটিয়া সদরের ঐতিহ্যবাহী হাই স্কুল এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে দুই লক্ষ ৫১ হাজার ৬৬২ টাকা আত্মসাতের ঘটনায় কারন দর্শনোর নোটিশ দিয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।  প্রধান শিক্ষক যোগদানের পর থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা কর্মচারীরা প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিষয়টি ধরা পড়ার পর অনাস্থা জানিয়ে স্কুল কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন। 
 প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় গত ২৩ মার্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে দুই দফা শোকজ শোকজ করেন।  বিভিন্ন অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ার পরও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে রহস্যজনকভাবে কোন ব্যবস্থা না নেয়ায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।  উক্ত প্রধান শিক্ষক যোগদানের অল্প দিনের মধ্যে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে যান। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে স্কুলের কোন শিক্ষক অভিভাবক, স্কুল কমিটির সদস্য এবং সাবেক শিক্ষার্থীরা কেউ প্রতিবাদ করলে তাদেও বিভিন্নভাবে ফাঁসানোর হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানায়, পটিয়া এ এস রাহাত উচ্চ বিদ্যালয়ে ৮ম ও নবম শেণির শিক্ষার্থীদের কাছে থেকে সরকারি নির্ধারিত রেজিষ্ট্রশন ফির বাইরে অতিরিক্ত প্রায় ৭৭০ জন শিক্ষার্থীদের কাছ থেকে জোর পূর্বক ৫০ টাকা করে প্রায় ৪০ হাজার টাকা, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের থেকে অনলাইন ফি নামে প্রতি বিষয়ে ৩০ টাকা করে প্রায় ৫০ হাজার টাকা উত্তোলন করে। উক্ত স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক, শিক্ষক, হল সুপার, বোর্ড টিম, উপজেলা প্রশাসনের টিম, আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বরতদের নির্ধারিত সম্মানি না দিয়ে প্রধান শিক্ষক আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে জোর পূর্বক টাকা নেয়ার ঘটনায় প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আব্দুল আজিজ নামের এক অভিভাবক লিখিত অভিযোগ করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ড মজুমদারকে প্রধান করে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশকে সদস্য, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর আন নাজমুস সাকিবকে সদস্য সচিব করে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মানুনের নির্দেশে গত ৫ নভেম্বর এ কমিটি গঠন করা হয়। এর আগে গত ৩ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ড মজুমদার প্রধান শিক্ষক মিজানুর রহমানকে বিষয়টি তদন্তের জন্য চিঠি দেন। ৮ নভেম্বর অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক শুনানী করার বিষয়টি জানান। বিভিন্নভাবে ভুয়া বিল ভাউছার বানিয়ে হিসাব দেয়ার পরও প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকার হিসাবের অমিল পাওয়া যায়। প্রধান শিক্ষক মিজানুর রহমান বিভিন্ন জনকে বলে বেড়াচ্ছে তদন্ত যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে আপোষ মিমাংষা হয়ে গেছে । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রামাকান্ড মজুমদার বলেন, রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় আড়াই লাখ টাকার অনিয়মের অভিযোগ ধরা পড়ে তদন্তে। তিনি ৪০ হাজার টাকা করে কিস্তিতে জমা দেয়ার কথা ছিল, পরের কিস্তিতে ৩০ হাজার টাকা এতে স্কুল ফাউন্ডেরও টাকা ছিল, মোট ৭০ হাজার টাকা জমা দিয়ে ইউএনও স্যারের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে। এরপর আর কোন নির্দেশনা ইউএনও স্যার আমাকে দেয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, প্রধান শিক্ষকের আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তদন্ত কমিটি রির্পোট দিয়েছে। এরপও আরও একটি তদন্ত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা